শিরোনাম
আবদুর রব হেলাল(লক্ষ্মীপুর সদর) | ১০:৩৭ পিএম, ২০২০-০৬-১২
লেখক মহিউদ্দীন সুমন
বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই আজ অফিসে যাবো না,সেইজন্য বাহিরে যাওয়ার তাড়না নেই। পুরো দিন বাসায় থাকবো,তা শুনে মা ভীষণ খুঁশি। আজ মা ছেলে পুরো বাড়ীটা মাতিয়ে রাখবো। মা বললো তন্ময় দুপুরে কি খাবি, আমি বললাম তোমার পছন্দমতো একটা কিছু খাবো। আস্তে আস্তে দেখি মা ড্রীপে মাংসের পোটলা খোঁজায় ব্যস্ত,তখন আমি ছট করে বলি মা খিচুড়ি আর ডিম ভাজা খাবো ( মায়ের কষ্ট হবে বিধায় খাবারের মেনু ঘুরিয়ে দিয়েছি)। মা বললেন খিচুড়ি এবং মাংস চমৎকার হবে,আমি বললাম না মা খিচুড়ি আর ডিমের মজাই আলাদা। মা হেসে বলেন তুই আর পরিবর্তন হবি না,ছোটবেলা থেকে আমার কষ্ট হোক এমন কোন আবদার তোর ছিল
না। মর্জিনাটা যে আসছে না,আসলে কত সুবিধা হতো। ( মর্জিনা আম্মার হেলফার)। আমি বললাম এই বৃষ্টির ভিতরে খালা কীভাবে আসবে, বলো কি করতে হবে আজ আমি তোমার হেলফার। মা হেসে বলেন দুষ্টামীতো ভালো শিখেছিস।
রান্নাঘরে মা ছেলের আলাপচারিতা আর থামছেনা,মনে হচ্ছে বৃষ্টির বেগের চেয়ে বেশী। হঠাৎ আনমনে মা বলে ফেললেন তোর সিরাজ মামার মেয়েটা আমার বেশ পছন্দ,ইতি এবার অর্নাস ফাইনালে পড়ে। তুই কিছুই বলবি না, একা একা কেবল আমি বক বক যাবো। মা আমাকে আর ২টা বছর সময় ধার দাও। আব্বুর রেখে যাওয়া প্রতিষ্ঠানটি ভালো ভাবে দাঁড় করিয়ে নিই, তারপর তুমি যা বলবে তাই করবো। ঠিক আছে তন্ময়,এত ইমোশোনাল হওয়ার মানে নেই। জীবন জীবনের জায়গায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জায়গায়,এছাড়া একা একা আমার বাসায় ভালো লাগে না। ঠিক আছে মা এখন থেকে তুমি আমার সাথে অফিস করবে। আমার রুমে ২টা চেয়ার থাকবে একটাতে বসবে তুমি অন্যটাতে আমি। তোমার ও সময় কাঁটবে আমার ও চিন্তা কমবে। অতঃপর মা একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বললেন পর জনমে ও যেন আল্লাহ আমাকে তোর মা বানায়,আজ এই প্রার্থনা করি। অতঃপর ডাইনিং টেবিলে বসে মা,ছেলে খিচুড়ি আর ডিম ভাজা খেলাম পুরো তৃপ্তিসহকারে। আহ্ এমন মজাদার খাবার কতদিন পরে খেয়েছি। ধন্যবাদ এই বৃষ্টিকে যে আমাকে এমন খাবারের জন্য চেপে ধরেছে। তখনি মা বললো হইছে হইছে চাপাবাজি আর করতে হবে না। হঠাৎ মোবাইল ফোন বেজে উঠলো,অফিসে যেতে হবে। মা অফিস থেকে বাতেন ফোন করেছে তাড়াতাড়ি যেতে হবে, তুমি রেডি হয়ে নাও,আমি ড্রয়িংরুমে অপেক্ষা করছি। তখনি মা বলেন আজ
আমার মনটা অনেক ভালো। আজ আমি যাবো না,কাল থেকে যাবো তবে সাপ্তাহে তিনদিন। ঠিক আছে বলে মা'কে সালাম করে অফিসের দিকে রওনা দিলাম।
রচনাকালঃ জুলাই ২০১৫ ইং
উৎসর্গঃ পৃথিবীর সকল মা'কে, যারা সবসময় সন্তানের মঙ্গল কামনায় ব্যস্ত থাকে।
(লক্ষ্মীপুর৭১ডটকম/ মোঃইসমাইল খাঁন সুজন)
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি । লক্ষ্মীপুর রামগতি উপজেলার আলেকজান্ডার এর কোল ঘেঁষে বহমা...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত-পহেলা ফাল্গুন।ঋতুরাজ বসন্তের প্রথম দিন।বসন্ত মানে পূর্ণতা।বসন্ত ম...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমরা সকলে এই পৃথিবীতে দৌড়াচ্ছি, সেটা দ্বীনের জন্য হোক অথবা শুধু দুনিয়ার জন্য। আপনি যে পথেই দৌঁড়ান ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : আমি তাকেই চেয়েছিলাম, যার হৃদয়ের স্পন্দনে, প্রতিটি ধ্বনিতে শুধু আমি থাকবো। আমি তাকেই চে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব মানে বাংলা রবিন হোসেন তাসকিন চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম, জাতির পি...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : সেই তুমিঃ কলমে ✑ মমো হে প্রিয়..... বুঝনি তুমি আমারি মন। তা সবে, অবোধ তুমি অবহেলা করিলা। অ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited