শিরোনাম
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) | ০৩:১৩ পিএম, ২০২০-০৭-২২
ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘর চাপা পড়ে একই পরিবারের মা ও ২ ছেলে সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাত পোনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্হল চরফ্যাসন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে।
ঝড়ে নিহতরা হলেন মৎসজীবি হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০), ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)।
দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃহারুন অর রশিদ আমাকে সেলফোনে বলেন, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমনাবস্হায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা ও দুই ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছেন।অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল। ঝড়টি অত্যন্ত শক্তিশালি হওয়ায় উপরে রাখা কাঠের চাপা পড়ে নিহতরা। এছাড়াও ঝড়ে আশেপাশে বেশ কিছু গাছপালা ভেঙ্গে যায়। নিহতদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত জোরায়েদ ও তানজিদ স্হানীয় মাদ্রাসায় পড়ালেরা করতো।
এদিকে ঘর চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এই প্রাকৃতিক দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বজনহারা পরিবার ও এলাকা বাসী।
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিজানুর রহমান সোহাগের ২য় মৃত্...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজির হাট বাজারে এইচএসসি পর...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন লক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ স...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : ভোলা-৪ চরফ্যাসন-মনপুরা আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নুরাবাদ ইউনিয়নে অবস্থিত নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, স্বাধীন বাংলার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited