শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০২:১১ এএম, ২০২০-১১-২৯
উজ্জ্বল শিকদার,
নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরাসন সহ ৪দফা দাবিতে প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও কর্মবিরতি পালন করেছেন পটুয়াখালীর সহকারী স্বাস্থ্যপরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা।
ফলে পটুয়াখালী জেলার টিকাদান কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা।
স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. শহিদুল ইসলাম বিশ্বাস প্রতিবেদকে জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত রাখবেন।
আজ শনিবার ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে পটুয়াখালী জেলার ৮টি উপজেলার প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি হলো নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্যপরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে যথাক্রমে ১১
এগার,
বারো,এবং তের,তম গ্রেডে উন্নতি করতে হবে।
স্বাস্থ্যপরিদর্শক ইনচার্জ ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বিশ্বাস প্রতিবেদকে জানান, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলতে থাকবে।
সেবা প্রত্যাশী মোসাঃ হালিমা বেগম প্রতিবেদকে বলেন, 'আমি তিন দিনের বাচ্চাকে নিয়ে টিকা দিতে এসে দেখি হাসপাতালে টিকা কার্যক্রম বন্ধ, বাহিরে প্রচণ্ড শীত। এই পরিস্থিতির মধ্যে বাচ্চাকে নিয়ে বারবার বের হওয়া সম্ভব না।' হালিমা বেগমের মতো শিশু নিয়ে টিকা দিতে এসে আরও অনেকেই এমন দুর্ভোগে পরেছেন।
দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মোহাম্মাদ দেলোয়ার হোসেন জানান, 'টিকাদান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সহকারীরা বর্তমানে দশটি মারাত্মক সংক্রমিত রোগের টিকা দেয় কিন্তু আমাদের সেভাবে কোন মূল্যায়ন করা হয় না। আমরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এইজন্যে কিছু যৌক্তিক দাবি আমরা সরকারের কাছে তুলে ধরেছিলাম। ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আমাদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হবে তা গত ২২ বছরেও বাস্তবায়ন হয়নি।'
তিনি আরো জানান, সামনে হাম-রুবেলার টিকা তা যদি সময় মত না দেয়া যায় তাহলে শিশুরা চরম ক্ষতির সন্মক্ষীন হবে ভবিষ্যতে। তাই স্বাস্থ্য মন্ত্রীর কাছে আবেদন আমাদের দাবি অতি সত্যর মেনে নিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য মোহাম্মাদ ইদ্রিস, মহাসিন মাহমুদ সদস্য মোহাম্মাদ দেলোয়ার বিশ্বাস, সদস্য চন্দন জাহান, খালেদা খানম, খলিলুর রহমান সহ অনেকে।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বাস্থ্য পরিদর্শক...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : হঠাৎ রোগীদের খোঁজ-খবর নিলেন : এ্যানি চৌধুরী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধু...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : নোয়াখালী হাসপাতালের ভেতরে ফার্মেসিতে অগ্নিকাণ্ড চার কোটি টাকার ক্ষতি নোয়াখালী জেলার ২৫০ শয্...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : দুই সপ্তাহ ধরে বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের হার ১০ থেকে ১২ শতাংশে ওঠা-নামা করছে। কিন্তু করোন...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : লক্ষ্মীপুরে জাতীয় সেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে লব্ধের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত আজ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : পটুয়াখালীতে স্বাস্হ্য সহকারী ও স্বাস্হ্য পরিদর্শকদের স্মারকলিপি প্রদান উজ্জল শিকদার, পটুয়াখ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited