শিরোনাম
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) | ০৭:৫৫ পিএম, ২০২১-০১-১০
“শিক্ষা দিয়ে গড়বো দেশ....শেখ হাসিনার বাংলাদেশ” বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং শেখ হাসিনার উন্নয়নকে আরোও গতিশীল ও শক্তিশালী করতে শিক্ষার কোন বিকল্প নেই।এই শিক্ষা ব্যবস্থাকে প্রসার ঘটাতে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশুনাতে যাতে কোন কিছুর অভাব না হয় সে জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। কোন শিক্ষার্থী যাতে বই,খাতা,কলম সহ যাবতীয় শিক্ষা উপকরনের অভাবে ঝরে না পড়ে সে জন্য নোয়াখালীতে বাংলাদেশ তৃণমূল কর্মী পরিষদের আয়োজনে বিভিন্ন উপজেলাতে মাদ্রাসা,কাওমী-মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থী দের খাতা,কলম সহ যাবতীয় শিক্ষা উপকরন বিতরন করে।শনিবার সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া,বট্রগ্রাম এবং চাটখিল উপজেলার দেলিয়াই,বালিয়াদর এলাকার বিভিন্ন মাদ্রাসা,কাওমী-মাদ্রাসা,এতিমখানায় সকল শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরন বিতরন করা হয়।
উক্ত শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের নোয়াখালী জেলা কমিটির প্রেসিডেন্ট মোঃ বিপ্লব ভৃঁইয়া ও আওয়ামী তৃণমূল কর্মী
পরিষদের আংশিক উপজেলা কমিটির নেতিৃবৃন্দ উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী তৃনমূল কর্মী পরিষদের নোয়াখালী জেলার প্রেসিডেন্ট মোঃ বিপ্লব ভৃঁইয়া বলেন,দারিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থী সহ মাদ্রাসা,কাওমী শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানার শিক্ষার্থীদের আমরা শিক্ষা উপকরন দিয়ে আসছি যাতে কোন শিক্ষার্থী দারিদ্রতার অভাবে বা কোন কিছুর অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে সে জন্য আমরা বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ সব সময় তাদের পাশে আছি তাদের সহযোগীতা করার জন্য আমাদের সংগঠন সব সময় কাজ করবে।
তিনি আরো বলেন এভাবে আমরা বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের নেতিৃত্বে নোয়াখালীর সকল উপজেলার বিভিন্ন মাদ্রাসায়,এতিমখানা সহ অনেক গুলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরন করবো।
বিপ্লব ভৃঁইয়া উক্ত কর্মসূচিতে বলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী ও সহ-সভাপতি এমপি এইচ.এম ইব্রাহীমের নেতিৃত্বে নোয়াখালীর জনগন ঐক্যব্ধ এবং তাদের ঐকান্তিক চেষ্টা এবং কর্মদক্ষতায় নোয়াখালীতে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।। বিপ্লব ভ্থইয়া আরোও বলেন
সভানেত্রি শেখ হাসিনার নেতিৃত্বে আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ব ভাবে জনগন এবং দেশের সেবা করছে,শেখ হাসিনা যখনই
ক্ষমতায় আসে তখনই দেশের উন্নতির দিকে অগ্রসর হয় জনগন সুখে জীবন-যাপন করতে পারে। তেমনি বাংলাদেশ আওয়ামী তৃণমূর কর্মী পরিষদও আজ সু- সংগঠিত হয়ে সেবা মূলক কার্যক্রম করে আসছে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় কাজ করে যাবে এই সংগঠন।মোঃ বিপ্লব ভৃঁইয়া তার বক্তব্যে বলেন,বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের কেন্দ্রিয় কমিটির বিপ্লবী সভাপতি ও বিজ্ঞান ওপ্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আবু শাকের তানিম খাঁন এর নেতিৃত্বে এবং তাঁর পরিকল্পনার আমাদের সংগঠন এমন সামাজিক কর্মসূচি পালন করে আসছে এবং শিক্ষার মান উন্নয়নে এবং দারিদ্র,সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখার জন্য শিক্ষা উপকরন সহ অনেক কর্মসূচি বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের উদ্বোগে হয়ে আসছে এবং ভবিষ্যৎএ সামাজিক কর্মসূচি ও সেবা মূলক কাজ করবে এই সংগঠন এমনটাই তিনি সবাইকে বলেন।এভাবে শিক্ষা উপকরন নোয়াখালীর সকল উপজেলার বিভিন্ন মাদ্রাসাতে ও এতিমখানায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণী কর্মসূচি পালন করা হবে।।
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে মাদ্রাসা ছাত্রীকে একাধিক বার গণধর্ষণ, ভিডিও ধারণ ও ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : চাটখিলে এনএটিপি-২ প্রকল্প মৎস্য চাষে উদ্বুদ্ধ করার জন্য ইসলামপুর সিআইজি মৎস্য সমবায় সমিতি ও মেঘা ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : চাটখিলের স্বনামধন্য স্বেচ্চাসেবী সংগঠন অল অফ ওয়ান বিডির ১ম বর্ষপূর্তীতে জাঁজমকভাবে পালন করেছে স...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নির্বাচনে পৌর ৩নং ওয়ার্ডে ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে থে...বিস্তারিত
মোহাম্মদ ফজলে রাব্বী(রামগতি) : আসন্ন লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে দলের মনোনয়ন পেলে মেয়র পদে নির্বাচন করবেন বল...বিস্তারিত
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) : উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে নুর ডেন্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু, শনিবার সন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited