শিরোনাম
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) | ০৬:৫৪ পিএম, ২০২০-০৬-২৬
ভোলার চরফ্যাশন-দুলারহাট সড়কে পল্লী বিদ্যুতের খাম বসানোর অযুহাতে বন বিভাগের সরকারি গাছ কেটে সাভার করার অভিযোগ রয়েছে। ওই এলাকার বীট কর্মকর্তা জানেনা গাছ কর্তনের কথা। স্থানীয়রা জানান, প্রায় ১শ কেবি রেন্টি গাছ লুটপাট হয়েছে।
শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, ক্ষমতাধর ব্যক্তিদের বলে বলিয়ান হয়ে একশ্রেণির মানুষ সরকারি গাছ গুলো কর্তন করেছে। সড়কে সরকারি গাছ কাটার বিষয় জানতে চাইলে গাছ কর্তনকারীরা বলেন, আমাদের উপরের নির্দেশে আমরা গাছ কাটতেছি।
বন বিভাগের বীট কর্মকর্তার অনুমতি আছে কিনা এমন কথায় গাছ কর্তৃনকারী সকলে চুপসে যায়। ওই এলাকার দায়িত্বরত ঘোষেরহাট বীট কর্মকর্তা মাসুম মাতুব্বর বলেন, আজ শুক্রবার কোন গাছ কাটা হয়নি। দেখা যায় শুক্রবারে প্রায় ১শ কেবি গাছ লুট-পাট হয়েছে। চরফ্যাশন উপজেলা রেঞ্জকর্মকর্তা বলেন, মাসুম মাতুব্বর ষ্টেশনে নেই।
স্থানীয়রা অভিযোগ করেন বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে এই সড়কে প্রতিনিয়ত সরকারি গাছ কর্তন হয়। চরতোফাজ্জল গ্রামের বাতানিয়া পোলের গোড়ার বাসিন্দা আলা আমীন বলেন, আজ ৫দিন পর্যন্ত এই সড়কে গাছ কাটা হয়। এতে প্রায় ১থেকে দেড়‘শ কেবি গাছ লুটপাট হয়েছে। বীট কর্মকর্তা আইওয়াস হিসাবে ৪/৫ টুকরো গাছ ২৪জুন ভ্যানে করে অফিসে জমা দিয়েছে। মোটা গাছ গুলো অদৃশ্য কারণে লুট হয়ে যায়।
বন বিভাগের বীট কর্মকর্তা মাসুম মাতুব্বর বলেন, পল্লী বিদ্যুতের খাম্বা বসাবে এই জন্যে গাছের ঢাল পালা কাটা হয়। গোড়ায়(মুড়িয়ে) কোন মোটা গাছ কর্তন হয়না। শুক্রবার গাছ কর্তনের বিষয়টি এড়িয়ে যান।
চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন বলেন, আমি বিষয়টি বীট অফিসারকে বলেছি। কোন অনিয়ম হলে আমি বীট অফিসারকেও ছাড় দেবনা। আমাকে বীট অফিসার বলেছে কোন গাছ কাটা হয়না ঢাল-পালা কাটা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ...বিস্তারিত
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ পাথর ভঙ্গার মিক্সার কারখানা। আজ সাভারের বিরুলিয়া...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুর সীমানতে ১৩৩বোতল ভারতীয় মদ আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮বিজিবি। ব...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আহসান হাবীব। ভোলা, মেহেন্দিগঞ্জ,হিজলা, লক্ষ্মীপুর ও রায়পুরের দুর্গম চরাঞ্চল ও মেঘনার জেলেদের ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা সীমান্তে গাঁজা সহ একজন কে আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর জনপ্রিয় অনলাইন পোর্টাল আলোকিত নোয়াখালীর সম্পাদক আলা উদ্দিন এবং ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited