শিরোনাম
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) | ০৫:১৩ পিএম, ২০২১-০৩-০৯
ঋতুরাজ বসন্তে রৌদ্রময় উত্তাপ গায়ে মেখে বরুণ ফুলে সহ নানা ফুলে সেজেছে টাঙ্গুয়ার হাওর। সবুজের আবরণে সাদা ও হলুদ ফুলের সংমিশ্রণের নতুন রূপে প্রকৃতি হয়েছে একাকার।
এখন হাওরের কান্দায় কান্দায় বসেছে নানা ফুলের মেলা।বনজঙ্গল ও গাছে গাছে ফুটেছে হরেকরকম ফুল।হাওরের প্রকৃতি সেজেছে যেন এক নতুন রূপে।সাদা গোলাপি ও হলুদ সহ হরেকরকম ফুলের সমারোহ রঙ ছড়িয়ে হয়েছে নানা বর্ণময়।চোখ ধাঁধাঁনো বরুণ ও বন্য গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেমে পড়েনি এমন মানুষ বিরল।
তাইতো যুগে যুগে ফুল নিয়ে গান,গল্প কিংবা কবিতা লিখেছেন বলতে গেলে সব সাহিত্যিকই।হাওরাঞ্চলে এই মৌসুমে প্রকৃতি সেজে তার আপনমনে।আর এ সময় প্রকৃতির এই সৌন্দর্য আকৃষ্ট করে শুধু স্থানীয়দের নয়,আকৃষ্ট করে দূর-দূরান্ত থেকে আগত পর্যটকদেরও।
সরেজমিনে ঘুরে টাঙ্গুয়ার হাওরের প্রায় প্রতিটি কান্দা কান্দায় বরুণ, বন্য গোলাপ,সহ নানা ফুলে দেখা মিলছে। তারমধ্যে হাওরের হিজল করচের সারিবদ্ধ গাছগাছালিতে নতুন পাতা গজিয়ে সবুজের আবরণে হাওরের প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তুলেছে ।এসব ফুল ও গাছগাছালির সবুজাভ চোখ ধাঁধানো রূপ দেখেই বোঝা যায় প্রকৃতিতে জেঁকে বসেছে বসন্ত। এমন খরতাপেও প্রকৃতির এ রূপ দেখে অনুভব হয় এক পলশা শন্তির।
স্থানীয় সুশীলসমাজের প্রতিনিধিগণ জানান টাঙ্গুয়ার হাওরে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় এ সৌন্দর্য দিনদিন হারিয়ে যেতে বসেছে।
সাতক্ষীরা হতে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী আশ্রাফুজ্জামান সোহাগ বলেন,টাঙ্গুয়ার হাওরে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্যের ভান্ডার। সবুজাভ এই প্রকৃতির সাথে সম্পৃক্ত হয়েছে বসন্তের নানা রঙের ফুল।টাঙ্গুয়ার হাওরে এখন দেখা যাচ্ছে হরেকরকম ফুল।এসব ফুলের বৈচিত্র্যতা টাঙ্গুয়ার হাওরকে আরও বেশি আকর্ষণীয় করেছে।উনি বলেন এসব কান্দার বনজঙ্গল ও গাছগুলো সংরক্ষণের জন্য নজরদারি বাড়ালে, এ সৌন্দর্য চিরস্থায়ী হয়ে থাকবে।এতে করে স্থানীয়রা যেমন প্রশান্তি পাবে তেমনি পর্যটকরাও মুগ্ধ হবে।
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরে ইভটিজিংকে কেন্দ্র করে বখাটেদের দাড়াঁলো অস্ত্রের আঘাতে এক সংখ্যালঘু পরি...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরের কর্মহীন শ্রমিকরা যাদুকাটা নদীতে কাজের দাবিতে মানববন্ধন করেছে। ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : রাজু আহমেদ রমজান সুনামগঞ্জ. গণমানুষের দুর্ভোগ লাঘব করতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করালেন সুনাম...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন ও সহধর্মীনী ব্যারিষ্ট...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই চলছে পুণ্যতীর্থ স্ন...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরে ধানকাটার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আজ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited