শিরোনাম
আলী আজগর রবিন(রায়পুর) | ০৬:০৪ পিএম, ২০২০-০৯-১৫
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নুরাবাদ ইউনিয়নে অবস্থিত নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়।শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করে আসছে। কাছা কাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকাবাসীর সহযোগিতায় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। এলাকাবাসী সকলের মতামতে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া যায় কাকে? কে নিবে এই প্রতিষ্ঠানটির দায়িত্ব? সাংবাদিক আমির হোসেন কে তারা খবর দিয়ে নিয়ে যান। সকলের পরামর্শ করেন। তৎকালীন সময়ে বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক মিঝি বলেন, আমি এই এলাকায় এই বিদ্যালয়ের দায়িত্ব দেওয়ার মতো কাউকে খুঁজে পেলাম না। কারন একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হলে যোগ্যতা সম্পন্ন একজন মানুষের প্রয়োজন। আমি মনে করি সাংবাদিক আমির হোসেন ই এই দায়িত্ব বহন করতে পারে। সবাই এক বাক্যে বলল, হ্যা আমরাও একমত। সভাপতি আরো বলেন, আজ থেকে আমি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব আমির হোসেন কে দিয়ে দিলাম। এই সময় সাংবাদিক আমির হোসেন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনারা আমাকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন।
একটি সংসার চালানো সহজ, একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করা তার চেয়েও কঠিন।
আপনারা আমাকে সহযোগিতা করবেন। প্রতিষ্ঠান যেন টিকে থাকে সেই পরামর্শ দিয়ে সাথে থাকবেন।
১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পা-পা করে পেরিয়ে গেলো ২৪ বছর।
২০০০ সালে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পায়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ২০০৪ সালে বিদ্যালয়টি একাডেমী স্বকৃতি লাভ করে। সেখান থেকে প্রতিষ্ঠানটি পড়াশোনা চলছে অবিরাম। নবম শ্রেণীর ছাত্রী সাজেদা,অষ্টম শ্রেনীর সোনিয়া আক্তার, ৭ম শ্রেনীর সারমিন ও ৬ষ্ঠ শ্রেনীর তামীম বলেন, আমাদের বিদ্যালয়ে লেখাপড়া খুব ভালো চলছে। শিক্ষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের পাঠদান করানো হয়। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত। বর্ষাকালে আমরা শ্রেণীকক্ষে বসলে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। চেয়ার টেবিলের সংকট। পর্যাপ্ত পরিমাণ টেবিল হাইবেঞ্চ না থাকায় আমরা গাদাগাদি করে বসতে হয়। বিদ্যালয়টি দ্রুত এমপিওভুক্ত প্রয়োজন।
অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু সালেহ মোঃ হানিফ বলেন, আমি ২৪ বছর পর্যন্ত এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে বিনা বেতনে চাকরি করে আসছি। সরকারি নীতিমালা অনুযায়ী আমার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২০২০ সালে শেষ হয়ে গেছে। তাই আমার অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ নেই। আমার পুরো জীবন বিনা বেতনে খেটে গেলাম। আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আমাদের পরিবার নিদারুণ কষ্টে আছে। আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের পরিবারের মাঝে হাসি ফুটানোর জন্য বিদ্যায়লটি এমপিওভুক্ত প্রয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন বলেন, আমি ২৪ বছর ধরে বিনা বেতনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। আমার বিদ্যালয়টি বেশ সুনামের সাথে পরিচালিত হচ্ছে। শিক্ষক কর্মচারীরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা দুস্কর হয়ে পড়েছে। বিদ্যালয় বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীদের কে পাঠদান করার সময় বৃষ্টির পানিতে তাদের বই খাতা ভিজে যায়। প্রতি বছর শিক্ষার্থীরা জে এস সি পরীক্ষায় শতভাগ পাশ করে আসছে। শীঘ্রই প্রতিষ্ঠাটি এমপিওভুক্ত না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়টি দ্রুত এমপিওভুক্ত ও একটি ভবন নির্মাণের জন্য শিক্ষকহ কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন,বিদ্যালয়ের এলাকায় আমার আমার জন্ম, আমি এ বৎসর সভাপতির দায়িত্ব পেলাম। বিদ্যালয়টি বেশ দীর্ঘ ২৪ বছর যাবৎ বেশ সুনামের সাথে চলে আসছে। শিক্ষকেরা বরন পোষনে খুব কষ্ট হইতেছে। আমি আশা করি আগামী বাজেটে ভোলা -৪ চরফ্যাসন ও মনপুরা আসেনের সফল এমপি আব্দুল্লাহ আল ইসলাম এর সাথে আলাপ করে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার ব্যাবস্থা করবো।
উল্লখ্য,২০১৮ সালে মাধ্যমিক স্তরে পাঠদানের অনুমতি পায় এই প্রতিষ্ঠানটি।
চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে বেশ সুনামের সাথে নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয় পাঠদান করে আসছে। শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে জে এস সি পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হয়ে আসছে। দ্রুত বিদ্যালয় টি এমপিওভুক্ত হওয়া খুবই প্রয়োজন।
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিজানুর রহমান সোহাগের ২য় মৃত্...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজির হাট বাজারে এইচএসসি পর...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন লক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ স...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলা-৪ চরফ্যাসন-মনপুরা আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, স্বাধীন বাংলার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলা চরফ্যাশন চর কচ্ছপিয়ায় চার্চ কলোনির ৫৪ অসহায় পরিবার জিম্মি সাইদ ফরাজীর কাছে। গরিব অসহায় হত দর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited