শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০৯:৫৫ পিএম, ২০২১-০১-৩০
লক্ষ্মীপুরে তওহীদুল ইসলাম নামে এক ব্যাক্তির পৈত্রিক সম্পত্তির উপর ভূয়া দলিল ও খতিয়ান তৈরী করে জবর দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে মমিন উল্ল্যা মেস্তুরীর বিরুদ্ধে।
লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চরমনসা মৌজার দিয়ারা ৮৭২ নং খতিয়ানের ২৮৩৩ দাগে ১৫৩ একর জমি নিয়ে কমলনগর উপজেলার চরলরেঞ্চ গ্রামের মৃত ইমান আলী তহশিলদারের ছোট ছেলে তওহীদুল ইসলাম এবং সদর উপজেলার চরমনসা গ্রামের সাফি উল্লাহর বড়-ছেলে মমির উল্ল্যা মেস্তুরীর মধ্য বিরোধ চলে আসছে।
নিজের জমি দাবী করে গত ২৩ সেপ্টেম্বর ২০২০ ইং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ প্রদান করেন মমিন উল্ল্যা। অভিযোগে পরিপেক্ষিতে ৪ মাস উভয়পক্ষের জাবানবন্ধী এবং কাজগপত্র পর্যালোচনা করে অভিযোগের বিষয়বস্তুুর কোন সত্যতা না পেয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক লিখিত আদেশনামা দেন জমির মূল মালিক তওহীদুল ইসলাম কে।
ইউনিয়ন পরিষদের আদেশনামা না মেনে ইতিমধ্যে জমির অপরপক্ষ দাবিদার মমিন উল্লাহ লক্ষ্মীপুর সিনিয়র সহকারী জজ আদালতে স্থানীয় নিষেধজ্ঞার জন্য প্রার্থনা করেন।
স্থানীয় এলকাবাসী ও জমি বর্গা চাষীরা বলেন,দীর্ঘ ৪০ বছর ইমান আলী তহশিলদার এই জমি ভোগ করতেছে। আমরা এই জমির মালিক ইমান আলী তহশিলদার ছেলে তওহীদ এতটুকু জানি।
বর্গাচাষী নুরনবী, মাহে আলম বলেন আমরা প্রায়ই ৩০ থেকে ৩৫ বছর এই জমিতে ধান চাষ করি। জমিটি মূলত ইমান আলী তহশিলদারের। মমিন উল্ল্যাহ কি কারনে জমি তার দাবী করছে আমরা সঠিক জানিনা।
জমির মালিক তওহীদুল ইসলাম বলেন, এই দাগে ১৫৩ একর জমি। দীর্ঘ ৪০ বছর আমরা এই জমি ভোগ করতেছি। জমির সকল কাগজপত্র আমার মা হোসনেয়ারা বেগমের নামে। আমাদের বাড়ি কমলনগর চরলরেন্স। সাম্প্রতি নদী ভাঙ্গনের কারনে আমাদের বসত বাড়ি নদীতে প্রায়ই বিলীন হওয়ার পথে, এখন আমার বাবা, মায়ের নামে দেওয়া সম্পত্তির উপর বাড়ি নির্মান করতে আসলে চরমনসা গ্রামের মমিন উল্ল্যা কোথায় থেকে ভূয়া দলিল ও খতিয়ান নিয়ে এসে তার জমি দাবী করতেছে।
তিনি আরো বলেন, মমিন উল্ল্যা তার জমি দাবী করে স্থানীয় ইউনিয়ন পরিষদে আমাদের জন্য মামলা করে তাতে সে পরাজিত হয়ে আমাদের বিরুদ্ধে জজ কোর্টে সাজানো একটি মামলা দায়ের করে এবং কি আমাদের কাজ বন্ধ করার জন্য থানা থেকে পুলিশ এনে আমাদের মাটি কাটার কাজ বন্ধ করে দেয়।
জমির মালিক দাবি করা মমিন উল্ল্যা বলেন আমার দাদা ছিলো সাবেক (এস.এ) খতিয়ানে এ জমির মালিক, দাদার মৃত্যুর পর আমার বাবার থেকে আমি এই জমি ক্রয় করি।আমার কাছে জমির সকল দলিল সহ কাগজপত্র আছে। আদালতে মামলা চলমান রয়েছে আদালতে কাগজপত্র পর্যালোচনা করে যে রায় দেয় তার অপেক্ষায় আছি।
শরীফুল ইসলাম শিমুল(নাটোর লালপুর উপজেলা) : লালপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বুধবার (৩১ মার্চ) ব...বিস্তারিত
শরীফুল ইসলাম শিমুল(নাটোর লালপুর উপজেলা) : নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে লালপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : দলীয় গঠনতন্ত্রের নির্দেশনা উপেক্ষা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের সাথে যোগাযোগ/পরাম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : শুভ চৌহান (মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি) টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে দৈনিক বাজার এলাকায় অবৈধভাবে নি...বিস্তারিত
শরীফুল ইসলাম শিমুল(নাটোর লালপুর উপজেলা) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইন্সপাইয়ার উইংসের আয়োজনে এবং ডক্টরস পয়েন্...বিস্তারিত
শরীফুল ইসলাম শিমুল(নাটোর লালপুর উপজেলা) : লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রচারণা জমে উঠেছে । আগামী (২৭...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited