শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৫৬ এএম, ২০২০-০৮-৩০
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের বিখ্যাত ও স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন "ধ্রুপদ সংগীত নিকেতন" আয়োজন করেছে দুই দিন ব্যাপী নজরুল স্মরণোৎসব।
প্রথম দিনের আয়োজন ছিল "কবিকথা" ও দ্বিতীয় দিনের আয়োজন ছিল "আমারে দেবো না ভুলিতে" শীর্ষক নজরুল স্মরণ অনুষ্ঠান। গত ২৮ ও ২৯ আগষ্ট বাংলাদেশ সময় রাত ৮ টায় ধ্রুপদ সংগীত নিকেতনের ফেসবুক পেইজ ও গ্রুপ থেকে অনুষ্ঠান দুইটি সরাসরি সম্প্রচার করা হয়।
প্রথম দিনের আয়োজন সাজানো হয়েছিল সম্পূর্ণ ভিন্ন আংগিকে।
সংগঠনের পরিচালক উৎপল চন্দ্র নাথ বলেন : "কবিকে আমাদের চেনা সেই ছোট্টবেলা থেকে তাও শুধু সেই চেনাজানা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ,তাই কবিকে নিয়ে আরো বিশদভাবে জানতে তাদের এই আয়োজন।"
উক্ত অনুষ্ঠানে কবির বিখ্যাত কিছু গান ও গানের ব্যাখ্যা ও ইতিহাস তুলে ধরেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী,প্রশিক্ষক ও গবেষক শ্রদ্ধেয়া মায়া রায়( আগরতলা,ত্রিপুরা)। এরপর পরই কবির জীবনের অনেক ঘটনা তুলে ধরেন কবি নজরুলের একান্ত শিষ্য সংগীতাচার্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এর কন্যা বিদূষী ব্যাক্তিত্ব ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও প্রশিক্ষক শ্রদ্ধেয়া কৃষ্ণা মজুমদার(কলকাতা,ভারত) (সংগীত বিশারদ,সংগীত প্রভাকর,সংগীত প্রবীণ,কন্ঠরত্ন এবং আকাশবাণী,দূরদর্শন,তারা মিউজিক এর সংগীত শিক্ষার আসর এর প্রশিক্ষক) ; যিনি খুব কাছ থেকে কবির সান্নিধ্য লাভ করেছিলেন এবং কবিকে যখন বাংলাদেশে আনা হয় তখন কবির সাথে তিনিও বাংলাদেশে এসেছিলেন।
অনুষ্ঠানে কবিকে নিয়ে আরো স্মৃতিচারণ করেন আমাদের চট্টগ্রামের গর্ব স্বাধীন বাংলা বেতার শিল্পী,নজরুল সংগীত শিল্পী সংস্থার সহ-সভাপতি এবং আর্য সংগীতের উপাধ্যাক্ষ ও প্রশিক্ষক শ্রদ্ধেয়া জয়ন্তী লালা। মুক্তিযুদ্ধে কিভাবে কবির গান কবিতা আমাদের বাংগালিকে উদ্বুদ্ধ করেছিল সেসব নিয়ে স্মৃতিচারণ করেন শ্রদ্ধেয়া জয়ন্তী লালা।মুক্তিযুদ্ধে তিনি নিজেও অংশ নিয়েছিলেন।কবির গান কবিতায় নিজেও উদ্বুদ্ধ হন মুক্তিযুদ্ধে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো অংশ নেন এপার বাংলা ওপার বাংলার এক ঝাঁক গুণী শিল্পী।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী ও প্রশিক্ষক শ্রদ্ধেয়া কৃষ্ণা মজুমদার ও শুভ্রা চক্রবর্তী, বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করেন বিখ্যাত নজরুল সংগীতশিল্পী জয়ন্তী লালা, তারক নট্ট(ঢাকা),অপু বর্মন, পিন্টু ঘোষ, মিতালী রায়, জহর মুখার্জি,ফারুক আহমেদ,ঐশী দেওয়ানজি,সমরীতা মজুমদার,সজীব চক্রবর্তী সহ বেতার ও টেলিভিশন এর বরেণ্য গুনী শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরী(বোধন আবৃত্তি পরিষদ), শ্রাবণী দাশগুপ্তা( প্রশিক্ষক- জেলা শিল্পকলা একাডেমী,চট্টগ্রাম), সায়াহ্ন চক্রবর্তী (তারুণ্যের উচ্ছ্বাস),নীল মজুমদার (সদস্য - ধ্রুপদ সংগীত নিকেতন)।নৃত্য পরিবেশনায় ছিলেন ধ্রুপদ সংগীত নিকেতন এর সদস্য ও পরীক্ষক শ্রদ্ধেয় সুদীপ দত্ত জিমি।
তবলায় লহড়ার অনবদ্য পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন শ্রদ্ধেয় শিল্পী পাভেল বড়ুয়া ( সম্মানিত সদস্য, ধ্রুপদ সংগীত নিকেতন),সবশেষে বাঁশীর সুন্দর সুরধ্বনি দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করেছেন উদীয়মান চিত্রশিল্পী রনি দে ( সদস্য, ধ্রুপদ সংগীত নিকেতন)।
সংগঠনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রদ্ধেয় উজ্জ্বল চন্দ্র নাথ(প্রভাষক-পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ) বলেন:
বাংলা সাহিত্যে শুধু বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।
সংগঠনে এর নৃত্য বিভাগ এর পরিচালক শ্রদ্ধেয়া রিয়া দাশ চায়না বলেন :
নজরুলের কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে।তাই আমাদের বেশি বেশি করে নজরুলের চর্চা করতে হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রামের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান "মুক্তধারা লিমিটেড"।
বিশেষ ধন্যবাদ জ্ঞাপন : পার্থ প্রতিম দাশ [ভাইস চেয়ারম্যান: "সংশপ্তক", পরিচালক: "স্বস্তিক ট্রেড লিমিটেড" এবং কার্যনির্বাহী পরিচালক: "মুক্তধারা লিমিটেড" (Country Director- Orion Edutech Pvt. Ltd, India)]
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে হবে। যারা ভোটারদের মিথ্যা কথা বলে লোভ-...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : মোঃ নুর হোসেন,কমলনগর,(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর কমলনগরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী জ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবের ভাতিজা পরিচয়ে সাংবাদিকে হত্যার হুমকি থানায় অভিযোগ চাটখ...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : সড়ক দূর্ঘটনায় নিহত জাহাঙ্গীরের পরিবারের প্রতি মানবিক সাহায্যের আকুল আবেদন। সড়ক দূর্ঘটনায় অক...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আজ চার ডিসেম্বর লক্ষ্মীপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর জেলা-প্রশাসকের স্ব পরিবার করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited