শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ০১:৫২ পিএম, ২০২০-০৮-১৮
আমার রাজ কুমার বাবা
আমায় যখন প্রশ্ন করে
লিখেছেন : মোঃ আরিফুল ইসলাম
আমার রাজ কুমার বাবা খানি
প্রশ্ন করে এসে,
কেন বাবা! এই দেশের মানুষগুলো
অশ্রু জলে ভাসে?
কেন বাবা সরকারি চাউল
করছে ওরা চুরি?
আর কত খেলে তাদের
পেঠটা হবে ভারী।
মুখোশ পড়া কালো বাজারী
ভালো মানুষের ঘরে আইসা বসে?
বিতর থেকে ক্ষত করে
মিট মিটায়া হাঁসে!
লোভে পাপ হয় না কেন?
বলবে কি আমারে।
দেশের সম্পদ বিদেশ গেলে
লাভটা কি আর হবে?
রক্ত দেশের চুষে খেয়ে
শান্তি পাই কি তারা?
আমার দেশের কথা কভু
ভাবলো না তো তারা!!
এই দেশেতে মানুষ নামের
কেউ কি তোমরা আছো?
সত্য কেন পাপীর ভয়ে
করছে মাথা নত ?
সঠিক পথে চলতে গেলে
বিপদ তো আসিবে।
তাঁর ভয়েতে চুপ থাকিলে
শান্তি কি আর হবে!
হিংসার ক্রোধে ধ্বংস জাতি
টাকার শোকে আত্ম সাধ,
পরের মাথায় মেরে লাথি
নিচ্ছে কেড়ে পাপের ভাগ।
টাকার বলে জোর ক্ষমতায়
দিচ্ছে স্বদেশ বিক্রি করে,
তার বিরুদ্ধে কথা বললে
দেশ বিরুধী আক্ষা করে!!
নির্দোষী কে দোষী করে
চৌদ্দ শিকে বন্ধি করে।
দোষীকে ছেড়ে দিয়ে
অর্থবলে পকেট ভরে।
ভরে যাচ্ছে পতিতা লয়
ধর্ষণের ঐ চলছে মেলা,
নেশায় ভরা নেতার মুখ
জাতী আজ সর্ব হারা।
সভ্য স্বাধীন এই দেশেতে
মুক্তিযোদ্ধার দাম কই ?
তাদের ছেলে হচ্ছে খুন
বিচার তাদের নিরব কেন?
গনতন্ত্রের কথা বললে
মুখে মারে তালা!!
সেই দেশেতে বিচার শুধু
ভন্ডামি আর খেলা।
সাধু পাপী মরছে তারা
ফরমালিনের ঐ বিষে!
স্বার্থে যদি লাগে আঘাত
মানুষ খাচ্ছে শুষে।
লোভ লালসায় জ্বলছে বিবেক
ধরছে যে আজ করোনা,
সত্য আলেম হয়না পাপী
সুন্নাতের দোষ দিওনা।
কুলুপ এঁটে দেখছে সুশীল
সবাই কি আজ জালেম?
চায়নার মত হচ্ছে বিক্রি
এইদেশের নীতিবান প্রসাশন।
ডিগ্রি নিয়ে চাকরী তোমার
দেশের পোষাক তোমার গায়,
সুদে ঘুষে লিপ্ত তুমি
বাংলা মরে হায় হায়।
শিক্ষিত আজ হয়ে তুমি
এই যদি হয় তোমার ফল!!
তোমার কাছে ভালো কিছু আশা করা
দেশ বিরুধী কথা বলা
তাহার চাইতে ভাল হয়।
ধনীর ধন হচ্ছে দ্বিগুণ
তোমাদের এই কারনে,
গরীব দুঃখী মরছে দেখ
স্বাধীন এই ভুবনে।
৩০ লক্ষ জীবন দিয়ে
পেয়েছি এই সোনার ফল?
জাতী আজ দিক্ষার জানায়
হাইরে পুলিশ মহল।
দেশটা আজ রুল মডেল
স্বপ্ন চোখে চোখে,
বলতে গেলে লাগায় তালা
জাতির স্বাধীন মুখে।
বাংলাদেশের বর্ডার গার্ডে
নিরীহ মানুষ হয় যে খুন,
তাদের বিচার পাইছি কি মোরা?
এখনো কি বাঙ্গেনী ঘুম!
আর কত মানুষ মরলে
তোমাদের ঘুম ভাঙ্গবে?
ভারতের দালালী করলে
তোমার পকেট ভরবে।
আর এক খানা বিচার দিবো
রাষ্ট্রপ্রতির কাছে,
এই দেশেতে বাহিনী মরে
তোমার কি কিছু বলার আছে!!
চলছে জীবন অসৎ আয়ে
লিপ্ত পাপে সব,
কথা বললে করে আঘাত
দেশ শোষন এর বাপ।
মিথ্যা ভুলে কবে বাবা
মানুষ ভালো হবে?
শুনছি কথা অশ্রু ঝরে
বলছি মাগো তবে।
তুমি বাবা বড় হয়ে
মানুষ ভালো হবে!
তোমার কাছে শেষ অনুরোধ
দেশটা ভালো করবে।
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমরা সকলে এই পৃথিবীতে দৌড়াচ্ছি, সেটা দ্বীনের জন্য হোক অথবা শুধু দুনিয়ার জন্য। আপনি যে পথেই দৌঁড়ান ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : আমি তাকেই চেয়েছিলাম, যার হৃদয়ের স্পন্দনে, প্রতিটি ধ্বনিতে শুধু আমি থাকবো। আমি তাকেই চে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব মানে বাংলা রবিন হোসেন তাসকিন চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম, জাতির পি...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : সেই তুমিঃ কলমে ✑ মমো হে প্রিয়..... বুঝনি তুমি আমারি মন। তা সবে, অবোধ তুমি অবহেলা করিলা। অ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : ফরিয়াদ মোঃ আরিফুল ইসলাম ও আমার প্রভু,একটি মাত্র ফরিয়াদ তোমার শাহি দরবারে। আমাদের প্রিয় আলেম সারও...বিস্তারিত
সুবীর সিকদার (পিরোজপুর) : কবি সুবীর সিকদারের দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ "পাখিদের গান"। আজ ১৮-ই নভেম্বর ২০২০ হাতে পেলাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited