শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ০৬:৩৫ পিএম, ২০২০-০৮-১৭
ছোট্ট আমার মা জননী
প্রশ্ন করে এসে
কেন বাবা গরীব দেশে
অশ্রু জলে ভাসে
কেন বাবা সরকারি ত্রাণ
করছে ওঁরা চুরি--?
কত পেলে বল বাবা
ভরবে পাপীর ভূরি----?
মুখোশ পড়া আমলা নেতা
শীতল ঘরে বসে--
লোভে পাপে কেন বাবা
রক্ত দেশের চুষে----?
সত্য কেন পাপীর ভয়ে
করছে মাথা নত------?
সঠিক পথে চলতে গেলে
হচ্ছে দেহে ক্ষত---?
হিংসা ক্রোধে ধ্বংস জাতি
দেখছ বাবা তুমি---
পরের মাথায় মেরে লাথি
নিচ্ছে কেড়ে ভূমি-----!
অর্থবলে জোর ক্ষমতায়
খাচ্ছে স্বদেশ গিলে--
নির্দোষী কে কেন বাবা
ভরছে আবার জেলে--
ধর্ষণের অই চলছে মেলা
সভ্য স্বাধীন দেশে-------!
সাধু পাপী মরছে বাবা
ফরমালিনের বিষে----
স্বার্থে যদি লাগে আঘাত
করছে মানুষ খুন---
লোভ লালসায় জ্বলছে বিবেক
ধরছে শিরে ঘুন--?
সত্য আলেম হয়না পাপী
ভন্ড সাজে আলেম---
কুলুপ এঁটে দেখছে সুশীল
সবাই কি আজ জালেম-?
চায়না কেউ মানুষ হতে
ডিগ্রি অনেক নিয়ে---
সুদে ঘুষে লিপ্ত জাতি
শিক্ষিত আজ হয়ে------?
ধনীর-ই ধন হচ্ছে দ্বিগুণ
স্বপ্ন তবু চোখে----
বলতে গেলে লাগায় তালা
জাতির স্বাধীন মুখে-
চলছে জীবন অসৎ আয়ে
লিপ্ত পাপে সবে----
মিথ্যে ভুলে কবে বাবা
মানুষ ভালো হবে---?
শুনছি কথা অশ্রু ঝরে
বলছি মাগো তবে --
তুমি মাগো বড় হয়ে
মানুষ ভালো হবে--!
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমরা সকলে এই পৃথিবীতে দৌড়াচ্ছি, সেটা দ্বীনের জন্য হোক অথবা শুধু দুনিয়ার জন্য। আপনি যে পথেই দৌঁড়ান ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : আমি তাকেই চেয়েছিলাম, যার হৃদয়ের স্পন্দনে, প্রতিটি ধ্বনিতে শুধু আমি থাকবো। আমি তাকেই চে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব মানে বাংলা রবিন হোসেন তাসকিন চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম, জাতির পি...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : সেই তুমিঃ কলমে ✑ মমো হে প্রিয়..... বুঝনি তুমি আমারি মন। তা সবে, অবোধ তুমি অবহেলা করিলা। অ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : ফরিয়াদ মোঃ আরিফুল ইসলাম ও আমার প্রভু,একটি মাত্র ফরিয়াদ তোমার শাহি দরবারে। আমাদের প্রিয় আলেম সারও...বিস্তারিত
সুবীর সিকদার (পিরোজপুর) : কবি সুবীর সিকদারের দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ "পাখিদের গান"। আজ ১৮-ই নভেম্বর ২০২০ হাতে পেলাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited