শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০৯:০২ পিএম, ২০২১-০১-১৮
শুভ চৌহান মধুপুর।
তৎকালীন পশ্চাৎপদ মধুপুরের প্রথম ও টাঙ্গাইলের জেলার দ্বিতীয় ব্যক্তি হিসাবে ডক্টরেট ডিগ্রি লাভ করে অর্ধ শতাব্দী আগে মধুপুর উচ্চ শিক্ষার প্রথম প্রদীব শিখাটি বড় চাচা ডঃ অনিমেষ রায় জ্বালিয়ে আজও সকলের শ্রদ্ধার পাত্র হয়ে আছেন। তাঁর পদানুসরণ করে ভাতিজা রায় পরিবারের গর্বিত সন্তান শিমুল রায় সম্প্রতি হংকংয়ের সিটি বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করেছেন।
পিতা অমলেশ চন্দ্র রায় এবং মাতা মঞ্জু রায়ের দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান শিমুল রায়, এসএসসি পাশ করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে এবং এইচএসসি একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০২ সালে । বি.এসসি সম্পন্ন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এম.এসসি (পরিবেশ বিজ্ঞান): সুইডেনের লিঙ্কপপিং বিশ্ববিদ্যালয় থেকে।
শিমুল রায়ের ডক্টরেট (phd)-র বিষয় ছিল- Development of Emission Inventory (EI) for thermal power plants and road-transportation sector and potential emission reduction using renewable alternatives.
মধুপুরবাসীর পক্ষ থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক (পরিবেশ বিজ্ঞান ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ) শিমুল রায়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
আমাদের প্রতিনিধির সাথে কথা হলে তিনি জানান-সফলভাবে পিএইচডি সম্পন্ন করায় ভীষণ আনন্দিত। গবেষণার কাজটি ছিল প্রচুর চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার।সবার দোয়া এবং আমার বাবা-মা র আর্শিবাদে রায় পরিবারের দ্বিতীয় সদস্য হিসাবে পিএইচডি লাভ করায় আমি গর্বিত।
তাঁর এই কৃতিত্বের জন্য বড় ভাই সুইডেন প্রবাসী পলাশ রায়ের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। শিমুল রায়ের পুরো ক্যারিয়ার জুড়ে তাঁর বড় ভাই পলাশের সঠিক গাইডেন্স এবং অনুপ্রেরণা যুগিয়েছেন বলে তিনি জানান। বড় ভাই আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে পেড়ে আমি আনন্দিত ।আমার শুভাকাঙ্ক্ষীদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার প্রিয় স্ত্রী শান্ত দত্তের প্রতি আমার একাডেমিক ক্যারিয়ার জুড়ে তার ভালবাসা, যত্ন এবং অগাধ সহায়তার জন্য কৃতজ্ঞ।গনমাধ্যম এর মাধ্যমে শিমুল রায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
শিমুল রায়ের পিএইচডি ডিগ্রী লাভ করায় তার বড় ভাই সুইডেন প্রবাসী পলাশ রায় তার ব্যাক্তিগত ওয়ালে অভিব্যক্তি প্রকাশ করে লিখেন-
"সবার জীবনে একটা স্বপ্ন থাকে, আমারও একটা স্বপ্ন ছিল আমার ছোট ভাই শিমুলকে নিয়ে। আজ আমি অনেক উচ্ছসিত এবং প্রাণবন্ত। আমার ছোট ভাই শিমুল রায় অনেক কঠোর পরিশ্রম, সাধনা, আত্মবিশ্বাসের সহিত আমার এবং"বাবা মার"স্বপ্নকে বাস্তবায়ন করেছে। তার "Doctor of Philosophy" ডিগ্রী অর্জন আমার জীবনের সবচেয়ে একটা বড়ো অর্জন, যাহা অনেক কিছুর উর্দ্ধে হতে আমরা এই পত্রিকা কে এই তথ্যবহুল পোস্ট এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ৩ তলা বিশিষ্ট ভবনের উদ্বো...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : "রায়পুর মার্চ্চেন্টস একাডেমী" রায়পুরে একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হলেও, এখানে কোন প্রকার ...বিস্তারিত
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) : “শিক্ষা দিয়ে গড়বো দেশ....শেখ হাসিনার বাংলাদেশ” বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং শেখ হাস...বিস্তারিত
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) : করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরে করোনা পরিস্থিতিতে সরকারি নিয়মনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার হোয়ানকের একঝাঁক তরুণ প্রজন্মের মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত, পাবলি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited