শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪৯ এএম, ২০২০-০৬-০৮
বার্তা পরিবেশকঃ ৫জুন-২০ মহেশখালীর হোয়ানকের খোরসাপাড়া গ্রামে এক গৃহবধুর সংসার ভাঙ্গার উপক্রম হচ্চে জৈনক সাইফুল ইসলাম সাইফির কারনে। এমন একটি লিখিত অভিযোগ করেছে হোয়ানক খোরসা পাড়া গ্রামের ফজল করিমের মেয়ে জিল্লুর রহমানের স্ত্রী ফরিদা ইয়াছমিন পুতুল। মহেশখালী থানায় লিখিত অভিযোগ সুত্রে ফরিদা ইয়াসমিন পুতুলের দাবী একই ইউনিয়নের পূর্ব ফকিরখালী পাড়া গ্রামের নুরুল ইসলাম বৈধ্যর পুত্র সাইফুল ইসলাম সাইফ এর সাথে বিয়ের প্রস্তাব ছিল।
পারিবারিক বনি বনা না হলে, অামাকে একই ইউনিয়নের খোরশাপাড়া গ্রামের জিল্লুর রহমানের সাথে বিয়ে দেয় পরিবার। অামার সংসারে একটি এক বছরের মেয়ে সন্তান অাছে। তিনি অারো জানান তাদের দাম্পন্ত্য ছিল অনেক সুখের, এ সংসারটি অাজ ভাঙ্গার পথে। সাইফ এলাকার নিরহ মানুষকে নানা ভাবে স্বনামে বেনামে হয়রানী করে থাকে। জিল্লুর রহমানের স্ত্রী পুতুল জানায় সাইফ বিভিন্ন সময় তার শশুর বাড়ীর বিভিন্ন লোকজনের মোবাইল ফোনে নানান অশালিন মেচেজ দিতে থাকে। এ বিষয় নিয়ে পুতুল অার জিল্লুর এর মধ্যে চরম দূরত্ব সৃষ্টি,পারিবারিক কলক শুরু হয়। কয়েক মাস পুতুল তার পিতার বাড়ীতে অবস্থান করে। এদিকে গত ২৮মে পুতুল, মা,বোন,খালা সহ ফকিরখালীস্থ বড় বোনের বাড়ীতে বেড়াতে রাত্রে বাড়ী ফেরার পথে খোরসাপাড়াস্থ জৈনক ছৈয়দের বাড়ীর সামনে রাত ৮টায় পুতুলকে ধরে নিয়ে যেতে টানা হেছড়া করতে থাকে তার সাথে না গেলে পুতুলকে মারধর করিবে ও এসিড নিক্ষেপ করার হুমকী দেয়। এদিকে সাইফ এর বিরুদ্ধে ফরিদা ইয়াসমিন পুতুল বাদী হয়ে মহেশখালী থানায় লিখিত অভিযোগ্য দায়ের করেন।
এ ব্যাপারে মহেশখালী থানার দায়িত্ব প্রাপ্ত এস অাই গোলাম মোস্তফা জানান, সরজমিন তদন্তে গিয়ে জানলাম, সাইফের পুতুলকে বিভিন্ন সময়ে অনৈতিক ও ভয় দেখিয়ে মেচেজ পাঠায়।পুতুলের বিয়ের ৪বছরে এসন্তান জন্ম হলে ও সাইফ ফের তাকে সম্পর্ক রকিয়া করার চেষ্টা করছে। গ্রামের মানুষ সাইফ সম্পর্কে খারাপ তথ্য দিয়েছে। এ ব্যাপারে,সাইফের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে সে জানান,তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মেয়েটির সাথে অন্য কারো সম্পর্ক থাকতে পারে। এ ঘটনায় পুতুলের পরিবার ডিজিটাল তথ্য প্রযুক্তি অাইনে মামলার প্রস্তুতি নিচ্চে বলে জানান।
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী নাদের বখত বজয়ী হয়েছেন।তবে এখন পর্যন...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে কমিউনিটি গার্ডদের বিশেষ অভিযানে অর্থ লক...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আকিবুর রহমান(নড়াইল) নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গা গ্রামে এক গৃহবধুকে ধর্ষন চেণ্টার অভ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : তাহিরপুর তাহিরপুরঃনির্ধারিত সময়ের তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনো ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আজ( ৪,জানুয়ারি)স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited