শিরোনাম
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) | ১২:১৪ এএম, ২০২০-০৭-০৭
কয়লা বিদ্যুত্ প্রকল্প ও অর্থনৈতিক জোনের জন্য জায়গা দিয়ে ধলঘাটাবাসীর ভিটেবাড়ী পর্যন্ত চলে যাচ্ছে। ড্রেজার দিয়ে রাত-দিন বালি তোলার কারণে ঝাউবীথি ও প্যারাবন সহ হাঁসের চরটি বিলিন হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধি থেকে সংশ্লিষ্ট কেউ এগিয়ে আসছেন না ধলঘাটাকে রক্ষা করতে।
-
জানা যায়,মাতারবাড়ীতে দুটি কয়লা বিদ্যুত্ প্রকল্পে চলছে বালি ভরাটের কাজ।1414একর প্রকল্পে বালির কাজ প্রায় শেষ।এখন শুরু হয়েছে 12শতএকর প্রকল্প ভরাটের কাজ।অপরদিকে ধলঘাটা থেকে অধিগ্রহণ করা অর্থনৈতিক জোনের প্রকল্প ভরাটের কাজ ও শুরু হয়েছে 2019 সালের মার্চ মাস থেকে।এ অর্থনৈতিক জোনের অর্থযোগান দাতা বেজা উক্ত প্রকল্প ভরাটের জন্য টেন্ডার দিলে টিকা নামের একটি প্রতিষ্টান তা গ্রহন করে হারবাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্টান কে দায়িত্ব দেন।উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পাওয়া পর ধলঘাটার হাঁসের চরে ড্রেজার বসিয়ে বালি তোলার কারণে ঐ চর টি বিলিন হয়ে যাচ্ছে।ভেসে যাচ্ছে ঝাউবীথি ও প্যারাবন।কয়লাবিদুত প্রকল্প ও অর্থনৈতিক জোন ভরাটের কারণে চর টি সহ ঝাউবীথি বিলিন হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে চলছে আতংক।
-
এলাকাবিসীরা জানান,স্থানীয় লোকজন ও সরকারের অর্থায়নে ধলঘাটার দক্ষিণে ঝাউবাগান সৃজন করলে পর্যায়ক্রমে বিশাল চর সৃষ্টি হয়।এমনকি 8/10মাইল পর্যন্ত চর সৃষ্টি হয়েছে।
-
এ চরকে হাঁসের চর বলা হয়। কিন্তু বালি তোলার কারণে চর টি ইতিমধ্যেই অর্ধেক বিলিন হয়ে গেছে।ভেসে গেছে হাজার হাজার ঝাউগাছ আর প্যারাবন।এলাকাবাসীর বাসীর প্রতিবন্ধকতায় গত বছরের আগস্ট মাসে মহেশখালী প্রশাসন বালি তোলা বন্ধ করে দেন।কিন্তু একমাস যেতে না যেতে চায়না হারবাল কোম্পানির লোকজন পুরোদমে এখন বালি তোলা অব্যাহত রেখেছেন।ফলে ঐ চর টি সাগর গর্ভে বিলিন হয়ে যাওয়ার কারণে উপকারভোগীরা মাথায় হাত দিয়েছে।অপরদিকে এলাকাবাসী ও আতংকে রয়েছে।এদিকে পানি উন্নয়ন লোড কক্সবাজার অফিসের নির্বাহী প্রকৌশলী থেকে জানতে চাইলে তিনি জানান,এ চর টি বিলিন হলে ধলঘাটা রক্ষা করা কঠিন হবে।
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার হোয়ানকের একঝাঁক তরুণ প্রজন্মের মেধাবী ছাত্রদের নিয়ে গঠিত, পাবলি...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : সমাজ তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি বলেই আজ তারা অপরাধী। তাই জেলে জেলে প্রশিক্...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানকে আফরোজা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন। অদ্য ১৩ই নভেম্বর জ...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : আগামী ০৪ অক্টোবর " নিউ মনে রেখ শপিং মল উদ্বোদন করা হবে। এখানে রয়েছে মহিলাদের আকর্ষণীয় ড্রেস, থ্রি...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : বাংলাদেশে’র একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে’র উদীয়মান এবং আদর্শবান তা...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়েন, মাঝের পাড়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দেখার কেউ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited