শিরোনাম
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) | ০৩:৩২ পিএম, ২০২০-১২-২০
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটয়ারী (৪৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রোববার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুশু পাটওয়ারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান। এদিকে তাঁর মৃত্যুতে জেলা বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।
নিহত মুশু পাটওয়ারী লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি। প্রায় ১৮ বছর তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বেশেষ ২০১১ সালে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর সীমানা জটিলতার কারণে লাহারকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ছিলো।
জানা গেছে, মুশু পাটওয়ারী ১৯৭১ সালে লাহারকান্দি ইউনিয়নের নুরুল হক পাটওয়ারী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রাজ্জাকুল হায়দার পাটওয়ারীও একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মুশু পাটওয়ারীর মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান বলেন, বেলা ১১ টার দিকে মুশু চেয়ারম্যান পরিষদ থেকে বের হয়েছেন। এরপর তিনি একটি কাজে উপজেলা পরিষদে যান। সেখানে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুশু পাটওয়ারী দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন। পরিবারে সদস্যদের পরামর্শে তার নামাজের জানাযার সময় নির্ধারণ করা হবে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাছিবুর রহমান জানান, মুশু পাটওয়ারীর অকাল মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। তিনি অত্যন্ত দক্ষ চেয়ারম্যান ছিলেন।
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : ২য় বারের মতো মেয়র হাজী আব্দুল গনিকে বরন করলেন ৬নং ওয়ার্ডবাসী।আজ বিকেলে ৫ঘটিকায় সাভার পৌরসভার ৬নং ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : কোটালীপাড়া উপজেলা প্রতিনিধিঃ জেমস বাড়ৈ ধানক্ষেতে ধানের ক্ষতিকর পোকামাকড় সনাক্ত করার জন্য ফা...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : রায়পুর পৌরসভার আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে (উটপাখি) প্রতীক নিয়ে তরুণ সমাজ সেবক মোঃ ইক...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দৈনিক বাংলা ৭১নোয়াখালী জেলা প্রতিনিধি ও অবজারভার এর সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালী প্রতিদিনে...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছে সুনামগঞ্জ তাহিরপুরের তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited