শিরোনাম
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) | ১১:০০ পিএম, ২০২১-০২-১৮
সোনার চেইন নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামের এক গৃহবধুর গায়ে কেরসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠেছে দেবরের শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে। আগুনে ওই গৃহবধূর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতিতে সন্ধা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠান। রাশেদা একই গ্রামের জাহের হোসেন এর স্ত্রী।
এদিকে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে এঘটনায় প্রধান অভিযুক্ত মাইন উদ্দিন নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিদগ্ধ রাশেদার ভাই আবু তারেক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে একটি স্বর্ণের চেইন পাওনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পীত ভাবে কেরসিন তৈল ঢেলে গায়ে আগুল লাগিয়ে দেয়। এ সময় রাশেদা শোর চিৎকার করে বলে তার দেবরের শ্বশুড় বাড়ির লোকজন মাইন উদ্দিন, শাহজাহান, লিটন ও আশরাফ তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠায়।
খবর পেয়ে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান ও সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন অগ্নিদগ্ধ রাশেদার চিকিৎসার খোঁজ খবর নিতে সদর হাসপাতালে যান ।
সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, গৃহবধূ রাশেদা বেগমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, একটি স্বর্ণের চেইনকে কেন্দ্র করে পরিকল্পীত ভাবে পূর্ব বিরোধকে জের ধরে কেরসিন তৈল ঢেলে গায়ে আগুল লাগিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভোর রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসমীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স...বিস্তারিত
লোকমান হোসাইন( রামগঞ্জ উপজেলা) : নোয়াখালী কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে পেশাগত দায়িত্ব পালন কালে আওয়ামীলীগের দু’পক্ষের সং...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : রেখা মনি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার’ এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : ঝিনাইদহ প্রতিনিধি- বার্তাবাজার এর নোয়াখালী জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জে আ,লীগের দু'গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে লোকমান হোসেন (৬৩) নামে এক বৃদ্ধকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। পাওন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited