শিরোনাম
শাহাদাত হোসেন(কমলনগর উপজেলা) | ০১:৩৭ এএম, ২০২০-০৮-০৬
মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি নদী তীরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন রামগতি-কমলনগরের প্রায় লক্ষাধিক মানুষ। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘর-বাড়ি, দোকানপাট ও বসতবাড়ি। ভেঁসে গেছে অংখ্য মৎস খামার ও পোল্টি খামারসহ অসংখ্য বীজতলা।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার (৫ আগষ্ট) বিকালে পুর্নিমার প্রভাবে মেঘনা নদীর জোয়ারের প্রবল স্রোতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৪/৫ ফুট বেড়ে বেড়িবাঁধ না থাকায় মেঘনার তীরবর্তী কমলনগর উপজেলার মতিরহাট, কাদির পন্ডিতের হাট, নাছিরগন্জ, চর জগবন্ধু, মাতাব্বর হাট, লুধুয়া, ফলকন ও পাটোয়ারীর হাট প্লাবিত হয়।
এবং রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী বালুর চর, সুজন গ্রাম, জনতা বাজার, মুন্সিরহাট, সেবাগ্রাম, চর আলগী, বড়খেরী, চরগাজী, চর গজারিয়া, চর মোজাম্মেল ও তেলিরচর প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যায়। জানা যায়, বেড়িবাঁধ না থাকায় খুব সহজেই জোয়ারের পানি ডুকে এলাকাগুলো প্লাবিত হয়।
মেঘনার নদীর জোয়ারের পানিতে এইসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীসহহ প্রয়োজনীয় আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে উক্ত জোয়ারের পানিতে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাঘরসহ উঠতি আমন ধানের ক্ষেত। জোয়ারের পানিতে ভেঁসে গেছে অসংখ্য গবাধি পশু। এমতাবস্থায় মেঘনা পাড়ের এ মানুষগুলো খুবই মানবেতর জীবন-যাপন করছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবারক হোসেন জানান, জোয়ারে প্লাবিত এলাকা তিনি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। বরাদ্দ পেলে শীগ্রই ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : আগামী ০৪ অক্টোবর " নিউ মনে রেখ শপিং মল উদ্বোদন করা হবে। এখানে রয়েছে মহিলাদের আকর্ষণীয় ড্রেস, থ্রি...বিস্তারিত
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) : চরফ্যাশন উপজেলার একমাত্র তেলের পাম্প ব্রাদার্স ফিলিং স্টেশনে তেলের সাথে পানির মিশ্রণের তথ্য পাও...বিস্তারিত
লোকমান হোসাইন( রামগঞ্জ উপজেলা) : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় চলতি সপ্তাহে ধর্ষণ সহ দুইটি হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে প্রাথম...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : লক্ষ্মীপুরে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন টিমকে সামগ্রী দিয়ে এগিয়ে এসেছে বি.কে.বি ক্লাব নামক এ...বিস্তারিত
আরিফুল ইসলাম টিপু(কক্সবাজার) : বঙ্গবন্ধু সাইবার ফোর্স কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলা শাখা আয়োজিত করোনা 19,রোধে, জনগনের ...বিস্তারিত
ঢাকা ব্যুরো : হারানো বিজ্ঞপ্তি গাজীপুর সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের দক্ষিণবাউপাড়া পাকারমাথা এলাকা হই...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited