শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ০৩:৪৫ পিএম, ২০২১-০২-১৮
আলী আজগর রবিন রায়পুর
রায়পুরে স্থানীয় সরকার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ( বর্তমান মেম্বার ) ও আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ পূনরায় মেম্বার প্রার্থী। আবুল হাসেম আলী ইউনিয়ন জনগণের ভালোবাসায় আবারও মনোনয়ন প্রাত্যার্শী,তার সফলতার মূল কারন জনগনকে ভালোবাসা, ছোটদের স্নেহের পরসে বুকে আগলে নেওয়া এবং সৎ সাহসী।
উন্নয়নে,সমৃদ্ধিতে পরিবর্তনের সেই ধারা ধরে রাখা। বলিষ্ঠ নেতৃত্বই সেই সফলতার মূল চাবিকাঠি। আর সেই সফল মানুষটি হলেন,৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা গরিবের বন্ধু হাসেম আলী।
৮নং ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আবুল হাসেম আলী রাজনৈতিক পরিবারের সন্তান জননেতা হিসেবে এলাকার উন্নয়নে প্রতিটি কার্যক্রমে ছিলেন সবার সামনে, গরিব,ধনী-বৃদ্ধ সবাই তাকে ভালোবেসে। জানা যায় বর্তমানে মরনব্যাধি করোনা ভাইরাসে যেখানে মা,বাবা থেকে সন্তান পৃথক হয়ে যায় সেখানে সাবেক এই মেম্বার তার কর্মী সমর্থকদের সাথে সমান ভূমিকায় জনগনের সেবক হয়ে কাজ করেছেন। গরিব আর অসহায় পরিবারকে সহযোগিতা করেছেন।
মেম্বার নির্বাচন হয়ে জনগণের জন্য সরকারের উন্নয়নের সকল প্রকল্প বাস্তবায়ন, জেলা উপজেলা প্রশাসনের নিদর্শনা কঠোর ভাবে দায়িত্ব পালন করেন।অর্থাৎ ইউনিয়নে কোন কাজে বাধা গ্রস্থ করতে না পারে,সেজন্য সকলে সাথে পরামর্শ করে সকল কাজ করেন তিনি ।
এছাড়া ও জনগনের আস্থা আর ভালোবাসার প্রতীক হিসাবে সবাই দেখছে এখন তাকে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতশত হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী ও পৌছেঁ দিয়েছেন আবুল হাসেম মেম্বার।
সবাই দলমত নির্বিশেষে ভালোবেসে যাচ্ছেন তাকে। এমন অনন্য চলন, স্পষ্টবাদীতা, ভালোকে ভালো বলে পুরষ্কৃত করা,খারাপকে খারাপ বলে তিরষ্কার করার সৎ সাহস ধারণ করা, নিত্য গণমানুষের জন্য কল্যাণমুখী রাজনীতির চর্চা করা, নগদ সিদ্ধান্ত, নগদে সাফল্যে আজ তিনি রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচিত।
এগুলো তো একজন মানুষের জীবনে একদিনে অর্জিত হয় না। বিশেষ করে নিত্য প্রতিদ্বন্দ্বিতা মুখর রাজনীতির মাঠে। যেখানে পক্ষ-প্রতিপক্ষ দুইপক্ষেরই আতশ কাচের নিচে থাকতে হয় সৎ সাহসী রাজনীতিবিদকে। এখানেই একজন আবুল হাসেম মেম্বার। তিনি রাজনীতিতে এসেছেন গণমানুষের পাশে থাকতে,তাদের সুখ-দুঃখের অংশীদার হতে। তাই ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নবাসী আবারও নির্বাচিত করবে।
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : রায়পুর পৌরসভার আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে (উটপাখি) প্রতীক নিয়ে তরুণ সমাজ সেবক মোঃ ইক...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূম...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : শুভ চৌহান (মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি) টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে দৈনিক বাজার এলাকায় অবৈধভাবে নি...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ - এর প্রিন্স চাইনিস এন্ড পার্টি সেন্টারে রাত ৮ টায় আ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আদর্শ মানব কল্যান ব্লাডব্যাংক এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকেল ৩ঃ৩০ থেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited