শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ০৬:১৭ পিএম, ২০২০-০৭-২৪
অনলাইন ডেস্কঃছাতকে বন্যা পরিস্থিতিতে স্থানীয় মানিকগঞ্জ বাজার মায়েরকোল,মানুষের ভীড়। নৌকা যোগে অত্রএলাকার সাধারণ মানুষ সদায় করতে এসেছে বাজারে। বাজারে মাছ হাঁটা, পান হাঁটা,মুরুগ হাঁটা, কলা হাঁটা সহ চতুর্থ দিকে বন্যার পানি থাকায় বিক্রেতার সড়কে ও ব্রিজে সদায় নিয়ে বসেছে বাজারের মসজিদে ও পানি ডুকেছে,ফার্মেসী,রেস্টুরেন্ট,মুদির দোকান সহ প্রায় ৩'শ টি দোকানের মধ্যে ৩০ থেকে ৪০ টি দোকান খোলা দেখা যায়। বাকি দোকান গুলোতে বন্যার পানি ডুকে পরেছে, বাজারের চতুর্থ দিকে নৌকা জিঞ্জির দিয়ে বেদে রেখে সদায় করতে ব্যাস্ত রয়েছে ক্রেতারা।বড় মায়েরকোল,সৈদেরগাঁও,মহদি,গহরপুর,সিংচাপইড়,মর্যাদ,খুরমা,মাধবপুর,ছোট মায়েরকোল,নোয়া গাঁও,মুনির গাঁতি, শেনপুর,মনিপুর,দড়ারপাড়,ঘোড়া দেও সহ আশপাশ এলাকার জনসাধারণ জানায় এলাকায় একটি রাস্তা ও শুকনো অবস্থায় নেই সব কয়টি রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে এমন কি বাড়ি ঘরেও পানি বন্ধি রয়েছি।
বাজারের ব্যাবসায়ীরা জানায় বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে এবং যাদের দোকান খোলা রয়েছে সিলেট থেকে হাঁট করে সদায় আনতে নেই কোনো গাড়ী যোগাযোগ বড় বিপাকে পরেছি বর্তমানে নৌকা যোগে সদায় করতে হয়। একজন ক্রেতা মানিক মিয়া জানায় হাওরের পাড়ে বাড়ী নিজের নৌকা নেই অন্য জনের নৌকা যোগে সদায় করতে এসেছি এখন বাড়ী ফিরবো কার নৌকায় চিন্তায় পরেছি। মানিকগঞ্জ বাজারের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির বলেন জননেতা মুহিবুর রহমান মানিক এমপি'র নামে বাজার টি সরকারী ভাবে বুকার বাঙ্গা থেকে রাস্তাটি গাইড ওয়াল সহ উচু করে পাকা করনের কাজের শুভ-উদ্বোধন করা হয়েছিলো একদিকে মহামারী করোনা অপরদিকে তিন বারের বন্যার কারনে অসমাপ্ত কাজ স্থগিত রয়েছে অচিরেই কাজের সমাপ্তি করা হবে। বাজার কমিটির সাধারন সম্পাদক মাষ্টার আব্দুল মমিন বলেন বন্যা পরিস্থিতিতে চুরির আশংকা থাকায় ব্যাবসায়ীরা চিন্তায় রয়েছে সকলের পক্ষ থেকে পাহারা দার রাখা হয়েছে। অচিরেই কাজ টি করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মুহিবুর রহমানের সু- দৃষ্টি কামনা করছি।
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে হবে। যারা ভোটারদের মিথ্যা কথা বলে লোভ-...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : মোঃ নুর হোসেন,কমলনগর,(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর কমলনগরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী জ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবের ভাতিজা পরিচয়ে সাংবাদিকে হত্যার হুমকি থানায় অভিযোগ চাটখ...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : সড়ক দূর্ঘটনায় নিহত জাহাঙ্গীরের পরিবারের প্রতি মানবিক সাহায্যের আকুল আবেদন। সড়ক দূর্ঘটনায় অক...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আজ চার ডিসেম্বর লক্ষ্মীপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর জেলা-প্রশাসকের স্ব পরিবার করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited