শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০৬:৪৫ পিএম, ২০২০-০৬-২২
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রবিন হোসেন তাসকিন
লক্ষ্মীপুর সদর উপজেলার অন্যতম বানিজ্যিক এলাকা চৌরাস্তা থেকে ভবানীগঞ্জ বাজার পর্যন্ত পাকা রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তাটির এখন বেহাল দশা। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় দিন দিন বাড়ছে জন দুর্ভোগ। স্থানীয়রা বলেন এই রাস্তাটি সংস্কার না করার কারনে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । রাস্তাটি বেহাল দশাতে পরিনত হওয়া সংস্কার করার কোন উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এতে প্রতিনিয়তই স্কুলের শিক্ষার্থী, যানবাহন চালক, পথচারীসহ সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের সকল গ্রামের প্রধান এই পাকা রাস্তাটি প্রায় ০৩ কিলোমিটার। এই রাস্তা দিয়ে লক্ষ্মীপুর প্রানকেন্দ্র লক্ষ্মীপুর সদরে, ভবানীগঞ্জ বাজার, চৌরাস্তা বাজার, এবং ভবানীগঞ্জে অবস্থিত ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ,ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদ্রাসা সহ ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী, প্রায় ৯/১০ টি গ্রামের মানুষের প্রতিনিয়তই চলাচল করতে হয়। এই রাস্তাটি এলাকার মানুষের চলাচলের জন্য একমাত্র পথ হওয়ায় চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এই রাস্তার বেহাল দশার কারনে দিন দিন বাড়ছে দূর্ভোগ। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে।
দিনে কিংবা রাতে চলাচলের সময় রাস্তার ছোট-বড় গর্তে উল্টে পড়তে হয় সি এন জি, ভ্যানগাড়ী, সাইকেলসহ ছোট বড় যানবাহন। তবু এই রাস্তাটি সংস্কার করার কোন উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হলে ওই এলাকার ৯/১০ টি গ্রামের মানুষ এই দূর্ভোগ থেকে রক্ষা পাবে।
তাই দ্রুত এই রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীরা।
স্থানীয় জনগন অনেকেই জানান,বর্তমানে এই রাস্তার বেহলা দশা। রাস্তার পাকার কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তে সৃষ্টি হয়েছে। রাস্তাটি সংস্কার না করায় দিন দিন আমাদের দুর্ভোগ বেড়েই চলেছে। রাতে বা দিনে যে কোন সময়ে গাড়ী ইঞ্জিন বিকল হয়ে বা গাড়ী উল্টে দূর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী সাধারন মানুষের,যথাযত কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুরে যাত্রা শুরু করলো ‘ধ্রুপদী ক্লাব’ নামের একটি ক্রীড়া সংগঠন। এ উপলআক্ষ্যে গতকাল রবি...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমজাদ হোসেন,লক্ষ্মীপুর "করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব" এ প্রতিপাদ্যকে স...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরের বড়দল গ্রাম সংলগ্ন প্রায় শতাব্দী সময় ধরে উন্মুক্ত কেন্দুয়া নদী হতে গরীব ও ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : বন্দর নগরী ইপিজেড থানাধীন রেইনবো কমিউনিটি সেন্টারে বিকেল ৩ টায় বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited