শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০৫:৩৩ পিএম, ২০২০-১০-৩০
পটুয়াখালীতে স্বাস্হ্য সহকারী ও স্বাস্হ্য পরিদর্শকদের স্মারকলিপি প্রদান
উজ্জল শিকদার,
পটুয়াখালী জেলার ৮ টি উপজেলার স্বাস্হ্য সহকারী ও স্বাস্হ্য পরিদর্শকগণ ন্যায্য দাবী আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান করেছেন।
১৯৯৮ সালের ০৬ ডিসেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে স্বাস্হ্য সহকারীদের মহা সমাবেশে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষনা দিয়েছিলেন স্বাস্হ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসন সহ টেকনিক্যাল মর্যাদায় উন্নিত করা হবে দীর্ঘ ২১ বছর পরও প্রধান মন্ত্রী ঘোষনার বাস্তবায়ন হয়নি।
০২ জানুয়ারী ২০১৮ সালে মাননীয় স্বাস্হ্য মন্ত্রী আমাদের দাবী মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের নির্দেশ দেন। এছাড়াও ২০ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ ন্যায্য দাবী আদায়ের জন্য হাম রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে বর্তমান স্বাস্থ্য মন্ত্রী মহোদয় এবং স্বাস্হ্য মন্ত্রনালয়ের সচিব মহোদয় দাবী সমূহ মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। দুঃখজনক সত্যি সেই লিখিত সিদ্বান্ত অদ্যবধি বাস্তবায়ন হয়নি বিধায় স্বাস্হ্য সহকারী ও স্বাস্হ্য পরিদর্শকগন দাবী বাস্তবায়নের জন্য কর্মসূচী গ্রহন করেছেন যাহা নীচে পেশ করা হইলোঃ
১। ২৯/১০/২০২০ ইং তারিখে উপজেলায় স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২।আগামী ০২/১১/২০২০ ইং তারিখে সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এন. এস.আই মহোদয়কেে স্মারকলিপি প্রদান।
৩। ০৫/১১/২০২০ তারিখে বিভাগীয় পরিচালক, মহাপরিচালক, এন এস আই মহাপরিচালক ও দাতা সংস্হা বরাবর স্মারকলিপি প্রদান করবেন।
৪। ১৩/১১/২০২০ তারিখ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
২৬/১১/২০২০ তারিখ বৃহস্পতিবার হতে ইপি আই সহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।
সাক্ষাতকারেঃ
মোঃ দেলোয়ার হোসেন সভাপতি, স্বাস্হ্য সহকারী এ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা ও যুগ্ন সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি, তিনি স্বাস্হ্য সহকারীদের অর্জন সমূহ তুলে ধরেনঃ
১। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো।
২। পোলিও মুক্ত বাংলাদেশ।
৩। শিশিদের যক্ষ্মা ণিয়ন্ত্রন।
৪। গুটি বসন্ত মুক্ত বাংলাদেশ।
৫। হাম রুবেলা নিয়ন্ত্রণে বিশেষ স্বীকৃতি অর্জন।
৬। হেপাটাইটিস- বি মুক্ত বাংলাদেশ।
৭। নিউমোক্কাল জনিত নিউমোনিয়া নিয়ন্ত্রণ।
৮। ম্যালেরিয়া নিয়ন্ত্রণ।
৯। ধনুস্টংকার মুক্ত বাংলাদেশ।
ইপি আই কাজের সফলতার জন্য দেশে এবং আন্তর্জাতিক ভাবে পুরুস্কৃত হয়েছে।
১। 'ভ্যাকসিন হিরো " পুরস্কারে ভূষিত।
২। এমডিজি -৪ অর্জন।
৩। সাউথ সাউথ পুরিস্কার অর্জন।
৪। দক্ষিন এশিয়া মহাদেশের মধ্যে টিকাদান কর্মী হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন।
স্বাস্হ্য সহকারীদেরকে ন্যায্য অধিকার থেকে বন্চিত করা হয়েছে তাদের বেতন স্কেল আপগ্রেডেশন করা হলে তাহারা কর্ম বিরতি থেকে ফিরে আসবে।
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : যদি বৃদ্ধি করতে পারি সচেতনতা, তাহলে বাড়বে রক্তদানের প্রবনতা " আমার রক্ত বাঁচলে প্রাণ, করবো না কে...বিস্তারিত
লোকমান হোসাইন( রামগঞ্জ উপজেলা) : করোনা ভাইরাসের ফলে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা আবারও দ্রুতই বেড়ে চলেছে। এ অবস্থায় সারাদেশে আবার...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালী প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ মার্চ) ভোর ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : ৭বছর অপেক্ষার পরে-ও এখন চালু হয়নি স্বাস্থ্যসেবা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওর এল...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : কুমিল্লা সদর দক্ষিণে উন্নতমানের সেবা নিয়ে যাত্রা শুরু করেছে 'এহসান ডায়াগনস্টিক এন্ড মেডিকে...বিস্তারিত
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) : উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে নুর ডেন্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু, শনিবার সন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited