শিরোনাম
নাহিদুল ইসলাম(রামগতি উপজেলা) | ১০:৫০ পিএম, ২০২০-০৮-০৫
লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ৪ নং চর আলেকজান্ডার ইউনিয়ন। রামগতি উপজেলার ভিতরে সবচেয়ে আলোচিত ইউনিয়ন, কিন্তু বর্তমানে আলেকজান্ডার ইউনিয়নই বন্যার পানিতে ভাসছে ও নদীতে বিলীন হচ্ছে।
আজকে ৫ ই আগষ্ট (বুধবার) আলেকজান্ডার ইউনিয়ন এর প্রায় তিনভাগের দুই ভাগ নদীর বন্যার পানিতে প্লাবিত হচ্ছে,,
আজকে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে বালুর চর সিনিয়র মাদ্রাসা, উত্তর পূর্ব বালুর চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বালুর চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর ডাক্তার সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৪ নং চর আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর বাসীর সবার প্রানের প্রতিষ্টান বালুর চর উচ্চ বিদ্যালয়, ও আলেজান্ডারের ইউনিয়ন পরিষদ কার্যালয় সহ কয়েকটি কেজি স্কুল ও বালুর চর এলাকার অতিপরিচিত কয়েকটি বাড়ি। যেমন,
আওরাজা হাওলাদার বাড়ি, কমরুদ্দিন বাড়ি শহরআলী মাঝী বাড়ি ও চৌকিদার বাড়ি, বালুর চরের প্রাচীন তম বাজার গুলো ও আজকে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। যেমন জনতা বাজার, মুনসির হাট সহ অনেক বাজার,এবং জনতা বাজারের মসজিদ টিও, ৪নং চর আলেকজান্ডার ইউনিয়নের প্রত্যেক টি ওয়ার্ড। আজকে ৫ই আগষ্ট (বুধবার) সরেজমিনে গিয়ে দেখা যায় যে, মেঘনা নদীর বন্যার পানি অত্যাধিক বৃদ্বি পাওয়াতে মেঘনার ভাঙ্গন টা তীব্র হারে বৃদ্বি পেয়েছে,,
কারন জোয়ারের পানি যখন বেড়ে যায় তখন মাটি সাধারনত ফুরফুরে হয়ে যায়, এবং যে সময় ভাটা পড়ে সেময় একত্রে পানি নামার কারনে ভাঙ্গনটা বেশি হয়।
আজকে স্থানীয় সুত্রে জানাগেছে যে, একটা নৌকার মানুষ সহ নদীতে ছিলো, তারা নদীর এ অবস্থা দেখে তারা কূলে চলে আসতে চেয়েছিল কিন্তু তারা আসতে পারেনি, পথেও তাদের নৌকা ডুবে গেলো
আজকে প্রচন্ড ঝড়ো হাওয়া আর ভারত থেকে আসা উজানের পানিতে ভেসে গেছে সমস্ত মাছের প্রজেক্ট, আজকের এই বন্যার পানিতে শত শত মাছ ব্যাবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে । আবার আজকে নদীর পাড়ে অনেক ঘরে রান্নাঘরে হাটু পরিমান পানি ঢুকে যাওয়ায় দুপুর থেকে বন্ধ খাওয়া দাওয়া।সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির।মানবেতর জীবনযাপন করছে হাজারো মানুষ।
নদীরকূলের মানুষের জন্য দ্রুত শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ না করলে দেখা দিবে মানবিক বির্পযয়। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে হঠাৎ ব্যাপক বন্যায় কয়েক লক্ষ মানুষ পানিবন্ধি , গত ৩৫ বছরে এরকম ভয়ংকর বন্যা পরিস্থিতিতে পড়েনি এ অঞ্চলের মানুষ। হাজার হাজার পুকুর ও ঘর ভেসে গিয়ে কোটি কোটি টাকার মাছ চলেগেছে, ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে নি:স্ব হতে চলেছে লাখ লাখ মানুষ। এদিকে বানের পানিতে ৩১ কি:মি: এলাকা জুড়ে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। রাতে পানি আরো বাড়লে দুই উপজেলার অরক্ষিত নদী তীর সংলগ্ন হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হতে পারে। দ্রুত উদ্ধার কার্যক্রম ও জরুরী ত্রাণ সহায়তা দেবার জন্য জেলা প্রশাসন ও সরকারের উর্ধতন কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ করছি।
রাতের জোয়ারে আরো বেশি পানি উঠার অজানা আতংকে হাজার হাজার মানুষ।
জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা এই মূহুর্তে এই অসহায় মানুষগুলোর খুবই প্রয়োজন।
লক্ষ্মীপুর৭১অনলাইন : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নির্বাচনে পৌর ৩নং ওয়ার্ডে ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে থে...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : লক্ষ্মীপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় লক্ষ্...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : রায়পুর পৌরসভার আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে (উটপাখি) প্রতীক নিয়ে তরুণ সমাজ সেবক মোঃ ইক...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : মোঃ নুর হোসেন,কমলনগর, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর কমলনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন(জিসাস) র্যালীও পুষ্...বিস্তারিত
শাহাদাত হোসেন(কমলনগর উপজেলা) : লক্ষ্মীপুরের কমলনগরে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নজয় ফাউন্ডেশনের ২০২১ইং সেশনের নতুন কমিটি গঠন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited