শিরোনাম
শাহাদাত হোসেন(কমলনগর উপজেলা) | ০৯:৫৫ এএম, ২০২০-০৯-০৪
যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তার পরিবারের মাঝে হাসি-খুশি আর আনন্দ বয়ে আসে। তখন সেই পরিবারের সকলের কাছে থাকে অতি আদরের। সে কাঁদলে সবাই তাকে হাসানোর চেষ্টা করে,সেই হাসলে সবাই খুশি থাকে।এভাবেই সেই অনেক আদর-যত্নের মধ্যে দিয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। যখন তাঁর প্রথম বছর পূর্ণ হয়, তখর তার জন্মদিন খুব জাঁকজমক ভাবে উদযাপন করে। অথচ শিশু জন্মদিন কাকে বলে তাই জানে না,সেই অবুঝ শিশু ঐ দিন খানিকটা আনন্দ পাই বেলুন গুলোর জন্য। তাতেই কি হয়! জন্মদিন উদযাপন কি শিশুর জন্য অতি জরুরি?
শিশু যখন হালকা কিছু খেতে পারে তখন তাকে পুষ্টিকর খাদ্য না দিয়ে,তার বাবা বাজার থেকে নিয়ে আসে বিভিন্ন ধরনের দেশী- বিদেশি খাদ্য। কিন্তু এখন শিশুর মাছ-মাংস, শাক-সবজি খাওয়ার সময়। তবে তার বাবা-মা তাকে এ-সব কিছু না দিয়ে। দিয় থাকে জাঙ্ক ফুড! ফলে শিশুটি অপুষ্টিতে ভোগে। এভাবেই শিশুটি কথা বলতে শিখে। সেই ডাকতে শুরু করে মা,বাবা, দাদা-দাদি, নানা-নানি ইত্যাদি। এইসব ডাক শুনে সকলে মহাখুশি, তখন তার বাবা মা তাকে বিনোদনের জন্য নিয়ে যায় অনেক জায়গায় তখন শিশুর জীবন থাকে আনন্দে ভরপুর। সে যখন একটু বড় হয় তখন তার জীবনে শুরু হয় নতুন একটা অধ্যায় তার নাম হলো শিক্ষা। তখন শিশুর বাবা বাজার থেকে নিয়ে আসে অনেক গুলো বই। তখন শিশুর মা শিশুকে অ,আ,ক,খ শিখানোর চেষ্টা করে। এইতো শিশুর আবদ্ধ জীবন শুরু। শিশুর মন চাই বাহিরে গিয়ে অন্যদের সাথে খেলবে ইচ্ছে থাকলেও সেইতো পারবে না। মায়ের আদেশ বাহিরে বের হতে মানা করতে হবে শেষ পড়া। যখন শিশু পড়ালেখা খাওয়া দাওয়াই থাকে অমনযোগী তখন তার হাতে ধরিয়ে দেওয়া হয় মোবাইল সেট। সেই যখন কিছু টা শিখল তখন তাকে ভর্তি করিয়ে দেওয়া হলো একটা স্কুলে। এইতো পড়া আর পড়া তার আর ভালো লাগে না।শিশু ধীরে ধীরে স্কুলে যাওয়া-আসা শুরু করে। তখন তাকে একটি নিয়ম মানতে হয় তাহলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানো। আসবে কি শিশুর ঘুম? ঘুম তো শিশুর আসে না তাখন তার মা তাকে মোবাইলে কার্টুন দেখিয়ে ঘুম পারায়। এভাবেই শিশুটি হয়ে যায় মোবাইলের প্রতি আসক্ত, এই কি ছিল তার মায়ের করণীয়? যেখানে ঘুম পারানো হয় গল্প, কবিতা, ছন্দ শুনিয়ে। সেখানে এখন কার্টুন দেখিয়ে। এভাবেই শিশুর মা-বাবা নিজের অজান্তেই করে পেলে কিছু ভুল!
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমরা সকলে এই পৃথিবীতে দৌড়াচ্ছি, সেটা দ্বীনের জন্য হোক অথবা শুধু দুনিয়ার জন্য। আপনি যে পথেই দৌঁড়ান ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : আমি তাকেই চেয়েছিলাম, যার হৃদয়ের স্পন্দনে, প্রতিটি ধ্বনিতে শুধু আমি থাকবো। আমি তাকেই চে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব মানে বাংলা রবিন হোসেন তাসকিন চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম, জাতির পি...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : সেই তুমিঃ কলমে ✑ মমো হে প্রিয়..... বুঝনি তুমি আমারি মন। তা সবে, অবোধ তুমি অবহেলা করিলা। অ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : ফরিয়াদ মোঃ আরিফুল ইসলাম ও আমার প্রভু,একটি মাত্র ফরিয়াদ তোমার শাহি দরবারে। আমাদের প্রিয় আলেম সারও...বিস্তারিত
সুবীর সিকদার (পিরোজপুর) : কবি সুবীর সিকদারের দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ "পাখিদের গান"। আজ ১৮-ই নভেম্বর ২০২০ হাতে পেলাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited