শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ১০:১৭ এএম, ২০২০-০৬-১১
লক্ষ্মীপুর ৭১ নিউজ ডেস্ক :
জনপ্রিয় অনলাইন পত্রিকা “লক্ষ্মীপুর ৭১” এর জন্য (খালি থাকা সাপেক্ষে) দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা, উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি/সংবাদকর্মী নেওয়া হচ্ছে।
আমাদের ওয়েবসাইট: www.Lakshmipur71.com
”লক্ষ্মীপুর ৭১ নিউজে” নিয়োগ সংক্রান্ত নিদের্শনাবলী-
* কম্পিউটারে লেখা আবেদন পত্র পাঠাতে হবে/সিভি পাঠাতে হবে।
* জাতীয় পরিচয় পত্রের/জন্মনিবন্ধনের ফটোকপি।
* সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি।
* শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
* সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে।
* ইমেইল:
* সিভি পাঠিয়ে অবশ্যই ফোন দিতে হবে।
মোবাইল: 8801819942310,8801623123499
সংবাদ প্রেরনের জন্য ”লক্ষ্মীপুর ৭১” পত্রিকার নিজস্ব নীতিমালা:
—————————————————————————————————-
১.সংবাদ প্রেরনের অনুমতি থাকতে হবে, যদি ওই স্থানে প্রতিনিধি না থাকে তাহলে সিভি পাঠিয়ে ফোন করে অনুমতি নিতে হবে।
২.সংবাদ প্রেরনের জন্য নির্দিষ্ট মেইল :news@lakshmipur71.com
৩.ক্রাইম নিউজের ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট দিতে হবে এবং ডকুমেন্ট পাঠাতে কোন সমস্যা থাকলে ফোনে জানাতে হবে।
৪.প্রতিদিনের সংবাদ প্রতিদিন দিতে হবে, পুরোনো নিউজ দেয়া যাবেনা।
৫. সংবাদদাতা তার ব্যাক্তিগত মেইল থেকে নিউজের নিচে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নম্বর, এবং বিভাগের নাম সহ সংবাদ পাঠাতে হবে।
৬. নির্দিষ্ট ফরম্যাটে সাজানো সংবাদ দিতে হবে, কারন অগোছালো সংবাদ পাঠালে এডিট করে প্রকাশ করার বিষয়টি নিউজ এডিটরের নির্দিষ্ট সময়ের উপর নির্ভর করে।
৭. সংবাদ পাঠানোর আগে আপনি নিজে পাঠক হউন। এতে ভুল এবং ভূল বানানগুলো সংশোধন হবে।
৮.সংবাদ সম্পর্কিত ছবি এবং বক্তব্য দেয়ার চেষ্ঠা করতে হবে।
৯.কপি নিউজ পাঠানো যাবেনা, তবে গুরুত্বপুর্ন নিউজ হলে সূত্র সহ পাঠাতে হবে। নিউজ করতে প্রতিনিধিকে ঘটনাস্থলে উপস্থিত থাকার চেষ্ঠা করতে হবে। কারন অনেক সময় ঘটনা সম্পর্কিত প্রশ্ন জানতে বার্তা কক্ষ আপনাকে নক দিবেন।
১০.কোন সংবাদ জরুরী প্রকাশিত করার প্রয়োজন হলে সরাসরি অফিসের নম্বরে ফোন করে জানাতে হবে।
১১. সকল প্রতিনিধিদের আমাদের অফিসিয়াল ফেজবুক আইডি+ প্রতিনিধিদের জন্য আলাদা সিক্রেট গ্রুফের সাথে সংযূক্ত থাকতে হবে ।
১২.সংবাদ প্রেরনকারীর যেগুলো সংবাদ প্রকাশিত হবে সেগুলো নিজ নিজ ফেজবুক ওয়ালে নিয়মিত শেয়ার দিতে হবে।
১৩. এই নিয়মে মেইল দিন নমুনা মেইল পাঠান:- প্রথমে শিরোনাম- তারপরে সংবাদদাতার নাম/প্রতিনিধিঃ-তারপরে নিউজ,চাইলে ভিডিও ক্লিপ প্রেরণ করতে পারেন।
১৪.”লক্ষ্মীপুর ৭১” এর একজন প্রতিনিধি হিসাবে নিয়মিত নিউজ শেয়ার করে আপনার এবং পত্রিকার প্রচার চালাতে হবে।
১৫. কপি নিউজ এর প্রমান পাওয়া গেলে কোনরুপ কারন নোটিশ ছাড়াই নিউজ প্রকাশ করে প্রতিনিধির প্রতিনিধিত্ব বাতিল করা হবে।
অন্যান্য:
১.আপনাদের প্রেরিত যে সকল সংবাদ প্রকাশিত হবে ,সে নিউজের লিংক মেইলে/ গ্রুপে রিপ্লাই দেয়া হবে।
২. উপরের নীতিমালা পরিবর্তন এবং পরিবর্ধনের ক্ষেত্রে “লক্ষ্মীপুর ৭১” কতৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।
★যে কোন অভিযোগ, মতামত,পরামর্শের জন্য ২৪ ঘন্টা সম্পাদক বিভাগের নির্ধারিত নম্বর: 8801819942310,8801623123499
”লক্ষ্মীপুর ৭১” এর সুবিধাবলীঃ-
১. প্রকাশনা/ বার্তা কক্ষ ২৪ ঘন্টা খোলা থাকে।
২. প্রতিনিধি ছাড়া কপি নিউজ প্রকাশ করে না।
৩. সামান্য ভুলগুলো সংশোধন করে থাকে।
৪. প্রতিনিধিদের সর্বদা পরামর্শ প্রদান করে থাকে।
৫. সর্বদা সম্পাদক ও প্রকাশকের সাথে অবাধে প্রতিনিধি কথা বলতে পারেন।
৬. বছরে দুবার প্রতিনিধিদের সেরা প্রতিনিধি বাছাইপূর্বক পুরস্কার প্রদান করে থাকে।
৭. বিজ্ঞাপনের ৫০% প্রতিনিধিকে দেওয়া হবে।
৮. প্রতিনিধিদের সর্বদা আইনি পরামর্শ দিয়ে থাকে।
৯.মোটকথা “লক্ষ্মীপুর ৭১” কারো প্রতিযোগী বা হিংসা মূলক মনোভাব পোষণ করে না। “লক্ষ্মীপুর ৭১” আমরা আমাদের মত। সবার থেকে ভিন্ন মাত্রায় আমাদের পথচলা।
ধন্যেবাদন্তে,,,
মোঃ কাসেম পন্ডিত
প্রকাশক ও সম্পাদক
লক্ষ্মীপুর ৭১ নিউজ
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : রাজধানীর মিরপুরে তিন সাংবাদিককে খুনের হুমকি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হতেই পল্লবী থানার অফ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি । লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ার ...বিস্তারিত
মোজাম্মেল হোসেন রিয়াজ(চাটখিল নোয়াখালী) : সাভার ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত স্বাস্থ্য সেবা ও করোনা পরীক্ষা-টীকা কার্যক্রম অব...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি । ------------------------------------------------------------- ট্রান্সপারে...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আলী আজগর রবিন স্টাফ রিপোর্টরঃ লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনে...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : রবিবার সদ্যপ্রয়াত হাসানুজ্জামান ভূঁইয়া সাবমিয়ার পরিবারের পক্ষ থেকে চাটখিলে এবং গ্রামের বাড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited