শিরোনাম
নাহিদুল ইসলাম(রামগতি উপজেলা) | ০৪:২৯ পিএম, ২০২০-০৮-২১
লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন স্থানে পানি বন্দি অসহায় মানুষের নিকটে শুকনো খাবার পৌছে দিয়েছেন বালুর চরের একটি সংগঠন "বালুর চর স্টুডেন্টসস ওয়েলফার অর্গানাইজেশন"
গতকাল ২০ই আগষ্ট (বৃহস্পতিবার) সন্ধা থেকে খাবার স্যালাইন, চিড়া মুড়ি ও বিস্কুট পেকিং এর মাধ্যমে রাতের আধারে পৌছে দেয় এ সামাজিক সংগঠন টি,
রাত প্রায় ৯ টায় বিতরন কাজ সম্পূর্ন করে।
শুকনা খাবার পৌছে দেবার সময়, দেখা যায় মানুষের আহাজারী আর্তনাদ।
এক ভুক্ত ভোগি পানিবন্দি লোক বলে যে,
সে আজ দুই দিন তার চুলায় কিছু রান্না করতে পারে না,,
ঠিক এভাবেই শত শত মানুষ পানি বন্দি হয়ে আছে,,,
স্থানীয় এক বাসিন্ধা বলে, জোয়ারের সময় আমার ঘরে প্রায় ৩ ফুট পানি,, আমার পরিবারের সন্তান দের কে উচু স্থানে রাখতে হয়,, জানি না এভাবে আর কতো দিন হবে। আমাদের এই বিপদের সময় কোনো মানুষ পাশে নাই, আপনাদের দেখে খুবই খুশি হলাম
BCSWO সভাপতি বলে, এই সংকটকালীন মুহুত্বে আমাদের পক্ষ থেকে আপনাদের প্রচেষ্টায় যতোটুকু সম্ভব চেষ্টা করেছি। আমরা পানি অতিক্রম করে তাদের কাছে পৌছাতে গিয়ে অনুভব করেছে কতটা দুর্বিষহ সময় কাটাচ্ছে তারা।
উল্লেখ্য লক্ষীপুরে অস্বাভাবিক জোয়ারে মেঘনা নদীর তীরবর্তী প্রায় ৫০/৬০ টি গ্রাম প্লাবিত হয়েছে।
গত ১৯ই আগষ্ট বুধবার থেকে ২/৩ ফুট পানি বেশি বৃদ্বি পাচ্ছে,,
এ জোয়ারে লোকালয়ে ডুবে পানি বন্দি হয়েছে লক্ষাধিক মানুষ।
# BCSWO এর কাজ অবধারিত থাকবে
চাইলে আপনি ২০/৩০/৫০/১০০ টাকা দিয়ে শরিক হতে পারেন এই মানবতার সেবায়
বিকাশঃ 01878-834650
স্টাফ রিপোর্টার : এক সময়ের নোয়াখালীর বনদস্যু দলের সহযোগী বর্তমানে অবৈধ ইটভাটা ও ভূমি দালাল সুবর্ণচরের নুর মাওল...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : ...বিস্তারিত
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার ও মাক্স বিতরণ মোঃ মাসুদুর রহমান শেখ: বেনাপোলে কর...বিস্তারিত
মৃণাল কান্তি মজুমদার(নোয়াখালী) : নোয়াখালীর চাটখিল থানা সাপ্তাহিক গ্রাম পুলিশদের প্যারেড অনুষ্ঠিত হয়। (বুধবার ২ ডিসেম্বর) চাটখ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে চালু হলএম্বুলেন্স সার্ভিস। আজ (২,ডিসেম্ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে গ্রেফতারি পরোয়ানার আসামি ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি প্রকাশ্যে ঘুরছেন। রহস্যজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited