শিরোনাম
আবদুর রব হেলাল(লক্ষ্মীপুর সদর) | ০৮:৩১ পিএম, ২০২০-০৬-১৬
গোটা বিশ্বে দীর্ঘমেয়াদী লকডাউন থাকায় হু হু করে কমছে বায়ুদূষণের মাত্রা! এর বড় একটা প্রভাব পড়েছে বিশ্ব প্রকৃতির উপর। দেশের সড়কগুলোতে দীর্ঘদিন ছিলনা যানজট, অলস সময় পার করছিল ব্যস্ততম শহরটিও। প্রকৃতির কিছুটা রুপের ছোঁয়া পড়েছে দেশের সব প্রান্তে।
কিন্তু রোদের দাপটে এখনও পুড়ছে প্রকৃতি। এর মধ্যে যেন প্রকৃতিতে আশীর্বাদ হয়ে দেখা দেয় নানা রঙের ফুল। তার মধ্যে অনন্য কৃষ্ণচূড়া। এমন কড়া রোদে কৃষ্ণচূড়ার আবীর নিয়ে প্রকৃতি সেজে উঠেছে বর্ণিল রূপে। যেন প্রকৃতিতে কৃষ্ণচূড়ার রঙয়ে আগুন জ্বলছে। এমন গাছের নিচে দাঁড়ালে মনে হয় কোনো রক্তিম বর্ণের উৎসব চলছে। মাথার উপর লাল সবুজের চাদোয়া, পায়ের নিচে ঝরা ফুলের বিছানা। যখন কৃষ্ণচূড়া ফোটে তখন এর রুপে মুগ্ধ হয়ে পথচারীরাও চলার পথে ক্ষণিক থমকে তাকান,বলেছেন মিলন মাহামুদ রবি।
এদিকে নানা রঙ্গের ফুলের সাজে সেজেছে প্রকৃতি,নাটোরের পথে প্রান্তরে চোখ মেললেই দেখা যাবে,আগুন ঝড়া কৃষ্ণচূড়ার সমাহার।
এ যেন চমৎকার রূপ,যেন কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন লেগেছে।
কৃষ্ণচূড়ার যখন ফুটে এই প্রকৃতির বুকে,তখন সব বাঙ্গালীর হৃদয়ে দোলা দেয়।
নাটোরের নলডাঙ্গার শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতনের গেষ্ট টিচার মোঃ আকরাম হোসেন শিমুল বলেন,নিজ গ্রামের সৌন্দর্যময় করতে
ব্যাক্তিগত উদ্যোগে কৃষ্ণচূড়ার
চারা তৈরিতে সক্ষম হয়েছি।
আগামী কয়েক বছরের মধ্যে গ্রামটি ফুলে ফুলে পরিপূর্ণ বলে আশা করছি।
তরুন কবি,শকত আরিফ লিখেছেন-
আগুন লেগেছে কৃষ্ণচুড়ায়
ফাগুন কেন দূরে।
সবুজ গাঁয়ে রঙ লেগেছে
পাখি ডাকছে সুরে !
কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া
আহা কি চমৎকার,
কি বাহারি দেখতে তুমি
সৌন্দর্য অপার!
বাংলাদেশ জাতীয় হার্বেরিয়ামের
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ( প্রেষণ)
ডঃ মাহবুবা সুলতানা বলেন,আগে বেশি গাছ তো ছিলই,কিন্তু-জনসংখ্যার সাথে আবাসন,বাণিজ্যিক,শিল্প ও কৃষিকাজের প্রয়োজনে কাটা হচ্ছে প্রতিনিয়ত।
রাস্তায়,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস গুলোতে বৃক্ষরোপণ সপ্তাহ সহ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কৃষ্ণচূড়া রোপন করা যেতে পারে।
সামাজিক বনাঞ্চল,যশোর সার্কেল এর প্রধান বন সংরক্ষক ও জাতীয় উদ্ভিদ উদ্যানের সাবেক পরিচালক,মোল্যা রেজাউল করিম বলেন,এখন সময় কৃষ্ণচুড়ার রঙবাহারী রঙের আবীরে মাতোয়ারা হবার।
চোখজুড়ানো আগুনরঙা প্রকৃতির এই কপোল তিলকের মাধুর্যে মাতোয়ারা হয়নি এমন মানুষের সন্ধান সম্ভবত পাওয়া যাবেনা।
স্রষ্টার অকৃপন হাতেই এর মনোহারী উপস্থাপনার জন্য আগুনকে রঙে রুপান্তর করে ফুল হয়ে ফুটিয়েছে এর ডালে ডালে। কৃষ্ণচূড়া জন্মানোর জন্য উষ্ণ বা প্রায়-উষ্ণ আবহাওয়ার দরকার। প্রকৃতিতে কৃষ্ণচুড়ার ফুল ফুটতে দরকার সূর্যালোকের বিশেষ কৌনিক অবস্থান ও তাপমাত্রার সামঞ্জস্যপূর্ণ উপস্থিতি। এই বৃক্ষ শুষ্ক ও লবণাক্ত অবস্থাও সহ্য করতে পারে।
কৃষ্ণচুড়ার মুল আবাস মাদাগাস্কার হলেও ক্যারাবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অনেক দেশে এটি জন্মে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণচূড়া শুধু মাত্র দক্ষিণ ফ্লোরিডা, দক্ষিণ পশ্চিম ফ্লোরিডা, টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকায় পাওয়া যায়। এছাড়াও কোস্টারিকা, পানামা সহ মধ্যম তাপমাত্রার দেশেও এর উপস্থিতি লক্ষনীয়।
ভারত বর্ষে সাধারণত এপ্রিল-জুন সময়কালে কৃষ্ণচূড়া ফুল ফোটে। তবে পৃথিবীর বিভিন্ন দেশে কৃষ্ণচূড়ার ফুল ফোটার সময় বিভিন্ন। কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম -Delonix regia । এটি Fabaceae পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ যা গুলমোহর নামেও পরিচিত।
গ্রীষ্মের খরতাপে দগ্ধ ধরাতলে ক্লান্ত মানবতার মাথায় সুশীতল ছায়া ও নয়নে তীব্র রঙের ঝলকানীতে মুগ্ধকর আবেশ ছড়াতে কৃষ্ণচূড়া ফুল জানান দেয় তার সৌন্দর্যের আগমনী বার্তা। কিন্তু দুঃখের বিষয় হলো এত সুন্দর একটি ফুল, সবুজের চিরল পাতার আবেশিত আবাহনের সাথে কোথাও কৃষ্ণরঙ বা আচরনের কোন সম্পর্ক না থাকলেও এ ফুলটির নাম কেন হলো কৃষ্ণচুড়া ?
বাংলা সাহিত্যের পরেতে পরেতে কৃষ্ণচুড়ার সগর্ব উপস্থিতি ও বাঙ্গালী জীবনে এর প্রভাবই বলে দেয় কৃষ্ণচুড়ার নাম নয় এর রঙ ও রুপের দ্যোতনায় মুগ্ধ আমরা, মুগ্ধ মানুষেরা, মুগ্ধ বাঙ্গালীরা।
ছবিগুলো নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশন বাজার থেকে তোলা।
(লক্ষ্মীপুর৭১ডটকম/ ফজলে রাব্বী,নলডাঙ্গা,)
স্টাফ রিপোর্টার : বাগতিপাড়ায় গাঁজাসেবন অবস্থায় সমকামী সায়েম বাবু সহ আটক-২ খাদেমুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) নাট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ ”১৮-২০-৩৫-৩ আসবে সুখের নতুন দিন” এই স্লোগান কে সামনে রেখে নাট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ার ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ চিন্তা হোক সাদা, পথচলা হোক সহজ, কথা হোক নরম, কার্মই হোক সত্য, সামাজি...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : খাদেমুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) রঙিন কাপড়রের পরতে পরতে সু-নিপুণ হাতের কাজে একেকটি নকশী কাঁথা ফুট...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : নাটোরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নাটোরে ধর্ষণ ও যৌন হয়রানি এবং নারী নির...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited