শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ১১:৫০ এএম, ২০২০-০৬-১৪
আজ তুমি পাশে নেই। কোন আঁধারের মাঝে নিজেকে জড়িয়ে রেখেছো ভাবতেই কষ্ট হচ্ছে। তাই তোমার অস্তিত্ব কল্পনা করতে বেগ পাচ্ছি। তুমি চোখের আড়ালে চলে গেছো কিন্তু রয়ে আছো মনের পাতায়। কারন আমি যে তোমার অস্তিত্বের অংশ। তোমার স্মৃতি ঝাঁপসা ঝাঁপসা ভেসে ওঠে আমার অক্ষিদ্বয়ে,আমার অভিলক্ষ্য ও অভিনেত্র তোমার সঠিক অস্তিত্ব কল্পনা করতে পারছে না। শৈশবের এই শোকগাঁথা আজও আমায় পোড়ায়, হয়ত আমৃতু্য জলধারা হবে গন্তব্যে। তোমার তিরোধান বারিমধারা হয়ে দু'চোখ স্পর্শ করে। নিজ হাতে মাটিস্থ করতে না পারার ব্যথা আজীবন বয়ে বেড়াতে হবে। বাবা,আজ তোমার অবকাশকালীন সময়টুকু নীরবে নিভূতে কাঁটছে,তুমি নীরবে আমাদের অবলোকন করছো। দুঃখজনক হলেও সত্যি আমরা তোমাকে দেখছি না। মৃত্যুই আমাদের মাঝে ব্যবধান গড়ে দিয়েছে।
বাবা!
পরকালের তাচ্ছিল্লতা ছেড়ে আমাদের মাঝে ফিরে এসো... আমরা তোমাকে ফিরে পাওয়ার প্রহর গুনছি। যখনি আমাদের একটি শুভ দিন আসে তখনি ব্যস্ত হয়ে যাই তোমাকে স্বাগত জানাবার জন্য। কিন্তু কখনও তুমি তোমার গন্তব্যে ত্যাগ করে আমাদের মাঝে আসো না। তখন মনে খুব কষ্ট পাই,আর ভাবি আপন লোক গুলো কেন ফাঁকি দিয়ে দূরে চলে যায়। তাইতো আমার এই ক্ষুদ্র মনসে তোমাকে দেখার প্রহর গুনছি। তোমার স্পর্শ করা প্রতিটি জিনিস আজও অপলক চেয়ে আছে, প্রতিটি বস্তুর মাঝে তোমায় হারানোর আত্মানার্দ শুনতে পাচ্ছি। তুমি কোন বিদেশে, স্বজনদের সাথে একবার ও দেখা করতে পারো না। যখনি তোমার কবরের পাশ দিয়ে চলাচল করি তোমাকে দেখবো দেখবো বলে বার বার অপলক চেয়ে থাকি...........
কখনও তোমাকে দেখা হলো না। ছোট্ট বেলায় যখন তোমার কবরের ঘাস গুলো পরিস্কার করতাম তখনতো মনে মনে ভাবতাম আজ তোমাকে ছুঁয়ে ফেলবো... ............ কখনও আমার চেষ্টা গুলো সফল হলো না।
আজ বুঝতে পেরেছি বাবা যে জগৎ এ তুমি পদার্পণ করেছো, ঐ স্থান থেকে ফেরা কখনও সম্ভব নয়। ক্ষনস্থায়ী জীবনের মোহ ত্যাগ করে চিরস্থায়ী জীবনের ঠিকানা খুঁজে নিয়েছো। ধন্য হোক তোমার পদচারনা, পূরন হোক তোমার সব মনবাসনা।
উৎসর্গঃ পৃথিবীর সকল বাবাহারা সন্তানদের। যারা সর্বদা তাদের বাবাদের খুঁজে বেড়ায়।
(লক্ষ্মীপুর৭১ডটকম/ ইসমাইল খান সুজন/ মহিউদ্দীন সুমন
রচনাকালঃ ফেব্রুয়ারি,২০০৭)
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি । লক্ষ্মীপুর রামগতি উপজেলার আলেকজান্ডার এর কোল ঘেঁষে বহমা...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত-পহেলা ফাল্গুন।ঋতুরাজ বসন্তের প্রথম দিন।বসন্ত মানে পূর্ণতা।বসন্ত ম...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমরা সকলে এই পৃথিবীতে দৌড়াচ্ছি, সেটা দ্বীনের জন্য হোক অথবা শুধু দুনিয়ার জন্য। আপনি যে পথেই দৌঁড়ান ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : আমি তাকেই চেয়েছিলাম, যার হৃদয়ের স্পন্দনে, প্রতিটি ধ্বনিতে শুধু আমি থাকবো। আমি তাকেই চে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব মানে বাংলা রবিন হোসেন তাসকিন চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম, জাতির পি...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : সেই তুমিঃ কলমে ✑ মমো হে প্রিয়..... বুঝনি তুমি আমারি মন। তা সবে, অবোধ তুমি অবহেলা করিলা। অ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited