শিরোনাম
মোঃ রাহাত হোসেন (লক্ষ্মীপুর) | ১২:২৬ এএম, ২০২০-০৬-২৭
মোঃ রাহাত হোসেন
লক্ষ্মীপুর
নিরব যোদ্ধার কষ্ট
-মুহাম্মদ সাকিল হোসাইন
_______________________
আমার একদিকে শুধু তুমি
পৃথিবীটা অন্যদিকে,
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে,
আমি তোমারি দিকটা নিলাম,
এধারে দু ’ ফোটা চোখের জল,
ওধারে অথৈ সাগর অতল,
তবু সমুদ্র ছেড়ে চোখেরই জ্বলটা
বুকে করে আমি গেলাম।
এখানে কাঁটা লতায় একটি ফুলের গোলাপ,
এখানে বসন্ত হাজার ফুলের মেলা।
এপাশে শঙ্কা চিন্তার দিন,
ওপাশে সময় ভাবনা বিহীন,
তবু নির্ভাবনার শান্তিকে ছেড়ে,
অশান্তি নিতে এলাম।
কিন্তু তুমি আমাকে বুঝলে না-
আজও মন থেকে,
তুমি কোনদিনও ভালো মনে নরম স্বরে কথা বলো না,
তোমার কাছে আমি যেনো মহা-অপরাধী,
তোমার কাছে আমি জেনো বড় শত্রু।
তোমার মেজাজ সবসময় উগ্র,
আমার সাথে তুমি জিদ করো পাল্লা দাও প্রতিযোগিতা করো,
মনে হয় আমার কাছে নত হলে হার মানলে তোমার সম্মান চলে যায়!!
তোমার অনেক বড় ক্ষতি হয়ে যায়??
ভালোবেসে যদি ভালোবাসা কে হারাতে হয়,
তবে তেমন ভালো বাসবো কেনো??
ভালোবেসে যদি প্রিয় মানুষটাকে বিশ্বাস করা না যায় তবে তেমন ভালোবাসবো কেন??
ভালোবেসে যদি ভালোবাসার মানুষের চোখে চোখ রাখলে মনের কথা না বলে যদি তার ভালোবাসার ভাষা বুঝা না যায় তবে তেমন ভালোবাসবো কেন??
ভালোবাসার মানুষ কে ঘিরে যদি সপ্ন সাজানো না যায়,
ভালোবাসার মানুষের উপরে যদি কোন আস্থা রাখা না যায়,
ভালোবাসার বুকে যদি মাথা রেখে-
তার মুখের কথা শুনে যদি কষ্ট ভুলে না যাওয়া যায়,
ভালোবাসার মানুষের জন্য যদি হাজার কষ্ট অপমান যন্ত্রনা সহ্য করা না যায়,
ভালোবাসার মানুষের জন্য যদি অবাধ্য না হওয়া যায়,
তবে কেন শুধু শুধু নিজে কে জাহান্নামের অধিবাসী করবো??
ভালোবাসার মানুষের উপরে যদি রাগ করে,অভিমান করে, জিদ করে,অহংকার করে তাকে কষ্ট দিয়ে নিজে মজা পাওয়া যায় তবে তাকে কি ভালোবাসা বলা যায়??
ভালোবাসা মানে তো-
দু,টি দেহে একটি মন,
একটি আসা,একটি ভাষা,
একটি স্বপ্ন,একটি পৃথিবী,
একটি সুখের জীবন,একটু হাসি,
একটু কান্নার জলে মুছে দেওয়া,
বুকে মাথা রেখে সকল কষ্ট ভুলে থাকা,
চোখে চোখ পড়লে মুচকি হাঁসি,
সব কিছুই ভুলে শুধু তাকেই ভাবা তাকেই কাছে পাওয়া,
শুধু পাগলামী অনেক দুষ্টমী,
শুধু অপেক্ষার প্রহর গুনা,
শুধুই ভালোবাসা।
ভালোবাসা আর প্রিয়সীর ঐ হাঁসি মুখ,
চোখে জ্বল,একটু দূরে গেলেই হারাবার ভয়।।
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমরা সকলে এই পৃথিবীতে দৌড়াচ্ছি, সেটা দ্বীনের জন্য হোক অথবা শুধু দুনিয়ার জন্য। আপনি যে পথেই দৌঁড়ান ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : আমি তাকেই চেয়েছিলাম, যার হৃদয়ের স্পন্দনে, প্রতিটি ধ্বনিতে শুধু আমি থাকবো। আমি তাকেই চে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব মানে বাংলা রবিন হোসেন তাসকিন চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম, জাতির পি...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : সেই তুমিঃ কলমে ✑ মমো হে প্রিয়..... বুঝনি তুমি আমারি মন। তা সবে, অবোধ তুমি অবহেলা করিলা। অ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : ফরিয়াদ মোঃ আরিফুল ইসলাম ও আমার প্রভু,একটি মাত্র ফরিয়াদ তোমার শাহি দরবারে। আমাদের প্রিয় আলেম সারও...বিস্তারিত
সুবীর সিকদার (পিরোজপুর) : কবি সুবীর সিকদারের দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ "পাখিদের গান"। আজ ১৮-ই নভেম্বর ২০২০ হাতে পেলাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited