শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ০৭:২৯ পিএম, ২০২০-০৭-২২
আহাম্মাদ কবির,তাহিরপুর:তিনতিবারের বন্যায় হাওরের উত্তাল ঢেউয়ের আঘাতে ক্ষতবিক্ষত বসতবাড়ি । আমদের দেখার কেউ নেই,কখন কোন সময় যে আফাল আইয়া আমরার ঘরবাড়ি ভাসাইয়া লইয়া যাইব তার ঠিক নাই।আমাদের জীবনের কোন মূল্য নেই কারো কাছে একদিকে করোনা অন্যদিকে তিনতিবার বন্যা যেন মরার উপর কাঁড়ার ঘা, এমনই কষ্ট আর আশঙ্কার কথা বলছিলেন সুনামগঞ্জ তাহিরপুর টাঙ্গুয়ার হাওর সংলগ্ন মুজরাই গ্রামের স্বামী হারা মহিলা রেখা বর্মণ। ও পার্শ্ববর্তী জয়পুর গ্রামের লায়েছ মিয়া এবং আল আমিন মিয়া। জানাযায় তাদের মতো এ উপজেলার নিম্নাঞ্চলের অনেকেই এমন আতঙ্কে দিনরাত কাটাচ্ছে,কখন জানি হাওরের উত্তাল ঢেউয়ের আঘাতে বসতভিটে বিলীন হয়ে এলাকা ছাড়তে হয়। চোখের সামনেই হাওরের উত্তাল ঢেউয়ের আঘাতে উপজেলার নিম্নাঞ্চলের মসজিদ, রাস্তাঘাট বসতভিটা ভাঙচুর করে বিপর্যস্ত করে দিচ্ছে এমন শতশত নারী-পুরুষের জীবন-সংসার। অনেকে স্বপ্নের বসতভিটে হারিয়ে আশ্রয় নিয়েছেন আশেপাশের গ্রামে স্বজনের বাড়ি কেউ কেউ বন্যা আশ্রয়কেন্দ্র,অনেকে আবার পরিত্যক্ত ভাঙা বসতঘরের চালা পেতে রাত পার করছেন।বানভাসি মানুষেরা মানবেতর জীবনযাপন করছে, খাবার সঙ্কটের পাশাপাশি রয়েছে বিশুদ্ধ পানীর সঙ্কটসহ স্বাস্থ্য ঝুঁকিতে।এতে দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগবালাই।
তথ্যসুত্ররে জানাযায় উপজেলার হাওর বেষ্টিত নিম্নাঞ্চলে জয়পুর, গোলাবাড়ি, ছিলানী তাহিরপুর, মুজরাই, মইয়াজুরী, শিবরামপুর, তরং শ্রীপুর, নয়াবন্দ, তেলিগাও, সহ তৃতীয় দফা বন্যার পানিতে তৃতীয় দফা বন্যার পানিতে উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৭০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।বসতভিটে পানি ওঠার কারণে মঙ্গলবার সকাল থেকেই তাদের ঘরের রান্নাবান্নার কাজ হচ্ছে না। শুকনো খাবার সংগ্রহ করে তারা খাদ্যের চাহিদা মেটাচ্ছে।তথ্যমতে জানাযায় উপজেলার বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্রে থাকা ৫০টি পরিবার যখন তাদের ঘরবাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই তৃতীয় দফা বন্যা দেখা দেওয়ায় তাদের বন্যাশ্রয় কেন্দ্রেই থাকতে হচ্ছে। নদী ও হাওরের পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার কারণে মঙ্গলবার সকাল থেকেই বন্যাশ্রয় কেন্দ্রগুলোতে বানভাসি লোকজনের আগমন বৃদ্ধি পাচ্ছে। দুপুর ১টা পর্যন্ত আরো ১০০টি পরিবার বন্যাশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের ১৮ হাজার ২৭০টি পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। প্রায় দেড়শতাধিক পরিবার বন্যাশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
অপরদিকে তাহিরপুর -সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতুর পূর্বাংশে এপ্রোচ নির্মাণাধীন রাস্তাটি ৪ফুট পানির নীচে শনিবার সকাল হেকেই তাহিরপুর সুনামগঞ্জ সড়কে সকল প্রকার যানবাহন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় টাঙ্গুয়ার হাওর পারের অনেকেই জানান এ বছরের তৃতীয় দফা বন্যায় হাওর পারের প্রায় ১০-১৫টি পরিবার ভিটেহারা হয়ে জীবিকার তাগিদে চলে গেছে ঢাকা সহ বিভিন্ন শহরে। তারা বলেন সারাদিন পানিতে পড়ে থাকতে হয় একটু বাতাস হলেই হাওরের উত্তাল ঢেউয়ের আঘাতে বসতভিটে ভাঙনের আতঙ্ক বেড়ে যায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ গণমাধ্যম কে জানান,আমরা উপজেলা দুর্যোগ কমিটির জরুরী সভা করেছি। পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুরের গ্রামীণ অবকাঠামো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের বাড়িঘরে পানি উঠছে। বন্যার্তদের জন্য শুকনো খাবারের অব্যাহত আছে।
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : ...বিস্তারিত
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার ও মাক্স বিতরণ মোঃ মাসুদুর রহমান শেখ: বেনাপোলে কর...বিস্তারিত
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) : নোয়াখালীর চাটখিল থানা সাপ্তাহিক গ্রাম পুলিশদের প্যারেড অনুষ্ঠিত হয়। (বুধবার ২ ডিসেম্বর) চাটখ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে চালু হলএম্বুলেন্স সার্ভিস। আজ (২,ডিসেম্ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে গ্রেফতারি পরোয়ানার আসামি ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি প্রকাশ্যে ঘুরছেন। রহস্যজ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : জয়া আহসানের করা রিট কার্যতালিকা থেকে বাদ অভিনেত্রী জয়া আহসানের করা রিট কার্যতালিকা থেকে বাদ ঢা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited