শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ১২:২৩ পিএম, ২০২০-০৭-২৩
ফরাজী হারুন রশীদ দৌলতখান থেকে
উপকুল সমূহে ৬৫ দিনের মৎস্য অবরোধ শেষ হচ্ছে ২৩ জুলাই । বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস ও ৬৫ দিনের মৎস্য অবরোধের কারণে বহু কষ্টে জীবনযাপন করছেন সমুদ্র উপকূলীয় জেলেরা। দীর্ঘদিন মাছ ধরা থেকে বিরত থাকা জেলেপল্লীতে আবারো চলছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় ব্যাপক প্রস্তুতিপর্ব। দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূল জুড়ে জেলেপল্লীগুলোতে কর্মব্যস্ত দৃশ্য চোথে পড়ার মতো এবং ভোলা দৌলতখান সুইচ গেট জেলে পল্লীগুলোতে এখন। কর্মব্যস্ততা সবচাইতে বেশি। দৌলতখান উপজেলা ফিসিং ট্রলার মাঝি সমিতির সাধারণ সম্পাদক ও জেলেরা জানান , গভীর সমুদ্রে মাছ শিকার ছাড়া আর কোন পেশায় তাদের অভিজ্ঞতা নেই। এ অবরোধকালীন সময়ে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতে হয়েছে। শুধু অপেক্ষায় থাকেন কখন ভরা মৌসুমে ইলিশ শিকারের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটাবে।
সরকারী অবরোধ মেনেই সমুদ্রে মাছ শিকার করতে যাননি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, অবরোধের এই ৬৫ দিনে জেলেরা কেউ পুরানো জাল বুনছেন, কেউবা নতুন জাল প্রস্তুত করছেন আবার কেউবা পুরানো নৌকা, ট্রলার মেরামত করছেন, কেউবা তৈরি করছেন নতুন ট্রলার। উপকূলীয় অঞ্চলের জেলেপল্লী এবং মৎস্য বন্দরগুলোতে আসন্ন ইলিশ মৌসুমকে ঘিরে চলছে ট্রলার মালিক, জেলে এবং অড়ৎদারদের মহাব্যস্ততা। ট্রলার মালিক, আড়ৎদার, জেলে সমিতি সূত্রে জানা গেছে, চলতি বছর ভোলা জেলা মৎস্য বন্দরগুলোতে একশত ট্রলার নির্মিত হয়েছে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, গত বছর সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়ায় মৎস্য ব্যবসায় সংশ্লিষ্টরা লাভবান হয়েছে। তাই এ বছর অনেক ব্যবসায়ী তার ব্যবসা বাড়িয়েছে আবার অনেকেই নতুন ব্যবসা শুরু করেছে। ইতোমধ্যে বেশ কিছু নতুন ট্রলার ঘাটে নোঙ্গর করা শুরু হয়েছে। চলতি ইলিশ মৌসুমে এসব ট্রলার মাছ শিকারের জন্য পুরোপুরি প্রস্তুত।
দৌলতখান উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হামিদুর রহমান টিপু বলেন
ইলিশ মৌসুমে গভীর সাগরে জেলেদের উপরে জলদস্যুদের হামলার কথা উল্লেখ করে বলেন
মাছের আড়ৎগুলো এতদিন নিস্প্রাণ ছিল। বেকার, অলস, মানবেতর সময় পার করেছে মৎস্য শ্রমিকরা। এখন আবার কর্মচঞ্চল হয়ে উঠবে মৎস্য বন্দর। আশা করা যায়
এবছর সাগরে প্রচুর মাছ ধরা পড়বে। তাই জেলেদের নিরাপদ মৎস্য শিকার নিশ্চিত করতে র্যাবের সমন্বয়ে যৌথবাহিনী জলদস্যু দমনে কাজ করছে তা অব্যাহত রাখার দাবী জানান।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুল হাসনাইন বলেন, সরকারের নির্দেশক্রমে ৬৫ দিনের অবরোধ শেষ হবে ২৩ জুলাই। আশা করা যায় এবার জেলেদের জালে প্রচুর বড় বড় ইলিশ ধরা পড়বে।
স্টাফ রিপোর্টার : চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবের ভাতিজা পরিচয়ে সাংবাদিকে হত্যার হুমকি থানায় অভিযোগ চাটখ...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : সড়ক দূর্ঘটনায় নিহত জাহাঙ্গীরের পরিবারের প্রতি মানবিক সাহায্যের আকুল আবেদন। সড়ক দূর্ঘটনায় অক...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আজ চার ডিসেম্বর লক্ষ্মীপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর জেলা-প্রশাসকের স্ব পরিবার করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সন্ত্রাস দুর্নীতি দর্শন মাদককে না বলার শপথ ধর্ষণ, দু...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : রায়পুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরের ১নং ওয়ার্ড (নতুন বাজার) খাজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited