শিরোনাম
সুবীর সিকদার (পিরোজপুর) | ১১:০৬ পিএম, ২০২০-০৬-০৯
মাদক ব্যবসার স্বার্থে দলীয় পদ-পদবী ব্যবহারকারী সেই আশরাফুল ইসলামকে জাতীয় শ্রমিকলীগ সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন শাখার সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গতকাল ৮ জুন সোমবার জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জুয়েল স্বাক্ষরিত এক বহিস্কার আদেশপত্র সুত্রে এই তথ্য জানা যায়।
সুত্রটি আরো জানায়, জাতীয় শ্রমিকলীগের বনগ্রাম ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ঠান্ডা। তারপরও আশরাফুল ইসলাম নিজেকে বনগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ব্যানার ও ফেস্টুন টাঙ্গিয়ে প্রচারনা চালায়। এছাড়া আশরাফুল কখনও সংগঠনের কোন গুরুত্বপূর্ণ পদে ছিলেন না। শুধুমাত্র একজন সাধারণ সদস্য ছিলেন। একারণে দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসামাজিক কার্যকলাপ ও সংগঠনের ভাবমুর্তি নষ্ট করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জুয়েল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কোন ব্যক্তি দলে থাকতে পারবে না।
প্রসঙ্গত. কথিত আশরাফুল ইসলাম উপজেলার জয়েনপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। সে জাতীয় শ্রমিকলীগের পদ-পদবী ব্যবহার করে অবৈধভাবে জয়েনপুর গুচ্ছগ্রামের দু’টি বাড়ী দখল করে সেখানে একটি বাড়ী নির্মাণ করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের একাধিক অভিযোগ ও মামলা। তারপরেও একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে এসে আশরাফুল আবারও মাদক ব্যবসা এবং ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ অব্যাহত রেখেছে।
সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আশরাফুলকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
(লক্ষ্মীপুর৭১ডটকম/ আল কাদরি কিবরিয়া সবুজ)
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : তাহিরপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে বিদেশি মাদক আটক এক সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে পৃথক ...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলার একমাত্র তেলের পাম্প ব্রাদার্স ফিলিং স্টেশনে তেলের সাথে পানির মিশ্রণের তথ্য পাও...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : লক্ষ্মীপুরে জেলা সম্মিলিত সেচ্ছাসেবী সমিতির উদ্যোগে গত ১৩/৮/২০খ্রীঃ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিক...বিস্তারিত
লোকমান হোসাইন( রামগঞ্জ উপজেলা) : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় চলতি সপ্তাহে ধর্ষণ সহ দুইটি হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে প্রাথম...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : রেড ড্রপস বাংলাদেশ' সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরে পানি বন্দী শত...বিস্তারিত
শাহাদাত হোসেন(কমলনগর উপজেলা) : মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি নদী তীরের অধিকাংশ এলাকা প্লাব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited