শিরোনাম
আলী আজগর রবিন(রায়পুর) | ০৩:৫২ পিএম, ২০২০-০৮-০৯
ভোলা চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের পূর্বমাদ্রাজ গ্রামে প্রতিবেশী শাহাবুদ্দিন ও তার ছেলে জয়নালের হামলায় এক গৃহবধুর গর্ভের ভ্রন নষ্টের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বজনরা চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার বিকেলে পূর্বমাদ্রাজ ৭নং ওয়ার্ডস্থ জামাল মাঝির বাড়ির সামনের রাস্তায় এঘটনা ঘটে। এ বিষয়ে আইনী আশ্রয় নিবেন বলে জানান গৃহবধুর পিতা আক্তার হোসেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধু আছমা জানান, অপ্রাপ্ত বয়স্ক থাকাকালীন সময় থেকেই শাহাবুদ্দিনের পুত্র জয় আছমাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। আছমার স্বজনরা বিষয়টি জয়ের স্বজনদের জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
৪মাস পূর্বে আছমার স্বজনরা তাকে অন্যত্রে বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হন জয় এবং তার স্বজনরা।
শুক্রবার বিকেলে আছমা তার মাকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে রওয়ানা হয়ে ঘটনাস্থলে পৌছলে প্রথমে জয় আছমার সামনে দাড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলা শুরু করে হঠাৎ তার স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। এসময় আছমা ইজ্জত রক্ষার্থে চিৎকার দিলে জয় তাকে রাস্তার পাশে থাকা কাঠের বাগা দিয়ে পিটিয়ে আহত করে, এসময় জয়ের বাবা শাহাবুদ্দিন এসে আছমার পেটে লাথি দেয়। আছমাকে রক্ষায় তার মা মাইনুর বেগম এগিয়ে এলে তারা তাকেও পিটিয়ে আহত করে এবং তাদের মা ও মেয়ের সঙ্গে থাকা স্বর্নের জিনিস হাতিয়ে নেয়।
স্বজনরা ঘটনাস্থল থেকে মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক লোক জানান, শাহাবুদ্দিন এবং তার ছেলে জয় যে ঘটনা ঘটিয়েছে তা দুঃখ জনক। এ অপরাধের জন্য তাদের কঠিন বিচার না হলে সমাজে অপরাধের মাত্রা বেড়ে যাবে।
অভিযুক্তদের না পাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি। এলাকাসুত্রে জানাগেছে, গৃহবধুর গর্ভের সন্তান নষ্টের খবর শুনে পুলিশের ভয়ে তারা বাড়ি ছেড়ে পালিয়েছে।
লক্ষ্মীপুর৭১অনলাইন : রামগঞ্জ ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি মোঃ আরিফ হোসেন লক্ষ্মীপুরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে ১০ বছরে...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স...বিস্তারিত
লোকমান হোসাইন( রামগঞ্জ উপজেলা) : নোয়াখালী কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে পেশাগত দায়িত্ব পালন কালে আওয়ামীলীগের দু’পক্ষের সং...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : রেখা মনি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার’ এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : ঝিনাইদহ প্রতিনিধি- বার্তাবাজার এর নোয়াখালী জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জে আ,লীগের দু'গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited