শিরোনাম
রামগতি উপজেলা প্রতিনিধি | ০৩:০৬ পিএম, ২০২০-০৬-২৩
লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বৃহত্তর সংগঠন RSCD (রামগতি স্টুডেন্টস কমিউনিটি ঢাকা) এ সংগঠন কতৃক আয়োজিত হচ্ছে অনলাইন মডেল টেষ্ট,, এ মডেল টেষ্ট নিয়ে RSCD এর বর্তমান সভাপতি, এ বি এম সাজ্জাদ হোসাইন বাপ্পি বলেন,,,
সময়কাল ২০১৮, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আসন্ন। সারাদেশ থেকে অগণিত শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিতে মগ্ন। আমাদের রামগতি থেকেও অনেক শিক্ষার্থীরা নিজেদের স্বপ্নের ক্যাম্পাসে পৌছানের লক্ষ্যে নিতে শুরু করেছে প্রস্তুতি।
সেই সকল ছাত্র-ছাত্রীদের জন্য সে বছর আরএসসিডির প্রথম উদ্যোগ ছিলো আরএসসিডি আইডিয়াল হোম। আরএসসিডি আইডিয়াল হোমে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে, নিবিড় পরিবেশের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য পড়ালেখা করছিলো রামগতির বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী। পরবর্তীতে রামগতির ভর্তি পরীক্ষার্থী সকল ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে আরএসসিডি থেকে আমরা আয়োজন করেছিলাম এডমিশন টেস্ট কাউন্সিলিং। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সিনিয়র ছাত্রছাত্রীরা তাদেরকে দিয়েছে ভর্তি পরীক্ষা সম্পর্কিত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।
এরপর, পরীক্ষার আগ মুহূর্তে ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে প্রখর করে তোলার লক্ষ্যে আরএসসিডি আয়োজন করেছিলো মডেল টেস্ট পরীক্ষা৷ শিক্ষার্থীদের মধ্যে কোচিং শেষে উপস্থিত একটা সংখ্যাকে নিয়েই ফার্মগেটে একটা পার্কে তাৎক্ষণিকভাবে আয়োজিত হয়েছিলো উক্ত মডেল টেস্ট। উপরোক্ত সকল উদ্যোগে উপস্থিত, অনুপস্থিত অনেকেরই পরবর্তীতে নিয়মিত খোঁজ খবর ও সার্বিক দিকনির্দেশনায় নিয়োজিত ছিলো আরএসসিডি। আলহামদুলিল্লাহ ২০১৮ সালে রামগতি থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার যোগ্যতা অর্জন করেছে।
তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিগত সাত বছর এভাবেই কাজ করে আসছে আরএসসিডি। এডমিশনকালীন সময় ছাড়াও অন্যান্য সময়ে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে। তন্মধ্যে রামগতির সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সহস্রাধিক ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিবছরে আয়োজিত "আরএসসিডি ম্যাথ অলিম্পিয়াড" উল্লেখযোগ্য।
আরএসসিডির শিক্ষামূলক কাজের ধারাবাহিকতায় এবার এই বিশ্বব্যাপী করোনা ভাইরাস বিপর্যয়ের ফলে দীর্ঘদিনযাবত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে থাকাকালীন সময়ে ছাত্রছাত্রীদেরকে বই মুখি করাবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতিকে সতেজ রাখবার লক্ষ্যেই আরএসসিডি আয়োজন করতে যাচ্ছে "RSCD Online Model Test -2020"।
উচ্চমাধ্যমিক সিলেবাস অনুসারে বিজ্ঞান, মানবিক, ব্যাবসায় শিক্ষা তিনটি বিভাগের বিষয়গুলো নিয়েই অনুষ্ঠিত হবে এ টেস্ট। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে থাকবে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের জন্য থাকবে পুরষ্কার। সম্মিলিত সেরা স্থান অর্জনকারীদের জন্যও থাকবে বিশেষ পুরষ্কার। পুরষ্কারের চেয়ে অধিক উল্লেখযোগ্য হচ্ছে আরএসসিডি আয়োজিত এই মডেল টেস্টে নিয়মিত অংশগ্রহণের ফলে শিক্ষার্থীরা বই মুখি থাকবে এই লকডাউনের দিনেও। শিক্ষার্থীদের প্রস্তুত থাকবে সতেজ।
অনলাইন মডেল টেস্ট; এইচএসসি - ২০২০
(লক্ষ্মীপুর৭১ডটকম/ নাহিদুল ইসলাম)
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : রায়পুর পৌরসভার আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে (উটপাখি) প্রতীক নিয়ে তরুণ সমাজ সেবক মোঃ ইক...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূম...বিস্তারিত
রামগতি উপজেলা প্রতিনিধি : খলিল মোল্লা(আলেকজান্ডার) ১২ নং চর গাজী ইউনিয়নের এক গরীব অসহায় ব্যক্তির ঘর না থাকায় মানবেতর জ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমজাদ হোসেন,লক্ষ্মীপুর রামগতি পৌরসভার নির্বাচনে ইভিএম বাইরে রেখে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভ...বিস্তারিত
মোহাম্মদ ফজলে রাব্বী(রামগতি) : কথায় আছে একজন সৎ, সুন্দর, রুচিশীল ও মহৎ মানুষ এই পারেন অসাধারণ কিছু সৃষ্টি করতে। কথাটি প্রকৃত সত...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতির সময় ৫ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited