শিরোনাম
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) | ০৫:৩৯ পিএম, ২০২০-০৮-২৬
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলন কৃত(মরা)পাথর বোঝাই নৌকাসহ তিনটি পণ্যবাহী ইঞ্জিলচালিত স্টিলবডি নৌকা সহ ৯জন চোরাকারবারীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
মঙ্গলবারভ(২৫ই,আগস্ট)দুপুরে জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,র দিকনির্দেশনায়,তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ মো:আতিকুর রহমানের নির্দেশে, টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইন-চার্জ এএসআই মো: আবু মুসার নেতৃত্বে,সঙ্গীয় ফোর্স নিয়ে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চাঁনপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে,আমতৈল গ্রামের পাশে (মরা)পাথর বোঝাই তিনটি স্টিলবডি ইঞ্জিনচালিত নৌকাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন জেলার তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার হলহলিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মুক্তার মিয়া(৩৪), একই গ্রামের মৃত.আবুল কালামের ছেলে আজগর আলী(৩০), আব্দুস সালামের ছেলে রফিক মিয়া(৩০),নিরুল ইসলামের ছেলে নূর আলী(২৯), লায়েছ মিয়ার ছেলে জহির মিয়া(২৬), আব্দুল ওয়াদুদের ছেলে আশরাফুল মিয়া(১৯), তাহের আলীর ছেলে জিন্নাত আলী(২২), মৃত.আবু তালেব (মুন্সি)র ছেলে শাকির আহমদ(২২), মৃত.রহম আলীর ছেলে শাহ আলম(২৮)।
আটককৃত ওই চোরাচালানকারীদের বিরুদ্ধে ২০১৫ সনের বালু মহল আইনের ৩৭৯, ৪১১ দণ্ডবিধি ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। মামলা নং ১৮, ২৫/০৮/২০ ইং,
উল্লেখ্য যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার নয়াছড়া, বুরুঙ্গাছড়া, বড়ছড়া, লাকমা, চারাগাঁও, কলাগাঁও রন্দুছড়া সহ বিভিন্ন সীমান্তছড়া দিয়ে ভারতের মেঘালয় হতে ভেসে আসা কয়েক কোটি টাকা মূল্যের বালু, মড়া পাথর ও চুনাপাথর। সীমান্ত জনপদের বিভিন্ন ফসলী জমিতে স্তূপীকৃত ভাবে পড়ে থাকায় স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে জনস্বার্থে দ্রুত অপসারণের জন্য -নিলাম বিজ্ঞপ্তি আহবান করেন তাহিরপুর উপজেলা প্রশাসন।
কোটি টাকা মূল্যের এসব খনিজসম্পদ বালু,মড়া পাথর ও চুনাপাথর।উন্মুক্ত নিলামে বিক্রয় করার জন্য উপজেলার টেকেরঘাট নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে গত ২৭,শে জুলাই আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মো. জাফর উল্লাহ গত ২৩ জুলাই স্বাক্ষরিত এক স্বারকে এ উন্মুক্ত নিলামের আহবান করেছিলেন উপজেলা প্রশাসন।
কিন্তু স্থানীয় কিছু স্বার্থান্বেষী প্রভাবশালী কুচক্র মহল এলাকার সরলমনা মানুষদের ভুলবাল বুঝিয়ে কৌশলে উন্মুক্ত নিলাম প্রত্যাখ্যান করে।
পরে প্রশাসনের চোখের আড়ালে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দিনে-দুপুরে স্তূপীকৃত বালু, মরা পাথর ও চুনাপাথর অবাধে পাচার করে আসছে ওই চোরা কারবারিসহ আর কিছু চোরাকারবারির চক্রটি।
তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই ৯ জনের বিরুদ্ধে ২০১৫ সনের বালু মহল আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে নূরআলম(৫৩) নামের এক মাদক ব্যবসায়কে আটক করেছে চাটখিল থানা ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরে ইভটিজিংকে কেন্দ্র করে বখাটেদের দাড়াঁলো অস্ত্রের আঘাতে এক সংখ্যালঘু পরি...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালীর চাটখিলে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : নোয়াখালীর চাটখিলে ফল দোকানে শিশু শ্রমিককে (১৩), বলাৎকারের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জের হোটেল সোনার গাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মামুনুল হক কে নিয়ে সা...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : হেফাজত ইসমের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মামুনুল হককে নিয়ে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক নারীর ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited