শিরোনাম
আলী আজগর রবিন(রায়পুর) | ০৪:৩৫ পিএম, ২০২০-০৮-২০
মৌসুমী বায়ুর প্রভাবে মেঘনা ও তেতুলিয়া নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে চরফ্যাসন খমারিদের অউপজেলার চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা।
বৃহস্পতিবার কুকরি-মুকরি, চর পাতিলা, ঢালচর, জাহানপুর মাওলানা ভাসানী আশ্রয় কেন্দ্র, শিকদারের চরসহ ফরিদাবাদ গ্রাম ও অসংখ্য চর প্লাবিত হয়।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, গত দুই দিনের (বুধবার ও বৃহস্পতিবার ) মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়ায় অস্বাভাবিক জোয়ারের কারনে অধিকাংশ চরাঞ্চল এলাকা ডুবে গেছে।
রাস্তা, বাড়ি, বাড়ীর দরজা পুকুর পানির নিচে রয়েছে। সবজির খামার, মাছের ঘের ও জাহানপুর মাওলানা ভাসানী আশ্রয়ণ কেন্দ্র কোনটাই রক্ষা পায়নি জোয়ারের পানি থেকে।
চর পাতিলার স্থানীয় বাসিন্দা এইচ এম ইউসুফ জানান, বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি উঠে আমাদের বসতভিটাসহ সব ডুবে গেছে। চুলায় রান্না-বান্না করাও সম্ভব হচ্ছে না। খেয়ে না খেয়ে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। প্রতিদিন দুই দফায় জোয়ারের পানি উঠানামায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।
জাহানপুর মাওলানা ভাসানী আশ্রয়ন প্রকল্পের সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী জানান, বেড়িবাঁধের বাহিরে আশ্রয়ণ কেন্দ্রে ৮০টি পরিবারে প্রায় ৫ শত মানুষ জোয়ারের পানিতে বন্দী হয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। প্রকল্পটির চারপাশে উঁচু করে বাদ দেয়ার দাবি জানাচ্ছেন বসবাসকারী বাসিন্দারা।
কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, সিডর, আইলা, নার্গিস, আম্ফানসহ প্রতিটি দুর্যোগে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার জনগণ। বেড়িবাঁধ না থাকায় খুব সহজেই বন্যা বা জোয়ারের পানি ঢুকে পড়ে গ্রামে। নেই প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র।
আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের খোরশেদ মিয়া জানান, আমার ১ লক্ষ টাকার খামার করেছি এখন জোয়ারের পানিতে সব তলিয়ে গেছে আমার এখন মাথায় হাত।
ইউনুছিয়া মাদ্রাসার মাঠ জোয়ারের পানিতে তলিয়ে গেছে এবং মসজিদে যাতায়াতের রাস্তাও পানিতে ডুবে গেছে। মুসল্লিদের মসজিদে আসতে বেগ পোহাতে হচ্ছে।
বর্তমানে অস্বাভাবিক জোয়ারের পানিতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বিভিন্ন প্রকারের খামার, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। অসহায় হয়ে পড়েছে অধিকাংশ মানুষ।
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিজানুর রহমান সোহাগের ২য় মৃত্...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজির হাট বাজারে এইচএসসি পর...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন লক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ স...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলা-৪ চরফ্যাসন-মনপুরা আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নুরাবাদ ইউনিয়নে অবস্থিত নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, স্বাধীন বাংলার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited