শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ১২:৫৩ এএম, ২০২০-০৭-০৮
জিবনের শেষ কল
লেখক - আরিফুল ইসলাম
আরিফ-- হ্যালো কে
আমি - আমি
আরিফ - আমি কে
সাথী - এই কেমন আছো
আরিফ - জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
সাথী - হুম ভালো! হটাৎ আপনি করে বোলছো কেনো?
আরিফ - সরি অন্যের বউকে তুমি বলার অধিকার নায়!
সাথী -ও ! কি কোরছো এখন?
আরিফ - বারান্দা বসে আকাশের তারা দেখছি আর গল্প লেখছি!
সাথী - এখনো রাতে বসে তারা দেখো?
আরিফ - হুম পুরানো অভ্যাস তো তাই বোদলাতে পারিনি!
সাথী - আর তোমাকে গল্প লেখতে নিষেধ করছিলাম না?
আরিফ - লিখতাম না৷ কিন্তু তুমি চলে যাবার পর থেকে শুধু তোমার আমার ফেলে আসা দিন গুলো মনে করি আর ডাইরিতে লিখি!
আচ্ছা আমার কি অপরাধ ছিলো। যে কারণে ৪ বছরএর রিলেশনটা নষ্ট করলে!
সাথি - আমাকে মাফ করে দিও। আমি পরিস্থিতির শিকার ছিলাম!
আরিফ - সে আমি জানি! তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে! তখন নিজেকে শেষ করে দিতে চেয়ে ছিলাম!
শুধু সুসাইড করা মহাপাপ তাই না মরে বেচে আছি!
সাথী - আমি ও বিয়েতে রাজি ছিলাম না। আম্মু বিষের বোতল হাতে নিয়ে বলেছিলো আমি যদি এই বিয়ে না করি তাহলে বিষ খেয়ে নিজেকে শেষ করে দেবে৷ তায় এ বিয়ে কোরতে বাধ্য হয়েছি!
আরিফ - দোষ তোমাকে দেবোনা দোষ সবিই আমাদের কপালের!
সাথী - আচ্ছা আর কোনো মেয়েকে পছন্দ হয়নি?
আরিফ - না আর কোনো রিলেশনশিপে জড়াবোন না। মা বাবা যেই মেয়ের সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করবো! যখন তোমার আমার রিলেশন কথা
বলেছিলাম শুধু একটা কথা বোলেছিলো বিয়ে কোরবি কবে৷৷ তাই তাদের কথা রাখবো এবার।
সাথী - তুমি আগের চেয়ে অনেক বদলে গেছো।
আরিফ - হুম আগের চেয়ে অনেক বদলে গেছি। কারণ এখন তোমার ফোনের আশায় বসে থাকি না। তোমার মেসেজে জন্য বসে থাকি না। আগে বাসায় যায়তে ইচ্ছে হতো এখন আর হয় না! তোমার দেয়া মেসেজ গুলো পড়ি আর নিরবে কাঁদি ! আগে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম এখন আর রাতে ভালো ভাবে ঘুম হয় না!
সাথী - খুব ইচ্ছে হয় তোমার কাছে চলে যায়। কিন্তু পারিনা।
আরিফ - সেইটা তোমার পক্ষে সম্ভব না!
সাথি - একটা কথা রাখবা৷
আরিফ - কি কথা?
সাথী -তোমার বিয়ে তে আমাকে দাওয়াত দিয়ো।
আরিফ - সে না হয় দেবো। হঠাৎ এমন কথা বলছো?
সাথী - আমার খুব ইচ্ছে হতো তোমার বউ সেজে তোমার ঘরে যাবো। কিন্তু আমার সেই ইচ্ছে তো পুরণ হলো না। তাই নিজের হাতে তোমার বউকে সাজাবো ।
আরিফ - আচ্ছা তাই হবে।
সাথী - কোনোদিন যদি শোনো আমি মারা গেছি তাহলে আমার কবরে এক মুঠো মাটি দিয়ে যেয়ো।
আরিফ - তোমাকে বোলে ছিলাম মৃত্যু কথা আমার সামনে বলবানা!
সাথী - আচ্ছা আর কোনো কথা বলবো না৷৷
আরিফ - জানো আজ তোমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে ! কি করবো তুমি তো আমার না তুমি এখন অন্যকারো হয়ে গেছো!
সাথী - অনেক কথা হলো । এবার রাখছি।
আর শোনো মন খারাপ করবা না৷ কেমন হয়তো বা এটাই আমার শেষ কল ।
আরিফ -শেষ কল মানে?
কারণ তোমার সাথে কথা বলে পুরান সৃতি গুলো আর মনে রাখতে চাই না ।
যতই কথা বলবো ততই তোমার কথা মনে পড়বে!
আরিফ - আজ তাহলে কি মনে করে কল দিলে!
সাথী - আজকের এই দিনে তোমার সাথে প্রথম দেখা হয়েছিলোতো তাই।
আরিফ - যাকে আর কোনোদিন দেখতে পারবোনা আজ আবার পুরান কথা।
আচ্ছা যেখানে থাকো ভালো থাকো বাই।
আমি খুব ভালো ভাবে বুঝতে পারছি পাগলি টা কান্না করতেছে।
তাই আর কোনো কথা বারালাম না৷৷
সাথী -যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও।
বলে লাইন টা কেটে দিলো
আরিফ - পাগলি রে তোকে অনেক ভালোবাসি এখনো।
তোকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না।
প্লিজ একবার ফিরে আই তোকে কোনোদিন হারাতে দেবোনা৷
আল্লাহ যদি পরে জন্মে আবার পৃথিবীতে পাঠায় তোকে অন্যকারো হতে দেবোনা৷
এই বলে কান্না করতে থাকি
গল্পটা বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা
ভুলত্রটি হলে ক্ষমার দৃষ্টিতেদেখবেন। কমেন্ট করে শূদ্রে দিবেন এটাই কাম্য আপনাদের কাছে।ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্যে।
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে হবে। যারা ভোটারদের মিথ্যা কথা বলে লোভ-...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : মোঃ নুর হোসেন,কমলনগর,(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর কমলনগরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী জ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবের ভাতিজা পরিচয়ে সাংবাদিকে হত্যার হুমকি থানায় অভিযোগ চাটখ...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : সড়ক দূর্ঘটনায় নিহত জাহাঙ্গীরের পরিবারের প্রতি মানবিক সাহায্যের আকুল আবেদন। সড়ক দূর্ঘটনায় অক...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আজ চার ডিসেম্বর লক্ষ্মীপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর জেলা-প্রশাসকের স্ব পরিবার করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited