শিরোনাম
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) | ০৮:১১ পিএম, ২০২০-১১-২৯
দৈনিক যুগান্তরের লক্ষ্মীপুরের রায়পুর প্রতিনিধি তাবারক হোসেন আজাদকে মুঠোফোনে হুমকি দিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরে আত্নীয় পরিচয়দান কারি এক প্রবাসীর স্ত্রী। বর্তমানে ওই সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ব্যবস্থা নিতে রোববার (২৯ নভেম্বর) রায়পুর থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে, যার নং১৩৭১।
উল্লেখ্য-গত ২৩ নভেম্বর " রায়পুরে বেপরোয়া কিশোর গ্যাং' এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু রিপোর্টে স্থান ছাড়া কোন ব্যাক্তির নাম উল্লেখ্য করা হয়নি। এ রিপোর্টের জের ধরে পুলিশ গত তিন দিন ধরে পুরো উপজেলাব্যাপী কিশোর গ্যাং ধরতে সাড়াশি অভিযান চালিয়েছেন।
সাংবাদিক আজাদ জানান, শনিবার রাত ৯ টা ১৬ মিনিটে উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের চালতাতলি নামক জায়গার পাশে চৌধুরী বাড়ীর.... প্রবাসীর স্ত্রী তার ব্যক্তিগত মোবাইল ০১৭৬৬৬১৬১৪০ নাম্বার থেকে কল দেন। পরে নিজেকে আসমা পরিচয় দিয়ে বলেন, আপনি সাংবাদিক আজাদ ? কয়েকদিন আগে কিশোর গ্যাং নিয়ে রিপোট করেছেন ? মিজানের নাম কেন লিখেছেন ? আমাকে চেনেন ? আমি কে ? আমি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের আত্নীয়। যদি দেখেছি রিপোটে মিজানের নাম আছে (ওই নারীর দেবর) তাহলে আপনার খবর আছে। আপনার ক্ষতি হবে। বিরাট সমস্যা হবে। এ বলে ফোন কেটে দেয়।।
তাবারক হোসেন আজাদ এ নিয়ে শঙ্কা প্রকাশ করে জানান, ওই প্রবাসীর স্ত্রী নারীর হুমকিতে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়াও বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পেরেছেন, ওই নারী ও তার দেবরসহ লোকজন যে কোনো সময় তার ওপর হামলা চালাতে পারে।
তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই রায়পুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ কয়েকজন সাংবাদিক ও ওসিকে জানালে তারা থানায় সাধারণ ডায়েরি করার জন্য বললে রোববার দুপুরে এ বিষয়ে সাধারন ডায়রি করা হয়েছে।
এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী'র সঙ্গে যোগাযোগ করা হলে তাকে বাড়ীতে পাওয়া যায়নি । তবে তার দেবর মিজান বলেন, তার ভাবি ভুল করেছে, বুঝতে পারেনি।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোকমান হোসাইন( রামগঞ্জ উপজেলা) : রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টুরকে হত্যার চেষ্টায় তার ব্...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুরে তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জোরপূর্বক বিরোধকৃত জমির ১ডিং সম্পত্তি দখল করে এক...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ...বিস্তারিত
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ পাথর ভঙ্গার মিক্সার কারখানা। আজ সাভারের বিরুলিয়া...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুর সীমানতে ১৩৩বোতল ভারতীয় মদ আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮বিজিবি। ব...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আহসান হাবীব। ভোলা, মেহেন্দিগঞ্জ,হিজলা, লক্ষ্মীপুর ও রায়পুরের দুর্গম চরাঞ্চল ও মেঘনার জেলেদের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited