শিরোনাম
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) | ১০:৩৭ এএম, ২০২০-০৭-১৫
চরফ্যাসন ভোলা প্রতিনিধি॥
চরফ্যাশন আদালত নেজারত ও নকল বিভাগ কক্ষে আইনজীবি সহকারী মামলার নথি চাওয়াকে কেন্দ্র এড.হারুন ফরজীকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটায় এ ঘটনাটি ঘটে ।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার মামলার জামিন প্রার্থনা করতে এডভোকেট তার আইনজীবি সহকারী ইউসুফকে অতিরিক্ত জেলা জজ আদালত থেকে জি আর ১০৯/২০১০ সালের হত্যা মামলার নথি আনতে পাঠায়। পেশকার কমল দে ও ৪র্থ শ্রেণির কর্মচারী হুমায়ূন তার কাছে ১হাজার টাকা ঘুষ দাবী করেন। তাদেরকে দু‘শ টাকা দিলে তারা গ্রহণ না করে নথি দিতে অস্বীকৃতি জানায়। এই বিষয়ে চরফ্যাশন আদালতের এডভোকেট হারুন অর রশিদ ফরজী নেজারত ও নকল বিভাগে গিয়ে মামলার নথির ফটোকপি কেন দেয়া হয়নি পেশকারকে প্রশ্ন করেন। এমন প্রশ্নে উত্তর না দিয়ে সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আবুল কালাম আজাদ, পেশকার ফেরদাউস, অতিরিক্ত জেলা জজ আদালতের পেশকার কমল দে, ৪র্থ শ্রেণির কর্মচারী হুমায়ূনসহ ৮/১০জন স্টাফ একাত্রিত হয়ে এড. হারুনকে কক্ষে আটকি এলাপাতারি মারধর করে। এবং তারা বলে বেড়ায় ঘুষের ব্যপারে সমাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাস্টার্র্স দেছ। এই বলে তার মোবাইল ফোনটি ফ্লোরে আচড়ি ভাংচুর করে এবং মটরসাইকেলের চাবি ফেরদাউস নিয়ে যায়। আহত আইনজীবি হারুন অর রশিদ বলেন, আমি ঘুষ বানিজ্যের ব্যপারে সোচ্চার হওয়া তারা ক্ষিপ্ত হয়ে পূর্বের প্রতিশোধ মূলক আমার উপর এই হামলা চালায়।
সেরেস্তদার আবুল কালাম আজাদ বলেন, আইনজীবি হারুনের সাথে পেশকার কমল দে, ও পিয়ন হুমায়ুনের সাথে নথি নিয়ে হাতাহাতি হয়েছে। আমি চেয়ার থেকে উঠিনি।
এই ব্যপারে চরফ্যাশন আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, পেশকারদের ঘুষ বাণিজ্যের কথা বলাই আমাদের আইনজীবি হারুনকে দরজা আটকি মারধর করে রক্তাক্ত করেছে।
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিজানুর রহমান সোহাগের ২য় মৃত্...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজির হাট বাজারে এইচএসসি পর...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন লক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ স...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : ভোলা-৪ চরফ্যাসন-মনপুরা আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নুরাবাদ ইউনিয়নে অবস্থিত নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, স্বাধীন বাংলার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited