শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ০৮:৩৩ পিএম, ২০২০-১১-০৬
লক্ষ্মীপুরে সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ ছাত্র আহত।
লক্ষ্মীপুরে পুরনো দুশমনির জেরে মিহির হাওলাদার নামের এক কলেজ পড়ুয়া ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় কিশোর গ্যাং। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত মিহির লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং লাহারকান্দি ইউনিয়ন এ-র বাসিন্দা চাকরিজীবী মিজানুর রহমানের ছেলে এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
মিহিরের পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, লাহারকান্দি এলাকার পাপন, রাব্বি এবং আরজুসহ কয়েকজন কিশোর গ্যাং তৈরি করে মাদকদ্রব্য বিক্রি ও সেবনসহ এলাকায় বিভিন্ন খারাপ কাজ দীর্ঘদিন ধরে করে আসছে। এটা নিয়ে দুই মাস আগে তাদের সঙ্গে মিহিরের কথা-কাটাকাটি হয়। তখন মিহিরকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে কিশোর গ্যাং সন্ত্রাসীরা।
এ ঘটনায় পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর শাহাদাৎ হোসেন রুবেল স্থানীয়ভাবে সমাধান করে দেন। তখন মিহিরের চিকিৎসার জন্য হামলাকারীদের ৬০০০, টাকা জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগের শত্রুতার জেরে গত বৃহস্পতিবার রাতে মিহিরকে একা পেয়ে পিটিয়ে আহত করে কিশোর গ্যাং। স্থানীয়রা এগিয়ে এলে তাকে রাস্তায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে পাঠানোর জন্যে বলেন।
আহত মিহিরের পিতা মিজানুর রহমান হাওলাদার জানান, হামলাকারীরা এলাকায় গ্যাং সৃষ্টি করে মাদক বিক্রিসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে। তারা এর আগেও আমার ছেলেকে পিটিয়েছিল। আমি এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করব।
এবিষয়ে জানতে পৌরসভার কাউন্সিলর মীর শাহাদাৎ হোসেন রুবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কথা বলা যায়নি।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোজাম্মেল হোসেন রিয়াজ : নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে নূরআলম(৫৩) নামের এক মাদক ব্যবসায়কে আটক করেছে চাটখিল থানা ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরে ইভটিজিংকে কেন্দ্র করে বখাটেদের দাড়াঁলো অস্ত্রের আঘাতে এক সংখ্যালঘু পরি...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ : নোয়াখালীর চাটখিলে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ : নোয়াখালীর চাটখিলে ফল দোকানে শিশু শ্রমিককে (১৩), বলাৎকারের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জের হোটেল সোনার গাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মামুনুল হক কে নিয়ে সা...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : হেফাজত ইসমের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মামুনুল হককে নিয়ে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক নারীর ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited