শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ১০:৫৫ এএম, ২০২০-০৬-১১
বন্দুক ধারী সিপাহী!বরকন্দাজ!এঁরা ই শক্তি। কারন আমার কোথায় ডিউটি হলে সংগে দেওয়া হয় ফোর্স মানে বল,শক্তি, গতি,বেগ ।আমাদের পাশে থেকে বেশ কয়েক জন শক্তি চিরতরে নাই হয়ে গেছে। করোনা আক্রান্ত হয়ে। ৪৩ বছরের এনামুল।
কেউ জানেন কি 16/18 বছর বয়সে এনামুল রা নিজের প্রয়োজনে ও দেশপ্রেম নিয়ে পুলিশে আসে।এ সময় তাদের ফাইল হাতে কলেজে যাওয়ার কথা।কিন্তু তারা কলেজে থাকে ঠিক ই হাতে কলম খাতার পরিবর্তে থাকে ঘাড়ে বন্দুক ।লেগ গার্ড, হেলমেট।
দুপুর তাদের মাংস ভাত খেয়ে বাবা মার সাথে গল্প করার কথা কিন্তু সে বয়সে ইউনিফর্মের ঘামে ভেজা, কোন রাস্তা র মোড়ে টিফিন বাটীর ভাত খেতে হয়।
যে সময় রাতে পড়ার টেবিলে সেই বয়সে তারা সচিবালয় গেটে নিরাপত্তা ডিউটি তে দাঁড়িয়ে। টিভি দেখার সময় টা কাটে মাতৃভূমি র রাতের রাস্তা প্রহরা দিয়ে।
এই এনামুল দের বিনিয়োগ থাকে দেশপ্রেম,আর সৈনিক জীবনে র গৌরব ।সাথে থাকে শারিরীক শক্তি যা দেশ মাতৃকার ডাকে বিলিয়ে দেওয়ার অংগীকার।
এনামুল রা বিনিময়ে চায় মোটা,কাপড়, মোটা ভাত।আর আর্থ সামাজিক প্রেক্ষাপটে নিজের পরিবারের খাওয়া পরার অর্থ। দায়িত্ব নিজের যৌবন টা বন্দুক টানার পিছনে ব্যয় করে ভবিষ্যতে ছেলে মেয়ে দের অফিসার তৈরি র জন্য।
এত কষ্ট, এত বিসর্জন সব ভেস্তে যায়,যখন এনামুল রা মাঝ পথে দেশের জন্য শহীদ হয়।
এনামুলের এক ছেলে ,দুই মেয়ে। তাদেরকে কে বাবা মা বলে ডাকবে।এনামুলের মেয়ে কে বিয়ে র দিন কে পাত্রস্থ করবে? এনামুলের ছেলে কে কে বন্দুক চাকুরি থেকে অফিসার বানাবে?আমি?আপনি?আমরা?কেউ না ।এ রকম এনামুল একুশ জন শহীদ হল। কাউকে গুলি করতে না,চোর ধরতে নয়,ডাকত বা জংগি ধরতে নয়।
বাংলাদেশের মানুষ কে মহামারী হতে রক্ষা করতে ,মানুষ কে ঘরে রাখতে আর খাবার পৌছে দিতে।তাতে করে কিন্তু অনেক হাজার হাজার এনামুল নিরাপদে আছে।তাদের গেলে মেয়ে অফিসার হবে ইনশাল্লাহ।এনামুল দের শরীর, মরা পিতৃত্ব, বিধবার অশ্রু জল ,আর ইতিম ছেলে মেয়ে র কাহিনী র বিনিময়ে বড় হব শত শত এনামুল দের উত্তরাধীকার।
কিন্তু জন্মের পর থেকেই এনামুল রা জীবন যুদ্ধে ঢুকে যায় একই সাথে দেশে পক্ষে যুদ্ধ হয়ে যায় আর এবার হল ঐ সাথে ই করোনা যুদ্ধে। জীবন ও
জীবিকার কি পরিমাণ প্রয়োজন থাকলে চায়ের দোকানে আড্ডা র বয়সে বরকন্দাজ হয়ে যাত্রা করে?
ভাত কাপড় আর পরিবারের প্রতি কত উঁচু মানের কৃতজ্ঞতা থাকলে গান শোনার বয়সে টহল গাড়ি তে রাত কাটায়?
নিজের জীবনে র আশা, আকাংখা ,সাধ ,আল্লাদ, চিন্তা, চেনা,আভিজাত্য, স্বপ্ন, বিসর্জন দিয়ে ভবিষ্যতের উত্তরাধিকারদের জীবন গড়ার জন্য নদীর তীরে বেড়ানোর বয়সে পুলিশ লাইনের গেটে দাঁড়িয়ে থাকে?
কি পরিমাণ দেশপ্রেম আর মাতৃভূমি র প্রতি দরদ থাকলে এবং সরকার, সার্বভৌমত্বে আনুগত্য থাকলে বাসায় ঘুমানোর বয়সে গনভবন, বংগভবন এ অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকে?
তারাই যুগে যুগে আমার মত অফিসার দের শক্তি সাহস।সহদর ভাইয়ের মত।বাংলাদেশে পুলিশের গৌরব তারা।উচ্চ মাত্রার অহংকার। এনামুল রাই পুলিশের মুল ভিত্তি ও মাত্রা।
তাদের জীবন, যাত্রা, অর্জন, গন্তব্য, আর থেমে যাওয়া এ যেন করুন মাত্রা
আমরা একই পরিবারের। তাই তো করোনার মত অশ্রু ধারা যেন সংক্রামন সকল পুলিশের যুগল নয়নে।এনামুলের ফেলে যাওয়া অ সহায় পরিবারের সদস্য তো আমরা সবাই।
তাই সবাই এই শোক কে শক্তি তৈরি করতে পারছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মোঃ ইমাউল হক পিপিএম
ইন্সপেক্টর
ইন্টেলিজেন্স এন্ড মিডিয়া সেল
14আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজার
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : ২য় বারের মতো মেয়র হাজী আব্দুল গনিকে বরন করলেন ৬নং ওয়ার্ডবাসী।আজ বিকেলে ৫ঘটিকায় সাভার পৌরসভার ৬নং ...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : কোটালীপাড়া উপজেলা প্রতিনিধিঃ জেমস বাড়ৈ ধানক্ষেতে ধানের ক্ষতিকর পোকামাকড় সনাক্ত করার জন্য ফা...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : রায়পুর পৌরসভার আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে (উটপাখি) প্রতীক নিয়ে তরুণ সমাজ সেবক মোঃ ইক...বিস্তারিত
আলী আজগর রবিন(রায়পুর) : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দৈনিক বাংলা ৭১নোয়াখালী জেলা প্রতিনিধি ও অবজারভার এর সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালী প্রতিদিনে...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছে সুনামগঞ্জ তাহিরপুরের তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited