শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০৩:২২ পিএম, ২০২০-১২-১১
স্টেট ইউনিভার্সিটির অব বাংলাদেশ এর উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন চাটখিলের কৃতি সন্তান প্রফেসর ডঃ আনোয়ারুল কবির।
মনির হোসেন সোহেল: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ধানমন্ডি, ঢাকা এর উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন চাটখিল উপজেলার কৃতি সন্তান প্রফেসর ডক্টর আনোরুল কবির।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোধন ক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় শাখা- ১ উপসচিব নাসরিন মুক্তির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
প্রফেসর ডক্টর আনোয়ারুল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকতা পেশায় যোগদান শুরু করেছিলেন।
ড. কবির সিংবাহুড়া প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এস,এস,সি পাশ করেন। ঢাকার নটরডেম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি,বি,এ প্রোগ্রামে ভর্তি হন। বি,বি,এ ও এম,বি,এ উভয় পরীক্ষায় তিনি ১ম শ্রেনীতে ১ম হন। পাশের পর দেড়বছর Beximco Group এ কাজ করে ১৯৯৬ সালের জানুয়ারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের একাউন্টিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান। ২০০৯ সালে কমনওয়েলথ স্লীট-সাইট বৃত্তির আওতায় যুক্তরাজ্যের University of Dundee ও University of Chittagong এর যৌথ তত্বাবধানে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। ২০১৮ সালের ১লা জানুয়ারী তিনি ঢাকার State University of Bangladesh এ প্রো-উপাচার্য হিসেবে যোগদান করেন। ২০২০ সালের ৯ই ডিসেম্বর একই বিশ্ববিদ্যালয়ে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে উপাচার্য হিসেবে যোগদান করেন।
তিনি বিভিন্ন সেমিনার ও সিম্পোজ্য়ামে যোগদান উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, স্লোভেনিয়া, তুরষ্ক, রাশিয়া, সাইপ্রাস, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভারত ভ্রমন করেন।
তাঁর পিতা মরহুম আনোয়ারুল আজিম কড়িহাটি উচ্চ বিদ্যালয় ও সিংবাহুড়া গার্লস একাডেমি প্রতিষ্ঠাতা। এবং কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ দিন কর্মরত ছিলেন। মাতা, নাদেরা হায়দার সিংবাহুড়া গার্লস একাডেমির প্রধান শিক্ষকা কর্মরত ছিলেন।
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালী প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ মার্চ) ভোর ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) তুলে এনে ...বিস্তারিত
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) : কাঁচিহাটা প্রিমিয়ার লীগ কে.পি.এল.টি- ২০ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত স্বাধীনতার ৫০ বছ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালী চাটখিলের পশ্চিমাঞ্চলে মাদকের ভয়াবহতা থাবায় ধ্বংস হচ্ছে যুব সমাজ মাদক কারবারীদের স...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : মুজিব বর্ষ উপলক্ষে নোয়াখালীর চাটখিলে “রহমত উল্যাহও আজিজা ফাউন্ডেশন” কতৃক আয়োজিত কমলমতি শিক্ষ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : চাটখিল পৌরসভার সুন্দরপুর আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িতে গত বৃহস্পতিবার দুপুর ও বিকেলে তুচ্ছ ঘটন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited