শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ১২:৫৪ এএম, ২০২০-০৭-২৮
অনলাইন ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপায় সংস্কারের নামে খালের পাকা রাস্তা কেটে দেওয়ায় ৪০ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। সেই সাথে শত শত একর জমির রোপা আমন ধান চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠিকাদার ও জিকে প্রজেক্টের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলে ফুঁসে উঠেছে গ্রামবাসি। সরেজমিন দেখা গেছে, শৈলকুপার উত্তর মির্জাপুরের এস-৮.একে সাইফন সংস্কারের নামে কেটে দেওয়ায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।
এই গর্ত দিয়ে খালের হাজার হাজার গ্যালন পানি বাইরে বের হয়ে খাল শুকিয়ে গেছে। আবার এই রাস্তা দিয়ে ৪০ গ্রামের মানুষ চলাচল করে থাকেন। এদিকে খালের পানি বের হয়ে যাওয়ায় শত শত একর জমিতে থাকা আমন ধান ক্ষেত শুকিয়ে যেতে পারে।
গ্রামবাসিরা জানায়, এই রাস্তা দিয়ে ঝিনাইদহ জেলার বৃত্তিপাড়া, বৃত্তিদেবী রাজনগর, ধর্মপাড়া, মির্জাপুর, রাজাপুর, মধুদহ, কচুয়া, কাচেরকোল, বাখরবা ,খন্দকবাড়িয়া, বেনীপুর, আগুনিয়াপাড়া, সিদ্দি, আমতলা, তমালতলা, হড়রা, দিগনগর, কুস্টিয়া জেলার সান্দিয়ারা, রাজাপুর, খাগরবাড়ীয়া, মূলগ্রাম, বশিগ্রাম, ডাসাসহ ৪০ গ্রামের মানুষ চলাচল করেন।
রাস্তা ভেঙ্গে যাওয়ায় এ সব গ্রামের মানুষ ২০/৩০ কিলোটিার পখ ঘুরে যাতায়াত করছেন। এলাকাবাসী অভিযোগ করেছে শৈলকুপার ঠিকাদার নাসির উদ্দীন ও মতিয়ার রহমান খাল সংস্কারের নামে রাস্তা কেটে দিয়েছেন। খালের পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আঃ সাত্তার জানান, ঠিকাদার ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্যে ভাল রাস্তা কেটে এই অবস্থার সৃষ্টি করেছেন।
এখন শুধু জনদূর্ভোগই না, শত শত একর জমির রোপা আমন ধান চাষ ক্ষতিগ্রস্থ হবে। বিত্তিদেবী রাজনগর গ্রামের বাসিন্দা মীর নওশের আলী বলেন, অধিক সরকারী বরাদ্দ পাওয়ার আশায় এখানে সে এখানে কোন কাজ না করেই রাস্তা কেটে বিশাল গর্ত সৃষ্টি করে সংকট তৈরী করেছেন। আর এ ঘটনার সাথে শুধু ঠিকাদারী প্রতিষ্ঠানই নয় জি, কে সেচ প্রকল্পের দূর্নীতিবাজ কর্মকর্তারাও জড়িত।
ঠিকাদার নাসির উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। বিষয়টি নিয়ে কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন জানান, খালের পূর্ব পাশে ছোট একটা সংস্কারের কাজ ছিল। এর জন্য তো খালের পশ্চিম পাশের রাস্তা কাটার কথা নয়। তারপরও বিষয়টি আমরা দেখছি।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর কথিত যুবলীগ নেতা মামুন মিয়া কর্তৃক পরিত্যাক্তা স্ত্রী রোজিনা বেগম ও শ্বাশুড়ী মনি বেগম...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : ঢাকা রোববার ২১ ফেব্রুয়ারি ২০২১: নোয়াখালীর কোম্পানিগঞ্জে গুলিবিদ্ধ তরুন সাংবাদিক বুরহান উদ্দ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় নৌকায় ভোট দেওয়া বাধ্যতামূলক, এজেন্টদের মারধর ও কেন্দ্রে ঢুকতে না দেয়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : এক সময়ের নোয়াখালীর বনদস্যু দলের সহযোগী বর্তমানে অবৈধ ইটভাটা ও ভূমি দালাল সুবর্ণচরের নুর মাওল...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : ...বিস্তারিত
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার ও মাক্স বিতরণ মোঃ মাসুদুর রহমান শেখ: বেনাপোলে কর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited