শিরোনাম
আলী আজগর রবিন(রায়পুর) | ১১:২০ এএম, ২০২০-০৯-২০
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজির হাট বাজারে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৯ সেপ্টেম্বর শনিবার রাত সোয়া ৯ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সে দুলারহাট থানার আহাম্মদ পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজির হাট বাজারে শাহ ষ্টুডিওর স্বত্তাধীকারী ইকবাল হোসেন এর ছেলে। ।
স্থানীয়রা জানান, হাজির হাট বাজারে শাহ ষ্টুডিওতে আইপিএসের বৈদ্যুতিক তারে জড়িয়ে স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের চলছে আহাজারি ।
নিহত শরীফ দুলারহাট আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। বেড়ে উঠা সহজ সরল ছেলেটির মৃত্যুতে হাজিরহাট বাজারের ব্যবসায়ীদের মাঝে কান্নার রোল নেমে আসে।
পিতা-মাতা ছেলেটির মৃত্যুতে এখনো অজ্ঞান হয়ে পরে আছে।
২০ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় মরহুমের জানাজা তাহার নিজ বাড়ীর মসজিদের আঙ্গিনায় সম্পন্ন হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করেন।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মরহুমের জানাজা তাহার নিজ বাড়ীর মসজিদের আঙ্গিনায় সম্পন্ন হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করেন।
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিজানুর রহমান সোহাগের ২য় মৃত্...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন লক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ স...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলা-৪ চরফ্যাসন-মনপুরা আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নুরাবাদ ইউনিয়নে অবস্থিত নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, স্বাধীন বাংলার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : ভোলা চরফ্যাশন চর কচ্ছপিয়ায় চার্চ কলোনির ৫৪ অসহায় পরিবার জিম্মি সাইদ ফরাজীর কাছে। গরিব অসহায় হত দর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited