শিরোনাম
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) | ১২:০৩ পিএম, ২০২১-০৩-০৯
লক্ষ্মীপুরে বুকের ব্যাথা সহ্য করতে না পেরে জোলেখা বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের সর্দার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বুকের ব্যাথা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন।
জোলেখা ওই বাড়ির মহিন উদ্দিনের স্ত্রী। তার ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, খাওয়া শেষে রাত ১২ টার দিকে জোলেখা ঘুমাতে যায়। পরিবারের অন্যরাও ঘুমিয়ে পড়েছিল। রাতের কোন একসময় ঘর থেকে বের হয়ে জোলেখা কাঠাল গাছের সঙ্গে রসি ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। সকালে ঘুম থেকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়েলেটের সামনে গিয়ে পূত্রবধূ ফেন্সি বেগম শ্বাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
এদিকে মায়ের ঝুলন্ত মরদেহ দেখে বড় ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক খোরশেদ আলম স্ট্রোক করেছে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। অন্যদিকে স্ত্রীর মৃত্যুর ঘটনায় বৃদ্ধ স্বামী মহিন নিস্তব্দ হয়ে পড়েছেন। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। তার পাশ থেকে উঠে গিয়ে স্ত্রীর আত্মহত্যা করার কারণে হয়তে তিনি নিস্তব্দ হয়ে পড়েছেন বলে জানায় স্থানীয়রা।
জোলেখার পূত্রবধূ ফেন্সি বেগম বলেন, আমার শ্বাশুড়ির বুকে ব্যাথা ছিলো। ব্যাথা উঠলে তিনি সহ্য করতে পারেন না। প্রায়ই তার মানসিক সমস্যা দেখা দিতো। রাতে খাওয়া শেষে তিনি ঘুমাতে যান। কখন এ ঘটনা ঘটিয়েছেন তা বলতে পারছি না। সকালে উঠে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। বুকের ব্যাথা সহ্য করতে না পেরেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আলী আজগর রবিন(রায়পুর) : পবিত্র মাহে রমজান ও পহেলা বৈশাখ উপলক্ষে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ও ২নং ওয়ার্ড আমার নির্বাচীয় এলাক...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধি...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ : যদি বৃদ্ধি করতে পারি সচেতনতা, তাহলে বাড়বে রক্তদানের প্রবনতা " আমার রক্ত বাঁচলে প্রাণ, করবো না কে...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোররাতে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি 'কলমীলতা'য় আগুন লেগে মা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : গত ৪ মার্চ বেলা ১২.৩০ ঘটিকায় লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সাংগঠনি...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : নাঈম হোসেন রকিঃ লক্ষ্মীপুরে আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যান সংগঠন এর অঙ্গসংগঠন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited