শিরোনাম
সুবীর সিকদার (পিরোজপুর) | ১১:৩৩ এএম, ২০২০-০৮-১৩
লিখেছেন সুবির সিকদার।
ওসি প্রদীপ- সারাজীবন ভাবছো তুমি
করবা বাহাদুরী,
আইনের রক্ষক হয়ে দিনের-পর-দিন
করে যাবা চুরি।
নিরপরাধ মানুষকে তুমি অপরাধী বানিয়ে
দিয়ে যাবা সাজা,
আবার তাদের টাকায় রাতারাতি
হয়ে যাবে রাজা।
দেনদরবারের না মিললে বলবা- সে মাদকের চোরা কারবারি,
ক্ষমতার ভয় দেখিয়ে তুমি, কেরে নিবা
গরিবের ঘর বাড়ি।
তোমার কথায় রাজি না হলে হয়ে যায়
তোমার শিকার,
আইনের ফাকে ফেলে দিয়ে দাও
তাকে ক্রস ফায়ার।
নিরীহ মানুষের ঘরে ঢুকে, সন্ত্রাসীর নয়
করেছে লুটপাট,
ভেবেছ তুমি হয়ে গেছো কোন-
খান বাহাদুর লাট!
হয়তো তুমি ভুলেই গেছিলে
সৃষ্টিকর্তার কথা,
কারো হৃদয় ফাটা আর্তনাদে মনে-
পেতেনা তুমি ব্যথা।
কারো চোখের জলে গলত না তোর
পাষাণ সম মন,
কত গরিবের লুট করেছিস
অর্থ করী ও ধন।
ভেবেছ তুই দুনিয়াটা হল
রং তামাশার জায়গা,
তোর মত ঈবলিশ কিছু কিছু
লুটে নিয়েছে ফায়দা।
অপরাধী যেই হোক তার যোগ্য
বিচার হওয়া দরকার,
এটা যেন করে দেখায় আওয়ামী লীগ
বাংলাদেশ সরকার।
সবার উপরে একজন আছে
যে সব কিছুই দেখতে পায়,
এবার তাহার ইশারায় পড়ছ ধরা
কে আর তোকে বাঁচায়।
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি । লক্ষ্মীপুর রামগতি উপজেলার আলেকজান্ডার এর কোল ঘেঁষে বহমা...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত-পহেলা ফাল্গুন।ঋতুরাজ বসন্তের প্রথম দিন।বসন্ত মানে পূর্ণতা।বসন্ত ম...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমরা সকলে এই পৃথিবীতে দৌড়াচ্ছি, সেটা দ্বীনের জন্য হোক অথবা শুধু দুনিয়ার জন্য। আপনি যে পথেই দৌঁড়ান ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : আমি তাকেই চেয়েছিলাম, যার হৃদয়ের স্পন্দনে, প্রতিটি ধ্বনিতে শুধু আমি থাকবো। আমি তাকেই চে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব মানে বাংলা রবিন হোসেন তাসকিন চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম, জাতির পি...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : সেই তুমিঃ কলমে ✑ মমো হে প্রিয়..... বুঝনি তুমি আমারি মন। তা সবে, অবোধ তুমি অবহেলা করিলা। অ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited