শিরোনাম
সুবীর সিকদার (পিরোজপুর) | ০৬:৪৯ পিএম, ২০২০-০৮-১৪
তুমি বাঙ্গালী জাতির পিতা
তুমি বঙ্গবন্ধু, বাংলার স্থপতি,
সমগ্র জীবন তুমি বাংলার জন্য
নিজের করেছ ক্ষতি।
আজি শ্রদ্ধা ভরে তোমাকে জানাই
গভীর ভালোবাসা,
পরাধীন বাংলার মানুষের জীবনে
তুমি ছিলে আশা।
তোমার জন্ম ব্যতীত এই বাংলা
হইত না কভু স্বাধীন,
চিরদিন আমরা হয়ত থাকতাম
নিপীড়িত ও পরাধীন।
তুমি বাঙ্গালী জাতির পিতা
তুমি বঙ্গবন্ধু, বাংলার স্থপতি,
সমগ্র জীবন তুমি বাংলার জন্য
নিজের করেছ ক্ষতি।
তুমি সুমহান মানুষের তরে তব
ছিল নিবেদিত প্রাণ,
তোমাকে শরিয়া শ্রদ্ধা ভরিয়া
করি তব জয় গান।
তুমি বঙ্গবন্ধু জাতির পিতা
তুমি ছিনিয়ে এনেছে এই দেশ,
তোমাকে শরিয়া পাখি গান গায়
বিমুগ্ধ হয় পরিবেশ।
তুমি বাঙ্গালী জাতির পিতা
তুমি বঙ্গবন্ধু, বাংলার স্থপতি,
সমগ্র জীবন তুমি বাংলার জন্য
নিজের করেছ ক্ষতি।
মুক্ত আকাশে মুক্ত পতাকা
যখন তরতর করে ওঠে,
তোমার স্মৃতি বাঙালির চোখে
স্বপ্ন হয়ে ফোটে।
তোমার তরে প্রার্থনা মোদের
তুমি শ্রেষ্ঠ আসন পাও,
বাঙালির জীবনে চির অমর হয়ে
চিরদিন বেঁচে রও।
তুমি বাঙ্গালী জাতির পিতা
তুমি বঙ্গবন্ধু, বাংলার স্থপতি,
সমগ্র জীবন তুমি বাংলার জন্য
নিজের করেছ ক্ষতি।
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি । লক্ষ্মীপুর রামগতি উপজেলার আলেকজান্ডার এর কোল ঘেঁষে বহমা...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত-পহেলা ফাল্গুন।ঋতুরাজ বসন্তের প্রথম দিন।বসন্ত মানে পূর্ণতা।বসন্ত ম...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমরা সকলে এই পৃথিবীতে দৌড়াচ্ছি, সেটা দ্বীনের জন্য হোক অথবা শুধু দুনিয়ার জন্য। আপনি যে পথেই দৌঁড়ান ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : আমি তাকেই চেয়েছিলাম, যার হৃদয়ের স্পন্দনে, প্রতিটি ধ্বনিতে শুধু আমি থাকবো। আমি তাকেই চে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব মানে বাংলা রবিন হোসেন তাসকিন চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম, জাতির পি...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : সেই তুমিঃ কলমে ✑ মমো হে প্রিয়..... বুঝনি তুমি আমারি মন। তা সবে, অবোধ তুমি অবহেলা করিলা। অ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited