শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪০ পিএম, ২০২০-০৬-০৮
লেখক: মোঃ ছিদ্দিক,
স্বপ্নে ব্যর্থ হওয়া কবির দু:খ ভরাক্রান্ত ও বিষন্ন মন নিয়ে বসে অাছে নদীর পাড়ে। বেচারা কবির তার স্বপ্নটা পূরণ করতে না পেরে আনমনা ভাব নিয়ে প্রতিদিন বসে থাকে নদীর পাড়ে। আর প্রকৃতির দিকে তাকিয়ে নির্জনতাকে জমিয়ে কি, কি যেনো প্রাই ভাবতে থাকে। কখনো উপরে, কখনো নিচে, কখনো ডানে, কখনো বামে তাকিয়ে, অজানা কিছু ভেবেই যেতেন খুব মনোযোগ দিয়ে।এমন কি তার মারাত্মক ভাবনার জন্য লোকেরা তাকে ভাবনার কবির নামেই অভিহিত করত। বেচারা কবির স্বপ্ন ছিলো ডাক্তারি পড়া । আর সেটা কোন একটা সামান্য দূর্ঘটনায় তা পূরণ না হলে, সে খুব ভেঙে পড়ছিলো। আর সেই থেকে জন্ম নিলো কবির আরেকটা অধ্যায়। কবির এখন খুব চুপ-চাপ থাকে, কারো সাথে তেমন কথাই বলে না। সবসময় চেহারাটাকে কালো মেঘের মতো করে রাখে এবং শুধু চিন্তাই মগ্ন থাকে। আর প্রায় সময় তার ভাবনার জায়গাটাই হলো যে, তার বাড়ি। ওহ হে! এই ভাবনার কবির আবার নাটক ফলোও করত। বলতে গেলে তার নাটক দেখাটা কেমন জানি পড়াশুনাই মনে হয়। যেমন সে যে একটা নাটক দেখতো সেটার মর্ম একদম বুঝে পেলতো এবং নাটকের সব কিছু তার মাথায় এ্যাড থাকতো। অর্থ্যাৎ সে মনোযোগ সহকারে নাটক উপলব্ধি করত এবং মেহেজুবার ফ্যান বলে তার নাটকগুলো আবার বিশেষভাবে মনে রাখতো। এ্যানি ওয়ে, এই ভাবনার কবির তার নদীর পাড়ে বসে আবার কখনো দাঁডিয়ে,কখনো বসে ভাবতো,প্রকৃতির দিকে তাকিয়ে অজানা কিছু। ভাবনার কবির যাই ভাবতো, তাই তার মগজে এ্যাড হয়ে যেতো।
মজার বিষয় হলো, ভাবনার কবির তার ভাবনায় এমনভাবেই ডুবে থাকতো যে, কেউ সাতবার, আট বার,দশবার ডাকলেও তার উত্তর পেতো না। ধীরে – ধীরে ভাবনার কবিরের এই চিন্তাটা অভ্যাসে পরিণত হলো। এই ভাবেই কাটতেছে তার প্রতিটা দিন, প্রতিটা সময় ঐ অদ্ভুত ভাবনাকে নিয়ে। আর পাশাপাশি ভাবনার কবির এই ভাবনাই সাহিত্য সম্পর্কিত কিছু বইকে এ্যাড করতো। হঠাৎ একদিন ভাবনার কবির কি যেনো একটা লেখার আগ্রহ করলো। তখন সে যাই লেখছিলো কেমন জানি তা ছন্দ আকারে কবিতার মতো হয়ে যাচ্ছিলো। তারপর থেকেই ভাবনার কবির ভাবলো সে এখন থেকে লিখালিখি করবে।অত:পর গেল ভাবনার কবির থেকে ভাবনার কবি। এখন বিশ্বজৃড়ে তার লেখা।
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান কে সামনে রেখে তাহিরপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে উপ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : বায়োবৃদ্ধ ভিক্ষুক চাঁন মিয়ার মেয়ের বিয়েতে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো দেশে...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালী চাটখিল ফ্রী ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। চাটখিল ফেমাস ডায়াগনষ...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তিনি ল...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : মোঃ শহিদুল ইসলাম (শহিদ) চসিক নির্বাচনে ৩৯নং দক্ষিন হালিশহর ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : দলীয় গঠনতন্ত্রের নির্দেশনা উপেক্ষা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের সাথে যোগাযোগ/পরাম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited