শিরোনাম
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) | ০৫:৫৯ পিএম, ২০২০-১১-১৩
কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানকে আফরোজা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।
অদ্য ১৩ই নভেম্বর জুমার নামাজের পর মহেশখালী উপজেলার হোয়ানক টাইমবাজে আফরোজা হত্যার বিচারের দাবীতে বানববন্ধন করেন হোয়ানকের সর্বস্তরের জনসাধারণ। ঘাতক স্বামী রাকিব হাসান বাপ্পীর হাতে খুন হওয়া আফরোজা হত্যায় জড়িত ৯ জনের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়।বাপ্পির দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় আসামি কংকা ছাড়া এখনো পর্যন্ত আর কোন আসামি কে গ্রেপ্তার করা হয়নি। তারই ধারাবাহিকতায় আজ১৩ই নভেম্বর হোয়ানক টাইমবাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে হোয়নাকের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্বজনসাধারণও উপস্থিত ছিলেন।
উক্তমানব বন্ধনে খুন হওয়া আফরোজার পিতা, ইসহাক জানান, আমার মেয়ে আফরোজাকে হাসান বশিরের পরিবার নির্মম ভাবে হত্যা করে। আমরা ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করি।
তরা প্রভাবশালী বলে এখনো তাদের আইনের আওতায় আনা হয়নি। তারা উন্মুক্ত ভাবে চলাফেরা করতেছে। তিনি আরো বলেন, খুনি হাসান বশিরের পরিবারে সাথে প্রসাশনের সখ্যতা রয়েছে যার ফলে এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
আফরোজার বড় ভাই মিজান জানান, আমার বোন কে হত্যা করা হয়েছে প্রায় আজ এক মাস গত হয়ে গেছে। প্রশাসন এখনো পর্যন্ত হাসান বশিরের পরিবারের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যতদিন পর্যন্ত আমার বোনের হত্যার সুষ্ঠু বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের বোনের বিচারের দাবিতে মানববন্ধন করে যাবো। পরিশেষে তিনি সরকারের কাছে বোনের হত্যার বিচারের দাবি জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার হোয়ানকের একঝাঁক তরুণ প্রজন্মের মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত, পাবলি...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : সমাজ তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি বলেই আজ তারা অপরাধী। তাই জেলে জেলে প্রশিক্...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : আগামী ০৪ অক্টোবর " নিউ মনে রেখ শপিং মল উদ্বোদন করা হবে। এখানে রয়েছে মহিলাদের আকর্ষণীয় ড্রেস, থ্রি...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : বাংলাদেশে’র একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে’র উদীয়মান এবং আদর্শবান তা...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়েন, মাঝের পাড়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দেখার কেউ ...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : জনাব,মোস্তাফা কামাল,বর্তমান চেয়ারম্যান,হোয়ানক ইউনিয়ন পরিষদ,মানুষের লোক মুখে শুনা যাচ্ছে,, আগামি ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited