শিরোনাম
এম.এ নোমান চৌধুরী(চরফ্যাশন, ভোলা) | ০৬:২৫ পিএম, ২০২০-০৮-২৯
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ৮নং ওয়ার্ডের সোহাগের স্ত্রী মোমেনা বেগমকে তার স্বামীসহ,শশুড়,শাশুড়ি কতৃক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় আসামী মফু (৩২) নামের একজনকে আটক করেছে।
গৃহবধু মোমেনার অভিযোগ সূত্রে জানাযায়, গৃহবধু মোমেনার স্বামী সোহাগ কিছুদিন যাবত ধরে ব্যবসার কথা বলে গৃহবধুর পিতার কাছ থেকে যৌতুকের ১লাখ টাকা দাবী করে আসছিল। পিতার কাছে থেকে যৌতুকের টাকা আনিয়া দিতে ওই গৃহবধু অস্বীকার করায় গত ১৬/০৫/২০২০ইং শশুর আঃ আলী, শাশুড়ী নিরতাজ, মাফু, রেহানার পরামর্শে স্বামী সোহাগ চুলের মুঠি ধরে লাঠি দিয়ে শরিরের বিভিন্ন স্থানে মারধর করে রক্তাক্ত করে। একপর্যায়ে স্বামী সোহাগ গৃহবধুর ডান স্তনে সজোরে ঘুষি মারে, এতে গৃহবধুর ডান স্তনে তীব্র ব্যাথা অনুভূত হয়। এর কিছুদিন পর ওই ওই গৃহবধু মৃত ছেলে বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব হওয়ার পর স্তনের ফুলা ও ব্যাথা বাড়তে থাকে। গৃহবধুর সু-চিকিৎসা না হওয়ার কারনে তার ডান স্তনে রক্ত জমাট বেধে পুঁজ হয়।
এ সময় কোন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক চিকিৎসা না করিয়ে গৃহবধুর অনিচ্ছায় স্বামী সোহাগ গত ১৮/০৮/২০২০ইং তারিখ সন্ধ্যায় উপরোক্ত লোকজনসহ দুলারহাট বাজারে পল্লী চিকিৎসক নিরব ডাক্তারের কাছে অপারেশন করার জন্য নিয়ে যায়।
পল্লী চিকিৎসক নুরুল আমিন ওরফে নিরব ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার না হওয়া সত্তেও তার ফার্মেসীর পিছনের রুমে গৃহবধুকে অপারেশন করার নাম করে ডান স্তনে বেথানাশক ইনজেকশন করে।
এরপর ধারালো ছুরি দিয়ে ডান স্তনে গুরুত্বর জখম করে। বর্তমানে গৃহবধুর স্তনের ক্ষতস্থান ইনফেকশন হয়ে পুঁজ ও রক্ত বাহির হচ্ছে, তিনি চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পল্লী চিকিৎসক নুরুল আমিন ওরফে নিরব ডাক্তার প্রতিবেদককে মুঠোফোনে বলেন, এ ব্যপারে আমি কিছুই জানিনা।
এ ব্যপারে শুক্রবার রাতে গৃহবধু নিজে বাদী হয়ে স্বামী সোহাগ সহ ৬জনের বিরুদ্ধে দুলারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আব্দুর রশিদের ছেলে মফু (৩২) নামের একজন কে আটক করেছে দুলারহাট থানা পুলিশ।
দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং-০৭। মাফু নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেপ্তার করতে জোড় চেষ্টা অব্যহত রয়েছে।
লক্ষ্মীপুর৭১অনলাইন : নাটোরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নাটোরে ধর্ষণ ও যৌন হয়রানি এবং নারী নির...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : মৃতে লাশের সাথে বিকৃত যৌনাচার আদালতে সেই মুন্নার দোষ স্বীকার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপা...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ লক্ষ্মীপুরের রায়পুর পৌরশহরে বাড়িতে একা পেয়ে এক শিশুকে (১০) ধর্ষণের অভি...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : লক্ষ্মীপুরের রায়পুরে ক্লিনিকে নারী রুগীকে ধর্ষণ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া এলাক...বিস্তারিত
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ গ্রেপ্তার ৫ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : গাজীপুরের শ্রীপুরে ২য় শ্রেণিতে পড়া এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান নামে এক কিশোরকে (১...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited