শিরোনাম
ঢাকা ব্যুরো | ০৫:২৪ পিএম, ২০২০-০৭-২৯
অমিত সূএধর,সাভারঃ
আজ বুধবার দুপুর ১.৩০মিনিটে সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা থিম গান এর শুভ ঊদ্ভোধন করা হলো।এসময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন ডাঃমোঃসায়েমূল হুদা-ঊপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সুজন-চেয়ারম্যান, বিরুলিয়া ইঊনিয়ন পরিষদ, এএফএম সায়েদ-অফিসার ইনচার্জ, সাভার মডেল থানা,সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার ও নাস,সেচ্ছাসেবক,সাংবাদিক সহ সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।এসময় সভাপতিত্ব করেন অমিত সূএধর, চেয়ারম্যান --স্বপ্ন ভিশন মিডিয়া হাঊজ।তার স্বাগত বক্তব্যে বলেন--পুরো পৃথিবী আজ অচেনা শক্তির কাছে হার মানছে।পুরো পৃথিবীতে অলরেডি সাড়ে পাঁচ লক্ষের ঊপড় লোক মারা গিয়েছে।আজকের এই গানটা পুরো পৃথিবীর লোকের সচেতনার জন্য করা।
আমরা সকলেই সচেতন ও নিয়ম মেনে চলব।আর যেন কোন মার বুক খালি না এসময় তিনি,সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার,নাস,সেচ্ছাসেবী সংগঠনের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।। এভাবেই সাধারণ জনগণের পাশে সম্মুখপানে থেকে সেবা দিয়ে যাবেন এই কামনা করেন।। এসময় তিনি সাভার মডেল থানার ওসি ও সকল কমকর্তাদের করোনা মোকাবেলা কাজের সকল পদখেপগুলো ধরেন।।সাধারণ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রশংসা করেন।এসময় তিনি অনুরোধ করেন,বিরুলিয়া ইঊনিয়ন পরিষদের চেয়ারম্যানকে,সন্মুখপানে থেকে ইঊনিয়ন বাসীর যেভাবে সেবা করেছেন,ভবিষ্যতেও এ সেবা অব্যাহত রাখার অনুরোধ করেন।।
তিনি সাধারন জনগনের প্রতি অনুরোধ করেন মাক্স ব্যবহার ও সরকারি বিধি মেনে চলার জন্য।নিজে সুরক্ষা থাকুন ও পরিবারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন।এসময় বিরুলিয়া ইঊনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন,আমার ও ইঊনিয়ন বাসীর পক্ষ থেকে স্বপ্ন ভিশন মিডিয়া হাঊজকে ধন্যবাদ।।গানে গানে জনগনকে সচেতন করার জন্য।এটাও একরকম যুদ্ধের মতো।।সকলকে যুদ্ধে জয় হতে হবে।।এসময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন,আমি খুবই খুশি যে,জনসচেতনায় এই গানটি করার জন্য।গানটির মাঝে সকল নিয়মকানুন দেয়া আছে।আমরা সকলেই সরকারী বিধি মেনে চলব।।এসময় প্রধান অতিথি ঃডাঃমোঃ সায়েমুল হুদা বলেন,করোনা সচেতনা নিয়ে গানটা অনেক কাজে লাগবে আমাদের সকলের জন্য।যাদের করোনা পজেটিভ হয়েছে তাদের আতংকের কিছু নেই।চিকিৎসা নিন।জরুরী সেবা পেতে ৯৯৯ফোন দিন।।আমার ও সকল স্টাফদের পক্ষ থেকে স্বপ্নভিশন মিডিয়া হাঊজকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।আগামীদিনেও এরকম জনসচেতনতা মূলক গান ঊপহার দিবে এটা আশা ব্যক্ত করি।।এসময় কেক কেটে শুভ উদ্বোধন করা হয়। সকল অতিথিদের স্বপ্ন ভিশন মিডিয়া হাঊজের পক্ষ থেকে সম্মাননা কেষ্ট প্রদান করা হয়।।
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনাইমুড়ী প্রেসক্লাবের সা...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালী চাটখিল ফ্রী ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। চাটখিল ফেমাস ডায়াগনষ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে মাদ্রাসা ছাত্রীকে একাধিক বার গণধর্ষণ, ভিডিও ধারণ ও ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : চাটখিলে এনএটিপি-২ প্রকল্প মৎস্য চাষে উদ্বুদ্ধ করার জন্য ইসলামপুর সিআইজি মৎস্য সমবায় সমিতি ও মেঘা ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : চাটখিলের স্বনামধন্য স্বেচ্চাসেবী সংগঠন অল অফ ওয়ান বিডির ১ম বর্ষপূর্তীতে জাঁজমকভাবে পালন করেছে স...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নির্বাচনে পৌর ৩নং ওয়ার্ডে ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে থে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited